A
আজারবাইজান-আর্মেনিয়া
B
আর্মেনিয়া-লাটভিয়া
C
কাজাখস্তান-আজারবাইজান
D
রাশিয়া-আর্মেনিয়া
উত্তরের বিবরণ
নাগার্নো কারাবাখ পূর্ব ইউরোপে অবস্থিত একটি বিতর্কিত অঞ্চল, যা দীর্ঘদিন ধরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে উত্তেজনার প্রধান উৎস। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা এই দুই দেশের মধ্যে অঞ্চলটি ঘিরে প্রায় তিন দশক ধরে বিরোধ চলে আসছে।
১৯৮৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এক রক্তক্ষয়ী যুদ্ধের পর একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি স্থায়ী হয়নি—ছোট-বড় সংঘর্ষ অব্যাহত ছিল দীর্ঘদিন ধরে। এই অঞ্চলের মালিকানা নিয়ে আজও দুই দেশের মধ্যে কোনও স্থায়ী চুক্তি হয়নি।
আন্তর্জাতিক মহল নাগার্নো কারাবাখকে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবে অঞ্চলটি দীর্ঘদিন ধরে জাতিগত আর্মেনিয়দের দ্বারা পরিচালিত হয়ে এসেছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দী বিনিময় এবং নিহতদের মরদেহ উদ্ধার প্রক্রিয়ার সুযোগ তৈরি হয়।
২০২০ সালের যুদ্ধবিরতি:
-
চুক্তি স্বাক্ষরিত হয়: ৯ নভেম্বর, ২০২০
-
কার্যকর হয়: ১০ নভেম্বর, ২০২০
-
স্থান: মস্কো, রাশিয়া
-
মধ্যস্থতাকারী: রাশিয়া
এই যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত কিছুটা স্তিমিত হলেও অঞ্চলটি এখনও অস্থিরতার ঝুঁকিতে রয়েছে।
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 week ago