শুদ্ধ বাক্য কোনটি?
A
ঘটনা বর্ণনা হয়েছে।
B
আমি সন্তোষ হলাম।
C
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
D
আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য: আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: ঘটনা বর্ণনা হয়েছে।
শুদ্ধ: ঘটনা বর্ণিত হয়েছে। -
অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম। -
অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
0
Updated: 1 month ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 days ago
A
তাহার জীবন সংশয়পূর্ণ
B
তাহার জীবন সংশয়ায়
C
তাহার জীবন সংশয়ভরা
D
সঠিক উত্তর নেই
ব্যাখ্যা: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী সংশয়াপূর্ণ/সংশয়পূর্ণ বলে কোন শব্দ নেই। সঠিক বাক্য হবে- ‘তাহার জীবন সংশয়াপন্ন’।
0
Updated: 2 days ago
"পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার"। -বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
Created: 2 months ago
A
প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
B
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
C
দুটোই অশুদ্ধ
D
দুটোই শুদ্ধ
প্রদত্ত বাক্যে ‘পুরষ্কার’ ও ‘পরিস্কার’ শব্দ দুটি ভুলভাবে লেখা হয়েছে। সঠিক বানান হলো ‘পুরস্কার’ ও ‘পরিষ্কার’।
কেন এমন হয়:
বাংলায় বিসর্গযুক্ত ধ্বনির সঙ্গে যখন কোনো বর্ণ মিলিত হয় (সন্ধি), তখন সাধারণত নিম্নলিখিত নিয়ম প্রযোজ্য:
-
অ-ধ্বনির সঙ্গে বিসর্গযুক্ত শব্দের মিলন:
-
অ-ধ্বনি বা মুক্ত বর্ণের পরে সাধারণত ‘স’ যুক্ত হয়।
-
উদাহরণ:
-
পুরঃ + কার = পুরস্কার
-
নমঃ + কার = নমস্কার
-
বনঃ + স্পতি = বনস্পতি
-
-
-
ই-ধ্বনির সঙ্গে বিসর্গযুক্ত শব্দের মিলন:
-
ই-যুক্ত বর্ণের পরে সাধারণত ‘ষ’ যুক্ত হয়।
-
উদাহরণ:
-
পরি + ই-ধ্বনি → পরিষ্কার
-
বহিঃ + কার = বহিষ্কার
-
নিষ্কলঙ্ক, নিষ্প্রভ, নিষ্পন্ন
-
-
⚠️ তবে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন স্প / স্ত / স্থ থাকলে ‘ষ’ হয় না। যেমন: নিস্পন্দ, নিস্তব্ধ, দুস্থ।
উৎস:
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
'সতীর্থ' কোন সমাস?
Created: 1 month ago
A
তৎপুরুষ সমাস
B
কর্মধারয় সমাস
C
অব্যয়ীভাব সমাস
D
বহুব্রীহি সমাস
বহুব্রীহি সমাস হলো সেই সমাস যেখানে পূর্ব বা পর কোন পদের সরাসরি অর্থ বোঝানো হয় না, বরং একটি তৃতীয় অর্থ প্রকাশ পায়।
-
উদাহরণ:
-
দশ আনন যার = দশানন
-
চার পা বিশিষ্ট প্রাণী = চতুষ্পদ
-
পদ্ম নাভিতে যার = পদ্মনাভ
-
সমান তীর্থ যাদের = সতীর্থ
-
সমান উদর যার = সহোদর
-
0
Updated: 1 month ago