শুদ্ধ বানান কোনটি?
A
জাজ্জ্বল্যমান
B
বয়োজ্যেষ্ঠ
C
প্রোজ্বলিত
D
নিরূপম
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: বয়োজ্যেষ্ঠ
-
এটি একটি বিশেষণ পদ।
-
অর্থ: বয়সে বড়
অন্যদিকে, অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো—
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
নিরূপম → নিরুপম
0
Updated: 1 month ago
বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
Created: 2 months ago
A
আসক্তি
B
আকাঙ্ক্ষা
C
যোগ্যতা
D
আসত্তি
একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। যথা - ১. আকাঙ্ক্ষা ২. আসত্তি এবং ৩. যোগ্যতা । বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন - চন্দ্র পৃথিবীর চারদিকে ..... বললে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না । আরো কিছু শোনার ইচ্ছা হয়। কিন্তু চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে বললে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়।
0
Updated: 2 months ago
কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?
Created: 1 month ago
A
জানিবার ইচ্ছা
B
জয় করিবার ইচ্ছা
C
হনন করিবার ইচ্ছা
D
যুদ্ধ করিবার ইচ্ছা
বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের মানসিক প্রবণতা ও ইচ্ছার প্রকাশ ঘটে। এসব শব্দের ভিন্ন ভিন্ন অর্থ আমাদের চিন্তা ও ভাষা ব্যবহারে বিশেষ ভূমিকা রাখে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ তুলে ধরা হলো।
-
জিগীষা (বিশেষ্য) – জয়লাভ বা সাফল্য অর্জনের প্রবল ইচ্ছা
-
জিজীবিষা (বিশেষ্য) – জীবিত থাকার বা টিকে থাকার প্রবল আকাঙ্ক্ষা
-
জিজ্ঞাসা (বিশেষ্য) – জানার ইচ্ছা বা কৌতূহল
-
জিঘাংসা (বিশেষ্য) – বধ বা হনন করার মানসিক ইচ্ছা
-
যুযুৎসা (বিশেষ্য) – যুদ্ধ করার প্রবণতা বা অভিলাষ
0
Updated: 1 month ago
আমি, তুমি ও সে
Created: 5 days ago
A
সবাই
B
আমাদের
C
আমরা
D
সকলে
এই বাক্যে ‘আমি, তুমি ও সে’ একত্রে মিলিত হয়ে একটি সমষ্টিগত অর্থ প্রকাশ করে। এখানে তিনটি পৃথক সর্বনাম একসাথে ব্যবহৃত হয়ে নিত্য সমাস গঠন করেছে, যার ফলাফল একটি বহুবচন রূপ — “আমরা”।
-
আমি, তুমি ও সে — তিনটি একবচন সর্বনাম মিলে যৌথভাবে একবচন নয়, বহুবচন অর্থ প্রকাশ করে।
-
এর মাধ্যমে বোঝানো হয় সকল বক্তা ও শ্রোতাকে একত্রে নির্দেশ করা।
-
এই ধরনের গঠন ভাষায় সম্প্রক্তি বা ঐক্যবোধ প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
-
তাই “আমি, তুমি ও সে” মিলিয়ে সঠিক অর্থ দাঁড়ায় — “আমরা”, যা নিত্য সমাসের উদাহরণ।
0
Updated: 5 days ago