নিচের কোনটি শুদ্ধ বাক্য?
A
আমি সাক্ষী দিব না।
B
একটা গোপনীয় কথা বলি।
C
এ কথা প্রমাণ হয়েছে।
D
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: আমি সাক্ষী দিব না।
শুদ্ধ: আমি সাক্ষ্য দিব না। -
অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে। -
অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
0
Updated: 1 month ago
নিচের কোনটি অপপ্রয়োগ?
Created: 1 month ago
A
চঞ্চলতা
B
গম্ভীরতা
C
স্বতঃপ্রণোদিত
D
গাম্ভীর্যতা
অপপ্রয়োগ শব্দের একটি উদাহরণ হলো “গাম্ভীর্যতা”। এটি আসলে ‘-তা’ এবং ‘-ত্ব’ প্রত্যয়ের মিশ্রণে গঠিত ভুল প্রয়োগ।
এর শুদ্ধ প্রয়োগ হবে— গাম্ভীর্য অথবা গম্ভীরতা।
অন্যদিকে, শুদ্ধ প্রয়োগ হিসেবে গ্রহণযোগ্য শব্দগুলো হলো—
-
চঞ্চলতা
-
গম্ভীরতা
-
স্বতঃপ্রণোদিত
(উৎস:
0
Updated: 1 month ago
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
Created: 2 months ago
A
ছোটগল্প
B
নাটক
C
কাব্য
D
উপন্যাস
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। ‘চর্যাপদ’ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। যা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।
0
Updated: 2 months ago
‘পূর্বে ছিল এখন নেই’ বাক্য সংকোচন কোনটি?
Created: 2 months ago
A
ভূতপূর্ব
B
অভূতপূর্ব
C
অতীত
D
বর্তমান
'পূর্বে ছিল এখন নেই'- ভূতপূর্ব। পূর্বে যা ঘটেনি- অভূতপূর্ব। বিগত হয়েছে যে কাল- অতীত। যে কাল এখনও চলছে- বর্তমান।
0
Updated: 2 months ago