সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
A
৩০ আগস্ট, ২০০২
B
৭ সেপ্টেম্বর, ২০০২
C
১০ সেপ্টেম্বর, ২০০২
D
১৫ সেপ্টেম্বর, ২০০২
উত্তরের বিবরণ
জাতিসংঘ ও সুইজারল্যান্ডের সদস্যপদ
বিশ্বের সবচেয়ে বড় এবং বিস্তৃত আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization)। এটি পূর্ববর্তী সংস্থা জাতিপুঞ্জের (League of Nations) ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে এই সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এর আগে ২৬ জুন, ১৯৪৫ সালে, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে জাতিসংঘ সনদে স্বাক্ষর করা হয়। শুরুতে জাতিসংঘে সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল ৫১টি। বর্তমানে এই সংখ্যা বেড়ে ১৯৩-এ দাঁড়িয়েছে। এর সর্বশেষ সদস্য হলো দক্ষিণ সুদান।
জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন আন্তোনিও গুতেরেস, যিনি জাতিসংঘের প্রশাসনিক কাজ পরিচালনা করেন। সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
জাতিসংঘ ছয়টি দাপ্তরিক ভাষা ব্যবহার করে: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। তবে ইংরেজি ও ফ্রেঞ্চ হলো এর কার্যকর দাপ্তরিক ভাষা।
এছাড়া, জাতিসংঘে বর্তমানে দুইটি স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে: ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গ সংস্থা:
-
সাধারণ পরিষদ
-
নিরাপত্তা পরিষদ
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
-
আন্তর্জাতিক বিচার আদালত
-
অছি পরিষদ
-
জাতিসংঘ সচিবালয়
একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সুইজারল্যান্ড বহু বছর নিরপেক্ষতা বজায় রাখার পর অবশেষে ১০ সেপ্টেম্বর, ২০০২ তারিখে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়। সে সময় দেশটির নাগরিকদের মধ্যে আয়োজিত এক গণভোটে প্রায় ৫৫ শতাংশ ভোটার জাতিসংঘে যোগদানের পক্ষে রায় দেন।
তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 3 months ago
কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য নয়
Created: 6 days ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
ব্রাজিল
D
ফ্রান্স
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে, যারা এটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অংশীদার। এই পাঁচটি দেশ হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, এবং রাশিয়া।
-
স্থায়ী সদস্য দেশ: নিরাপত্তা পরিষদের এই সদস্যদের বিশেষ ক্ষমতা রয়েছে, যেমন তারা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে ভেটো দিতে পারে।
-
ব্রাজিল: ব্রাজিল জাতিসংঘের স্থায়ী সদস্য নয়, বরং এটি একাধিক ক্ষেত্রে অংশগ্রহণকারী সদস্য দেশ। এটি নিরাপত্তা পরিষদের সদস্য হতে চাইলেও এখনও তা অর্জন করতে পারেনি।
-
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স: এই তিনটি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য।
-
চীন ও রাশিয়া: এদেরও স্থায়ী সদস্য পদ রয়েছে।
তাহলে, সঠিক উত্তর হলো গ) ব্রাজিল, যেহেতু এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
0
Updated: 6 days ago
জাতিসংঘের স্থায়ী সদস্য:
Created: 2 months ago
A
জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
C
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
D
উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন
জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ (United Nations, UN)
-
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।
-
এটি পূর্বের জাতিপুঞ্জ (League of Nations) এর উত্তরসূরী।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন ১৯৪৫, স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর ১৯৪৫।
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ৫১টি, বর্তমান সদস্য: ১৯৩টি।
-
সর্বশেষ যোগ হওয়া দেশ: দক্ষিণ সুদান।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
দাপ্তরিক ভাষা: ৬টি (ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি)।
-
কার্যকরী ভাষা: ২টি (ইংরেজি ও ফ্রেঞ্চ)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন)।
জাতিসংঘের প্রধান ৬টি অঙ্গসংস্থা:
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice)
-
তত্ত্বাবধায়ক পরিষদ (Trusteeship Council)
-
সচিবালয় (Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট ১৫ সদস্য নিয়ে গঠিত।
-
স্থায়ী সদস্য: ৫টি দেশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পরাশক্তি:
-
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
-
এ পাঁচ দেশকে একত্রে P-৫ বলা হয়।
-
-
নিরাপত্তা পরিষদ নতুন সদস্যের জন্য সাধারণ পরিষদকে সুপারিশ করে।
-
মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগেও নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন।
-
মহাসচিব নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
-
নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কিত নিয়ম জাতিসংঘ সনদ, ২৩ নং অনুচ্ছেদে উল্লেখ আছে।
অস্থায়ী সদস্য:
-
নির্বাচিত হয় ২ বছরের জন্য।
-
বর্তমান দশটি অস্থায়ী সদস্য:
-
২০২৪: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড
-
২০২৫: আলজেরিয়া, গায়ানা, কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া
-
উৎস: UN Security Council ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
ইউরোপীয় ইউনিয়নের (EU) বর্তমান সদস্য দেশের সংখ্যা - [আগস্ট - ২০২৫]
Created: 1 month ago
A
২৮টি
B
২৯টি
C
২৭টি
D
৩০টি
ইউরোপিয়ান ইউনিয়ন (EU)
-
পূর্ণরূপ: European Union
-
প্রতিষ্ঠা: ১ নভেম্বর, ১৯৯৩
-
প্রকার: রাজনৈতিক ও অর্থনৈতিক জোট
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
মুদ্রা: ইউরো (€)
-
সদস্য দেশ সংখ্যা: ২৭টি [আগস্ট ২০২৫ অনুযায়ী]
ইইউ-এর ২৭টি দেশ:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল
0
Updated: 1 month ago