Complete the sentence: That idea is a red herring, which means —
A
it's a misleading clue.
B
it's a warning signal.
C
it's an important fact.
D
it's a task that was too difficult.
উত্তরের বিবরণ
red herring একটি noun, যার অর্থ হলো এমন কোনো তথ্য, ধারণা বা ইঙ্গিত যা মানুষের মনোযোগকে আসল বিষয় থেকে সরিয়ে দেয়। বাংলায় একে বলা যায় মনোযোগ বিভ্রান্ত করার জন্য দেওয়া বিভ্রান্তিকর ইঙ্গিত বা তথ্য।
-
প্রদত্ত প্রশ্নের ঠিক উত্তর হলো: ক) it's a misleading clue.
-
Example: The police investigated many clues, but they were all red herrings.
অন্যান্য অপশনগুলো হলো
-
খ) it's a warning signal. — এটি একটি সতর্কবার্তা বা সংকেত।
-
গ) it's an important fact. — এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য।
-
ঘ) it's a task that was too difficult. — এটি এমন একটি কাজ যা খুব কঠিন ছিল।

0
Updated: 20 hours ago
Fill in the blank with the correct word:
Although the scientist was initially dismissed as a crank, her ___ experiments eventually convinced the entire academic community of her genius.
Created: 1 week ago
A
spurious
B
erratic
C
dubious
D
rigorous
সঠিক উত্তর হলো ঘ) rigorous। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
-
rigorous
-
Bangla Meaning: কঠোর, কঠিন নিয়ম বা পদ্ধতির অধীন
-
English Meaning: manifesting, exercising, or favoring rigor; very strict
-
Reasoning: Strict, careful experiments would convince the community
-
-
Other Options:
-
spurious
-
Bangla Meaning: মিথ্যা, ভ্রান্ত
-
English Meaning: Not genuine; false or fake
-
-
erratic
-
Bangla Meaning: অনিশ্চিত গতিসম্পন্ন
-
English Meaning: Not even or regular in pattern or movement; unpredictable
-
-
dubious
-
Bangla Meaning: সন্দেহজনক
-
English Meaning: Hesitating or doubting; not to be relied upon
-
-
-
Correct Sentence: Although the scientist was initially dismissed as a crank, her rigorous experiments eventually convinced the entire academic community of her genius.
-
Translation: যদিও প্রথমে এই বিজ্ঞানীকে একজন পাগলাটে বলে বিবেচনা করা হয়েছিল, তার কঠোর পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি শেষ পর্যন্ত সমগ্র শিক্ষাবিষয়ক সম্প্রদায় তার প্রতিভা স্বীকার করে নেয়।

0
Updated: 1 week ago
I know his name but I haven't managed to ferret __________ where he lives.
Created: 4 weeks ago
A
in
B
off
C
around
D
out
• Complete Sentence: I know his name but I haven't managed to ferret out where he lives.
-
Bangla Meaning: আমি তার নাম জানি, কিন্তু সে কোথায় থাকে তা এখনো খুঁজে বের করতে পারিনি।
• ferret out (phrasal verb with ferret verb)
-
English Meaning: to discover or find out something after searching for it.
-
Bangla Meaning: খুঁজে বের করা, অনুসন্ধান করে বের করা।
-
"খুঁজে বের করা" বোঝাতে ferret-এর পরে preposition হিসেবে সাধারণত out বসে।
Example Sentences:
-
The police are trying to ferret out the truth about the incident.
-
Journalists worked hard to ferret out details of the scandal.
Source: 1) Cambridge Dictionary 2) Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 4 weeks ago
Nobody called you, ___?
Created: 1 week ago
A
did they
B
didn’t they
C
did he
D
do they
বাক্য Nobody called you, did they? হলো একটি tag question।
তথ্যগুলো হলো:
-
Nobody হলো negative meaning বহনকারী subject। তাই tag question-এ positive auxiliary ব্যবহার করতে হবে।
-
মূল বাক্যে past tense auxiliary verb did আছে, তাই tag-এ did ব্যবহার হয়।
-
Pronoun they ব্যবহৃত হয়েছে, কারণ "nobody" সাধারণত plural reference বোঝাতে tag question-এ they ব্যবহার করা হয়।
অর্থাৎ, সঠিক উত্তর হলো did they।

0
Updated: 1 week ago