Complete the sentence: That idea is a red herring, which means —
A
it's a misleading clue.
B
it's a warning signal.
C
it's an important fact.
D
it's a task that was too difficult.
উত্তরের বিবরণ
red herring একটি noun, যার অর্থ হলো এমন কোনো তথ্য, ধারণা বা ইঙ্গিত যা মানুষের মনোযোগকে আসল বিষয় থেকে সরিয়ে দেয়। বাংলায় একে বলা যায় মনোযোগ বিভ্রান্ত করার জন্য দেওয়া বিভ্রান্তিকর ইঙ্গিত বা তথ্য।
-
প্রদত্ত প্রশ্নের ঠিক উত্তর হলো: ক) it's a misleading clue.
-
Example: The police investigated many clues, but they were all red herrings.
অন্যান্য অপশনগুলো হলো
-
খ) it's a warning signal. — এটি একটি সতর্কবার্তা বা সংকেত।
-
গ) it's an important fact. — এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য।
-
ঘ) it's a task that was too difficult. — এটি এমন একটি কাজ যা খুব কঠিন ছিল।
0
Updated: 1 month ago
The _______ beauty of the sunset was marred by the industrial smokestacks that blotted out the sky.
toady
Created: 1 month ago
A
toady
B
candid
C
bucolic
D
squalid
Complete Sentence:
0
Updated: 1 month ago
Despite the company's continuous efforts , the new product's sales trend did not pick up and remained ____.
Created: 1 week ago
A
sedentary
B
redolent
C
fervent
D
sluggish
Sedentary (বিশেষণ): এটি এমন একটি শব্দ যা এমন মানুষদের বর্ণনা করে যারা বেশিরভাগ সময় বসে কাটায় এবং কিছুটা অলস থাকে। উদাহরণস্বরূপ, "আমরা সবাই প্রতিদিন কিছুটা হাঁটাহাঁটি করি, যদিও আমরা সেডেন্টারি।"
Redolent (বিশেষণ): এটি এমন একটি শব্দ যা একটি নির্দিষ্ট সুগন্ধ বা গন্ধে পূর্ণ হওয়া বা প্রকাশ পাওয়ার ধারণা দেয়। উদাহরণস্বরূপ, "বাতাস ছিল রেডোলেন্ট সি-উইডের গন্ধে।"
Fervent (বিশেষণ): এটি এমন একটি শব্দ যা উৎসাহী বা গভীর আবেগ প্রদর্শন করে। উদাহরণস্বরূপ, "তিনি ছিলেন বিপ্লবের এক ফার্ভেন্ট সমর্থক।"
Sluggish (বিশেষণ): এটি এমন একটি শব্দ যা ধীরগতি বা অলস কিছু বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, "এটি ছিল একটি স্লাগিশ স্রোত।"
সম্পর্কিত শব্দসমূহ (Sluggish):
-
নিষ্ক্রিয়
-
শান্ত
-
ধীর
-
ধীরগতিতে চলা
-
অলস
-
স্থির
-
মন্দ
-
স্থবির
-
স্থিত
এটি সাধারণত কোনো কিছু বা পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যা ধীরগতির বা অলস হয়ে থাকে, যেমন "বিশ্ব অর্থনীতি ছিল স্লাগিশ।"
0
Updated: 1 week ago
He took some extra money with him _______________.
Created: 1 month ago
A
though he needed to buy something on the way
B
in case he needed to buy something on the way
C
in case he needs to buy something on the way
D
in spite he needed to buy something on the way
Complete sentence: He took some extra money with him in case he needed to buy something on the way।
In case – কোনো ঘটনার সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।
নিয়ম:
-
অতীতে কোনো কাজ কেন করা হয়েছে বোঝাতে in case এর পরে অংশকে past form এ ব্যবহার করা হয়।
-
কোনো কাজ ইতিমধ্যেই সংঘটিত হয়েছে বোঝাতে উভয় clause-এ একই tense ব্যবহার করা হয়।
Structure উদাহরণ:
-
Future Indefinite / Present Indefinite + in case + Present Indefinite
-
উদাহরণ: I shall marry you in case you love me।
-
-
Past Indefinite + in case + Past Indefinite
-
উদাহরণ: He carried an umbrella in case it rained।
-
প্রদত্ত বাক্যে:
-
He took (Past Indefinite) + in case he needed (Past Indefinite) → tense সম্পূর্ণ মিলছে।
0
Updated: 1 month ago