মস্তিষ্ককে আবৃতাকার যে আবরণ থাকে তার নাম কী?
A
অষ্টিয়াম
B
প্লুরা
C
মেনিনজেস
D
মায়োকার্ডিয়াম
উত্তরের বিবরণ
স্নায়ুতন্ত্র মানুষের দেহে যোগাযোগ ও নিয়ন্ত্রণের মূল ব্যবস্থা যা শরীরের বিভিন্ন অঙ্গের কাজ সমন্বয় করে এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। এর প্রধান অঙ্গ মস্তিষ্ক, যা বিভিন্ন স্নায়ুকোষের মাধ্যমে সংকেত আদান-প্রদান পরিচালনা করে।
-
প্রধান অঙ্গ: স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ হলো মস্তিষ্ক।
-
গঠন ও একক: স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হলো নিউরন।
-
নিউরনের সংখ্যা: মস্তিষ্কে প্রায় ১০ মিলিয়ন নিউরন থাকে।
-
ওজন: মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় ১.৩৬ কিলোগ্রাম।
-
সুরক্ষাকারী আবরণ: মস্তিষ্ককে ঘিরে থাকা পর্দার নাম মেনিনজেস।
-
স্ট্রোক: মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হলে তাকে স্ট্রোক বলা হয়।
-
নিউরন ধ্বংসের প্রভাব: মস্তিষ্কের মোট স্নায়ুকোষের প্রায় ২৫ শতাংশ ধ্বংস হলে মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতা হ্রাস পেতে শুরু করে।
-
রোগের ঝুঁকি: স্নায়ুকোষ ধ্বংস হলে স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্যসহ বিভিন্ন স্নায়বিক রোগ দেখা দিতে পারে।

0
Updated: 20 hours ago
মানবদেহে কয় জোড়া অটোজোম থাকে?
Created: 3 weeks ago
A
২২
B
২৩
C
২৪
D
৪৬
মানবদেহের ক্রোমোজোমের সংক্ষিপ্ত বিবরণ:
-
মোট ক্রোমোজোম সংখ্যা: ২৩ জোড়া বা ৪৬ টি।
-
ক্রোমোজোমের ধরণ:
১. অটোজোম (Autosomes):-
মানবদেহে ২২ জোড়া বা ৪৪ টি ক্রোমোজোম।
-
শারীরবৃত্তীয়, ভ্রূণ এবং দেহ গঠন সংক্রান্ত কার্যাবলীতে অংশগ্রহণ করে।
-
লিঙ্গ নির্ধারণে এদের কোন ভূমিকা নেই।
২. সেক্স ক্রোমোজোম (Sex Chromosomes):
-
লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী।
-
মোট ১ জোড়া বা ২টি ক্রোমোজোম: X ও Y।
-
পুরুষের ক্রোমোজোম: XY
-
নারীর ক্রোমোজোম: XX
-
সারসংক্ষেপ:
-
অটোজোম: ২২ জোড়া (৪৪ টি)
-
সেক্স ক্রোমোজোম: ১ জোড়া (২ টি)
এইভাবে মানবদেহের ২৩ জোড়া ক্রোমোজোম সম্পূর্ণ হয়।

0
Updated: 3 weeks ago
মানবদেহে লােহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
Created: 2 weeks ago
A
৭ দিন
B
৩০ দিন
C
১৮০ দিন
D
উপরের কোনটিই নয়
লোহিত রক্তকণিকার আয়ু ও বৈশিষ্ট্য
মানবদেহের লোহিত রক্তকণিকা বা Red Blood Cell (RBC) বিশেষভাবে দ্বি-অবতল চাকতি আকৃতির হয়। এগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না। এর ভেতরে থাকে হিমোগ্লোবিন, যার কারণে রক্তের রং লাল দেখায়।
লোহিত কণিকাগুলোকে আসলে হিমোগ্লোবিনে পূর্ণ একেকটি ভাসমান থলের মতো মনে করা যায়। এদের চ্যাপ্টা আকৃতির কারণে স্বাভাবিক আকারের তুলনায় অনেক বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করা সম্ভব হয়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, লোহিত কণিকা বিভাজিত হতে পারে না। এগুলো সার্বক্ষণিকভাবে অস্থিমজ্জায় তৈরি হয় এবং সেখান থেকে রক্তে প্রবেশ করে।
প্রতিটি লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল প্রায় ৪ মাস বা ১২০ দিন।
উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
মানবদেহে কোন গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে?
Created: 5 days ago
A
থাইরয়েড
B
পিটুইটারি
C
অ্যাড্রিনাল
D
অগ্ন্যাশয়
ইনসুলিন ও অগ্ন্যাশয়:
-
অগ্ন্যাশয় (Pancreas):
-
অগ্ন্যাশয়ের Islets of Langerhans-এর β-cells থেকে ইনসুলিন নিঃসৃত হয়।
-
ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
-
-
ইনসুলিনের বৈশিষ্ট্য ও কাজ:
-
ইনসুলিন হলো একটি হরমোন, যা ৫১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত।
-
রক্তে থাকা গ্লুকোজকে দেহের কোষে প্রবেশে সাহায্য করে।
-
গ্লুকোজকে লিভারে গ্লাইকোজেনে রূপান্তর করে সংরক্ষণ করে।
-
শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে।
-
ইনসুলিনের অভাব বা কার্যকারিতা হ্রাস পেলে রক্তে গ্লুকোজ বেড়ে যায়, যা ডায়াবেটিস সৃষ্টি করে।
-
ডায়াবেটিক রোগী প্রয়োজনে ইনসুলিন ইনজেকশন নেয়।
-
-
অন্যান্য গ্রন্থি:
-
পিটুইটারি গ্রন্থি: বৃদ্ধি হরমোন, TSH ইত্যাদি নিঃসরণ করে, ইনসুলিন নয়।
-
থাইরয়েড গ্রন্থি: থাইরক্সিন নিঃসরণ করে, যা বিপাক নিয়ন্ত্রণ করে।
-
অ্যাড্রিনাল গ্রন্থি: অ্যাড্রেনালিন নিঃসরণ করে, যা চাপের সময় শরীরকে প্রস্তুত করে।
-

0
Updated: 5 days ago