'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
A
নেপাল
B
ভারত
C
মিয়ানমার
D
ইরান
উত্তরের বিবরণ
ব্ল্যাক ক্যাট – ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী কমান্ডো ইউনিট
‘ব্ল্যাক ক্যাট’ নামটি আসলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় উপাধি। এটি একটি বিশেষায়িত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী,
যা মূলত সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য গঠিত। NSG হচ্ছে একটি অভিজাত কমান্ডো ফোর্স, যেখানে দেশের বিভিন্ন সামরিক ও আধা-সামরিক বাহিনী থেকে দক্ষ সদস্য বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়।
এই ইউনিটটি শুধুমাত্র ভারতের অভ্যন্তরে কাজ করে এবং দেশের ভেতরে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় দ্রুত ও কার্যকর ভূমিকা রাখে। ব্ল্যাক ক্যাট বাহিনী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
এই বিশেষ বাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে। বর্তমানে এর প্রধান কার্যালয় অবস্থিত ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
তথ্যসূত্র: National Security Guard (NSG) – Government of India Official Website.

0
Updated: 1 month ago
ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
Created: 1 month ago
A
৫৪৩
B
৫৪৫
C
৪১৪
D
৫৪০
ভারত: দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র
ভারত দক্ষিণ এশিয়ার একটি বিশাল ও প্রভাবশালী দেশ, যার ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব অনেক। এই দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
পরবর্তীতে ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ তারিখে, এবং একই দিনে দেশটি নিজেকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।
গুরুত্বপূর্ণ তথ্য:
-
জাতীয় প্রতীক: অশোক স্তম্ভে খোদিত চারটি সিংহ দ্বারা গঠিত অশোকচক্র
-
রাজ্য সংখ্যা: মোট ২৮টি অঙ্গরাজ্য
-
আইনসভা: দ্বিকক্ষবিশিষ্ট— রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভায় আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভায় আসন সংখ্যা: ২৪৫টি
তথ্যসূত্র: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of External Affairs)

0
Updated: 1 month ago
১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় -
Created: 6 days ago
A
অরুণাচল
B
সিকিম
C
মিজোরাম
D
নাগাল্যান্ড
সিকিম
-
দেশ: ভারত
-
ক্রম: ভারতের ২২তম রাজ্য
-
প্রতিষ্ঠা: ২৬ এপ্রিল ১৯৭৫
-
রাজধানী: গ্যাংটক
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত
-
আয়তন: ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য
ঐতিহাসিক ঘটনা:
-
সিকিম একসময় স্বাধীন অঞ্চল ছিল।
-
১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
-
১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
-
২৭ মার্চ ১৯৭৫ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
-
২৬ এপ্রিল ১৯৭৫ সিকিম ভারতীয় প্রজাতন্ত্রের অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা প্রতিবেদন

0
Updated: 6 days ago
ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল-
Created: 3 weeks ago
A
লাদাখ
B
কালাপানি
C
কাশ্মীর
D
তিনবিঘা করিডোর
• কালাপানি
-
কালাপানি হলো ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত একটি অঞ্চল, যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত।
-
বর্তমানে এটি ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
-
নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে, যার মধ্যে কিছু অঞ্চল নিয়ে দ্বিপাক্ষিক বিরোধ আছে।
-
বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ ও সুস্তা অন্যতম।
-
অবস্থান: নেপালের উত্তর-পশ্চিম অংশে; দক্ষিণে ভারতের কুমায়ুন, উত্তরে চীনের তিব্বত।
-
এই ভূখণ্ড হলো ভারত, নেপাল ও চীনের সংযোগস্থল।
অন্যান্য উল্লেখযোগ্য সীমান্ত
-
তিন বিঘা করিডোর: বাংলাদেশ ও ভারতের সংযোগ পথ।
-
কাশ্মীর: ভারত ও পাকিস্তান মধ্য অবস্থিত; কিছু অংশ ভারত শাসিত, কিছু পাকিস্তান শাসিত।
উৎস: BBC ও সংশ্লিষ্ট ওয়েবসাইট ✅

0
Updated: 3 weeks ago