অশুদ্ধ বানান কোনটি?
A
নিক্বণ
B
শূদ্রাণী
C
সূচগ্রমোদিনী
D
শুশ্রূষা
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান: সূচগ্রমোদিনী
শুদ্ধ বানান: সূচ্যগ্রমোদিনী
এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ—
-
সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি
-
সামান্য পরিমাণ জমি
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ—
-
শুশ্রূষা
-
নিক্বণ
-
শূদ্রাণী

0
Updated: 20 hours ago
কোনটি সঠিক বানান?
Created: 2 months ago
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
নিশীথিনী, দূরীভূত, তিতিক্ষা, মুহূর্ত, মুমূর্ষু, মুহুর্মুহ বিভীষিকা, বাল্মীকি, সংশপ্তক, অধোগতি, মনীষী ইত্যাদি।

0
Updated: 2 months ago
'ঝড়ো কাক' বাগ্ধারার অর্থ-
Created: 5 days ago
A
পোষ্য-ভারাক্রান্ত
B
সমমনা
C
জমকালো কিন্তু বেমানান
D
বিপর্যস্ত অবস্থা
'ঝড়ো কাক' বাগ্ধারার অর্থ হলো বিপর্যস্ত অবস্থা। এর alongside আরও কিছু বাগ্ধারা রয়েছে যেগুলোর ভিন্ন অর্থ রয়েছে।
-
ছা-পোষা: পোষ্য-ভারাক্রান্ত
-
ঝাঁকের কই: সমমনা
-
জবরজং: জমকালো কিন্তু বেমানান
উৎস:

0
Updated: 5 days ago
'অবশ্যই যা হবে' এক কথায় কী বলে?
Created: 2 days ago
A
অবশীভাব
B
অবশ্যম্ভাবী
C
অবশীভূত
D
অবশ্য
‘অবশ্যই যা হবে’ এক কথায় প্রকাশ করা হয় অবশ্যম্ভাবী।
-
অবশীভাব → বশী-ভূত না হওয়ার ভাব
-
অবশীভূত → বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত
-
অবশ্য → বশ করা যায় না এমন, অবাধ্য
উৎস:

0
Updated: 2 days ago