অশুদ্ধ বানান কোনটি?
A
নিক্বণ
B
শূদ্রাণী
C
সূচগ্রমোদিনী
D
শুশ্রূষা
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান: সূচগ্রমোদিনী
শুদ্ধ বানান: সূচ্যগ্রমোদিনী
এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ—
-
সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি
-
সামান্য পরিমাণ জমি
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ—
-
শুশ্রূষা
-
নিক্বণ
-
শূদ্রাণী
0
Updated: 1 month ago
শিরোনামের প্রধান অংশ কোনটি?
Created: 1 month ago
A
ডাকটিকিট
B
পোস্টাল কোড
C
প্রেরকের ঠিকানা
D
প্রাপকের ঠিকানা
শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের নাম ঠিকানা। সাধারণত একটি ব্যক্তিগত চিঠিতে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা: ১. মঙ্গল সূচক শব্দ। ২. স্থান ও তারিখ। ৩. সম্বোধন ও সম্ভাষণ। ৪. চিঠির বক্তব্য। ৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ। ৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।
0
Updated: 1 month ago
'ভাবুক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ভৌ + ঊক
B
ভৌ + উক
C
ভাব + উক
D
ভো + অক
‘ভাবুক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো ভৌ + উক। এটি একটি স্বরসন্ধির উদাহরণ, যেখানে স্বরের পরিবর্তনের মাধ্যমে দুটি ধ্বনি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে।
স্বরসন্ধির নিয়ম:
-
এ, ঐ, ও, ঔ-কারের পরে যথাক্রমে এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে অব্, আব্ হয়।
উদাহরণসমূহ:
-
ভৌ + উক = ভাবুক (সূত্র: ঔ + উ = আব্ + উ)
-
পৌ + অক = পাবক
-
গো + আদি = গবাদি
-
গো + এষণা = গবেষণা
-
পো + ইত্র = পবিত্র
-
নৌ + ইক = নাবিক
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
শসিভূষণ
B
শষিভূষণ
C
শশিভূষণ
D
শশিভুষণ
শুদ্ধ বানান: শশিভূষণ
-
শব্দের পদ: বিশেষ্য
-
উৎস: সংস্কৃত
অর্থ:
-
চন্দ্রের মতো অলঙ্কৃত বা শোভিত ব্যক্তি/বস্তু
-
শিবের এক নামে ব্যবহার
0
Updated: 1 month ago