Several footnotes were appended to the text. Here 'appended' means -
A
Changed
B
Added
C
Hidden
D
Ignored
উত্তরের বিবরণ
English Meaning: To add something to the end of a piece of writing. (লেখার শেষে কিছু যোগ করা।)
Bangla Meaning: লেখায় বা ছাপায় সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
প্রদত্ত বাক্য: Several footnotes were appended to the text.
'Appended' শব্দের অর্থ:
এই বাক্যে 'appended' শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে যে টেক্সট বা লেখার শেষে কয়েকটি ফুটনোট যোগ করা হয়েছিল।
ক) Changed (পরিবর্তন করা): এটি 'appended' এর সঠিক অর্থ নয়।
খ) Added (যোগ করা): এটি 'appended' এর সঠিক অর্থ। ফুটনোটগুলো টেক্সটের শেষে যোগ করা হয়েছে।
গ) Hidden (লুকানো): এটি 'appended' এর সঠিক অর্থ নয়।
ঘ) Ignored (উপেক্ষা করা): এটি 'appended' এর সঠিক অর্থ নয়।
সিদ্ধান্ত: "Several footnotes were appended to the text." - এই বাক্যে 'appended' এর অর্থ হলো Added (যোগ করা)।
0
Updated: 1 month ago
"Read between the lines" এর অর্থ কী?
Created: 2 months ago
A
To analyze the grammar of the text
B
To enjoy reading silently
C
To understand the hidden meaning
D
To read the lines in reverse order
"Read between the lines" → To understand the hidden meaning
-
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
-
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence:
-
Read between the lines, so that you won't miss anything important.
-
Bangla Meaning: মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
Choose the correct analogical relations:
Desert : Oasis :: Ocean:
Created: 1 month ago
A
Island
B
River
C
Pond
D
Glacier
সঠিক উত্তর হলো ক) Island। সমস্যার যুক্তি এবং শব্দের অর্থ নিচে দেওয়া হলো।
-
Desert : Oasis
-
Bangla Meaning: মরুভূমি : মরূদ্যান – মরুভূমি হলো বিস্তীর্ণ, শুষ্ক, বালুকাবেষ্টিত এলাকা; মরূদ্যান হলো মরুভূমির মধ্যে একটি উর্বর বা সবুজ স্থান।
-
English Meaning: Desert – a large, dry, barren area (often sandy); Oasis – a fertile or green area in an arid region.
-
-
Answer Pair: Ocean : Island
-
Bangla Meaning: মহাসাগর : দ্বীপ – মহাসাগর হলো বিশাল লবণাক্ত জলভাগ; দ্বীপ হলো সমুদ্র-জলে ঘেরা স্থলখণ্ড।
-
English Meaning: Ocean – a very large expanse of sea; Island – a piece of land surrounded by water.
-
-
Reasoning: An oasis is an isolated fertile area within a desert; likewise, an island is an isolated land area within an ocean.
-
Bangla Translation: মরুভূমির মধ্যে ওয়াসিস যেমন বিচ্ছিন্ন উর্বর স্থান, মহাসাগরের মধ্যে দ্বীপ তেমনই বিচ্ছিন্ন স্থলখণ্ড।
-
-
Other Options:
-
River – নদী; a large natural stream of water flowing across land; not isolated land within water.
-
Pond – পুকুর; a small body of still water on land; not land within the ocean.
-
Glacier – হিমবাহ; a slowly moving mass of ice on land; not land surrounded by ocean.
-
Bay – উপসাগরী অবতলাংশ; a recessed coastal body of water connected to a larger sea or ocean; water indented into land, not land surrounded by water.
-
-
Short Reasoning: Oasis is an isolated fertile spot inside a desert → island is an isolated land spot inside an ocean; hence Desert : Oasis :: Ocean : Island.
0
Updated: 1 month ago
A chart was appended to the report. Here 'appended' means-
Created: 2 months ago
A
changed
B
removed
C
joined
D
shortened
শব্দ: Append (ক্রিয়া, পারস্পরিক নয়)
ইংরেজি অর্থ: কোনো লেখা বা নথির শেষে কিছু যোগ করা।
বাংলা অর্থ: লেখায় বা নথিতে সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
উদাহরণ: The results of the survey are appended to this chapter.
(বাংলা: জরিপের ফলাফলটি এই অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে।)
প্রশ্নের বিকল্পগুলোর অর্থ:
-
ক) changed: পরিবর্তিত বা ভিন্ন করা; অন্য কিছু দিয়ে পরিবর্তন করা।
-
খ) removed: সরানো বা বাদ দেওয়া।
-
গ) joined: দুটি জিনিসকে মিলিয়ে সংযুক্ত করা।
-
ঘ) shortened: ছোট বা সংক্ষিপ্ত করা।
ব্যাখ্যা:
যদি বলা হয় “A chart was appended to the report,” এখানে appended শব্দের অর্থ হচ্ছে “joined” বা সংযুক্ত করা। অর্থাৎ, একটি চার্ট রিপোর্টের শেষে যোগ করা হয়েছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy, Oxford Learner's Dictionary.
0
Updated: 2 months ago