Several footnotes were appended to the text. Here 'appended' means -
A
Changed
B
Added
C
Hidden
D
Ignored
উত্তরের বিবরণ
English Meaning: To add something to the end of a piece of writing. (লেখার শেষে কিছু যোগ করা।)
Bangla Meaning: লেখায় বা ছাপায় সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
প্রদত্ত বাক্য: Several footnotes were appended to the text.
'Appended' শব্দের অর্থ:
এই বাক্যে 'appended' শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে যে টেক্সট বা লেখার শেষে কয়েকটি ফুটনোট যোগ করা হয়েছিল।
ক) Changed (পরিবর্তন করা): এটি 'appended' এর সঠিক অর্থ নয়।
খ) Added (যোগ করা): এটি 'appended' এর সঠিক অর্থ। ফুটনোটগুলো টেক্সটের শেষে যোগ করা হয়েছে।
গ) Hidden (লুকানো): এটি 'appended' এর সঠিক অর্থ নয়।
ঘ) Ignored (উপেক্ষা করা): এটি 'appended' এর সঠিক অর্থ নয়।
সিদ্ধান্ত: "Several footnotes were appended to the text." - এই বাক্যে 'appended' এর অর্থ হলো Added (যোগ করা)।

0
Updated: 20 hours ago
What is the meaning of "Habeas corpus"
Created: 1 week ago
A
To be wasted
B
The slightest opportunity.
C
Working together
D
A protection against illegal imprisonment
Correct answer: ঘ) A protection against illegal imprisonment.
-
Habeas corpus:
-
English Meaning: the right of a citizen to obtain a writ of habeas corpus as a protection against illegal imprisonment.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার।
-
Example:
-
Habeas corpus should not be denied.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার প্রত্যাখ্যান করা উচিত না।
Other options:
-
Go up in smoke / end up in smoke:
-
English Meaning: to be wasted / come to nothing.
-
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় শেষ হওয়া।
-
-
The slightest opportunity:
-
Bangla Translation: সবচেয়ে ছোট সুযোগ।
-
-
Working together:
-
Bangla Translation: একসাথে কাজ করা।
-

0
Updated: 1 week ago
Meaning of "Tangible":
Created: 6 days ago
A
Abstract
B
Real and touchable
C
Invisible
D
Imaginary
Correct answer: Tangible means able to be touched or real.
-
Tangible
-
Bangla Meaning: স্পর্শ দ্বারা বোধগম্য; ধরাছোঁয়া যায় এমন।
-
English Meaning: capable of being perceived especially by the sense of touch : palpable.
-
Other options:
-
Option A) Abstract
-
Bangla Meaning: বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক।
-
English Meaning: difficult to understand : abstruse.
-
-
Option C) Invisible
-
Bangla Meaning: অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।
-
English Meaning: incapable by nature of being seen : not perceptible by vision.
-
-
Option D) Imaginary
-
Bangla Meaning: কাল্পনিক; মনঃকল্পিত; অবাস্তব; অমূলক।
-
English Meaning: existing only in imagination : lacking factual reality.
-

0
Updated: 6 days ago
Despite multiple warnings, the ____________ employee refused to comply with the company’s safety regulations.
Created: 1 month ago
A
contemacius
B
contumacius
C
contemacious
D
contumacious
• Complete Sentence: Despite multiple warnings, the contumacious employee refused to comply with the company’s safety regulations.
- Bangla Meaning: একাধিক সতর্কতা সত্ত্বেও, অবাধ্য কর্মী কোম্পানির নিরাপত্তা বিধিমালা মানতে অস্বীকৃতি জানিয়েছিল।
• Contumacious (adjective)
English Meaning: stubbornly or willfully disobedient to authority.
Bangla Meaning: প্রত্যাহার বা কর্তৃত্বের প্রতি জিদ্দি অবজ্ঞাসূচক।
Example Sentence:
- The student was contumacious when he refused to follow the school rules.
- Contumacious behavior in court can lead to contempt charges.

0
Updated: 1 month ago