'আলাল’ - কোন পালার চরিত্র?
A
মহুয়া
B
দেওয়ানা মদিনা
C
মলুয়া
D
দেওয়ান ভাবনা
উত্তরের বিবরণ
‘দেওয়ানা মদিনা’ হলো একটি পালা, যা মনসুর বয়াতি রচনা করেছেন। এটি মূলত বর্তমান হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ গ্রামে দেওয়ানদের জীবন নিয়ে রচিত। কাব্যটির কেন্দ্রীয় বিষয় হলো বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলালের বিচিত্র জীবনকাহিনি এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনার প্রেম কাহিনি।
-
‘দেওয়ানা মদিনা’ পালার অপর নাম হলো ‘আলাল-দুলালের পালা’।
প্রধান চরিত্রগুলো:
-
আলাল
-
দুলাল
-
মদিনা
-
সোনার
0
Updated: 1 month ago
'রাজলক্ষ্মী' - কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
দেনা পাওনা
B
শ্রীকান্ত
C
গৃহদাহ
D
চরিত্রহীন
‘শ্রীকান্ত’ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আত্মজৈবনিক উপন্যাস।
-
উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হলো ইন্দ্রনাথ।
-
শ্রীকান্ত উপন্যাসটি চারটি খণ্ডে প্রকাশিত হয়।
-
প্রথম খণ্ড: মাসিক ‘ভারতবর্ষ’ (১৯১৬-১৭), শিরোনাম ‘শ্রীকান্তের ভ্রমণ কাহিনি’, লেখকের নাম মুদ্রিত হয় ‘শ্রীশ্রীকান্ত শর্মা’।
-
দ্বিতীয় ও তৃতীয় খণ্ডও মাসিক ‘ভারতবর্ষ’-এ প্রকাশিত হয়।
-
চতুর্থ খণ্ড: প্রকাশিত হয় ‘বিচিত্র’ পত্রিকায়।
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
শ্রীকান্ত
-
ইন্দ্রনাথ
-
রাজলক্ষ্মী
-
অন্নদিদি
-
অভয়া
0
Updated: 1 month ago
আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?
Created: 1 month ago
A
সোমবার
B
রবিবার
C
বৃহস্পতিবার
D
বুধবার
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?
সমাধান:
আগামী পরশুর পরের দিন যদি সোমবার
পরশু দিন রবিবার
আজকে শুক্রবার
গতকাল বৃহস্পতিবার
∴ গতকালের আগের দিন বুধবার
0
Updated: 1 month ago
দীনবন্ধু মিত্রের প্রহসন নয় কোনটি?
Created: 1 month ago
A
সধবার একাদশী
B
বিয়ে পাগলা বুড়ো
C
বুড় সালিকের ঘাড়ে রোঁ
D
কোনোটিই নয়
'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' মাইকেল মধুসূদন দত্তের রচিত একটি প্রহসন।
দীনবন্ধু মিত্র ছিলেন একজন প্রখ্যাত নাট্যকার, যিনি বাংলার নাট্যসাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। কলেজে পড়ার সময় তিনি ঈশ্বর গুপ্তের সংস্পর্শে এসে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। তবে মূলত নাটক ও প্রহসন রচনায় তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর শ্রেষ্ঠ নাটক ও রচনা হলো 'নীলদর্পণ'।
-
উল্লেখযোগ্য প্রহসন:
-
বিয়ে পাগলা বুড়ো
-
সধবার একাদশী
-
জামাই বরিক
-
0
Updated: 1 month ago