'আলাল’ - কোন পালার চরিত্র?
A
মহুয়া
B
দেওয়ানা মদিনা
C
মলুয়া
D
দেওয়ান ভাবনা
উত্তরের বিবরণ
‘দেওয়ানা মদিনা’ হলো একটি পালা, যা মনসুর বয়াতি রচনা করেছেন। এটি মূলত বর্তমান হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ গ্রামে দেওয়ানদের জীবন নিয়ে রচিত। কাব্যটির কেন্দ্রীয় বিষয় হলো বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলালের বিচিত্র জীবনকাহিনি এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনার প্রেম কাহিনি।
-
‘দেওয়ানা মদিনা’ পালার অপর নাম হলো ‘আলাল-দুলালের পালা’।
প্রধান চরিত্রগুলো:
-
আলাল
-
দুলাল
-
মদিনা
-
সোনার

0
Updated: 20 hours ago
'আগুন পাখি'- উপন্যাসের রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
রাহাত খান
B
হাসান আজিজুল হক
C
সেলিনা হোসেন
D
ইমদাদুল হক মিলন
‘আগুনপাখি’ উপন্যাস ও হাসান আজিজুল হক
রচয়িতা: হাসান আজিজুল হক
হাসান আজিজুল হক :
-
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
-
প্রধান পরিচয়: কথাসাহিত্যিক।
-
সম্মাননা:
-
১৯৬৭ – আদমজী সাহিত্য পুরস্কার
-
১৯৭০ – বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
-
১৯৯৯ – একুশে পদক
-
২০১৯ – স্বাধীনতা পদক
-
-
মৃত্যু: ১৫ নভেম্বর ২০২১
-
তাঁর একমাত্র কিশোর উপন্যাস: লাল ঘোড়া
-
উল্লেখযোগ্য উপন্যাস: বৃত্তায়ন, শিউলি, আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান
-
গল্পগ্রন্থ: নামহীন গোত্রহীন, সমুদ্রের স্বপ্ন, আত্মজা ও একটি করবী গাছ, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, রোদে যাবো, আমরা অপেক্ষা করছি, পাতালে হাসপাতালে
‘আগুনপাখি’ উপন্যাস :
-
উপন্যাসটি বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষদের সংগ্রামী জীবন, রাজনৈতিক বিভেদ ও সাম্প্রদায়িকতার বাস্তব চিত্র তুলে ধরে।
-
মেঝ বউ চরিত্রটি উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু, যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংহতির প্রতীক হিসেবে প্রদর্শিত হয়েছে।
উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলা ভাষা ও সাহিত্য

0
Updated: 3 weeks ago
আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?
Created: 1 week ago
A
সোমবার
B
রবিবার
C
বৃহস্পতিবার
D
বুধবার
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?
সমাধান:
আগামী পরশুর পরের দিন যদি সোমবার
পরশু দিন রবিবার
আজকে শুক্রবার
গতকাল বৃহস্পতিবার
∴ গতকালের আগের দিন বুধবার

0
Updated: 1 week ago
'ললিতা তথা মানস' কাব্যগ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
জীবনানন্দ দাশ
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ হলো ‘ললিতা তথা মানস’ (১৮৫৬)।
-
তাঁর প্রথম উপন্যাস ‘রাজমোহন’স ওয়াইফ’, যা ইংরেজি ভাষায় রচিত।
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে স্বীকৃত তাঁর রচনা ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)।
-
তাঁর উল্লেখযোগ্য তিনটি উপন্যাস হলো— আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম; যা বঙ্কিমচন্দ্রের উপন্যাস-ত্রয়ী হিসেবে পরিচিত।
-
তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago