ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?
A
ইন্দোনেশিয়া
B
মালয়েশিয়া
C
ইরাক
D
ইরান
উত্তরের বিবরণ
ইরান — একটি ওপেকভুক্ত, কিন্তু অ-আরব মুসলিম দেশ।
OPEC সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
OPEC-এর সম্পূর্ণ নাম হলো: Organization of the Petroleum Exporting Countries।
-
এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলিকে নিয়ে গঠিত।
-
১৯৬০ সালে বাগদাদ, ইরাকে এর প্রতিষ্ঠা হয়।
-
প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা ছিল ৫টি, যার মধ্যে ছিল ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
-
বর্তমানে OPEC-এর সদস্য দেশ ১২টি।
-
বর্তমানে সংস্থার সদর দফতর ভিয়েনা, অস্ট্রিয়াতে অবস্থিত।
-
১৯৬৫ সালের আগে সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় ছিল।
-
বর্তমানে OPEC-এর সদস্য দেশসমূহ হলো: আলজেরিয়া, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলা।
বিশেষ দ্রষ্টব্য:
-
১ জানুয়ারি ২০২৪-এ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্য নিয়ে মতপার্থক্যের কারণে OPEC থেকে বেরিয়ে গেছে।
তথ্যের উৎস: OPEC-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
’ফাতেহ’ কোন দেশের মিসাইল ক্ষেপনাস্ত্র?
Created: 21 hours ago
A
উত্তর কোরিয়া
B
পাকিস্তান
C
ইরান
D
ইসরায়েল
বিভিন্ন দেশের সামরিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে মিসাইল একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। প্রতিটি দেশ তাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলে ভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করে।
-
রাশিয়া: S-400
-
ইসরাইল: জেরিকো, বরাক
-
ইরান: ফাতেহ, ফজর, কাওসার
-
উত্তর কোরিয়া: তাইপেডং, কে এন-০৬
-
ভারত: অগ্নি, ত্রিশুল, ব্রাহ্ম, পৃথ্বি
-
পাকিস্তান: ঘোরি, বাবর, শাহিন, গজনভি
অপরদিকে, যুক্তরাষ্ট্রের মিসাইল:
-
পেট্রিয়ট: আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী
-
টমাহক: সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য
-
ট্রাইডেন্ট: ব্যালাস্টিক মিসাইল
উৎস:

0
Updated: 21 hours ago
সাভাক (SAVAK) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 4 weeks ago
A
ইসরায়েল
B
ইরান
C
মিশর
D
সৌদি আরব
সাভাক (SAVAK)
-
সাভাক ছিল ইরানের একটি গোয়েন্দা সংস্থা।
-
প্রতিষ্ঠা হয়েছিল মোহাম্মদ রেজা শাহের শাসনামলে।
-
বিলুপ্তি হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর।
অন্য কিছু দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: CIA, DIA, FBI
-
ভারত: RAW, CBI
-
পাকিস্তান: ISI, FIA
-
ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman
উৎস: Britannica

0
Updated: 4 weeks ago
‘ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি’ কোন দেশের পার্লামেন্টের নাম?
Created: 3 weeks ago
A
কাতার
B
ইরাক
C
কুয়েত
D
ইরান

0
Updated: 3 weeks ago