‘ইউসুফ-জোলেখা’ কাব্যটি কোন সুলতানের রাজত্বকালে রচিত হয়েছিল?
A
গিয়াসউদ্দিন আজম শাহ
B
আলাউদ্দিন খিলজি
C
আলাউদ্দিন ইলিয়াস শাহ্
D
ফখরুদ্দীন মোবারক শাহ্
উত্তরের বিবরণ
'ইউসুফ-জোলেখা' হলো একটি কাহিনি কাব্যগ্রন্থ, যা মূলত প্রেম ও ধর্মীয় কাহিনীর রূপে রচিত। এটি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে পরিচিত শাহ মুহম্মদ সগীর দ্বারা রচিত।
-
গ্রন্থটি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯–১৪০৯ খ্রিষ্টাব্দ) রচিত হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
-
কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে রচিত এবং এটি মূলত অনুবাদ কাব্য বা রোমান্টিক প্রণয়োপাখ্যানের নিদর্শন।
-
বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি উল্লেখ আছে।
-
ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) একই নামে কাব্য রচনা করেছেন।
0
Updated: 1 month ago
দ্বিজ বংশীদাস কোন কাব্যের অন্যতম কবি ছিলেন?
Created: 1 month ago
A
মনসামঙ্গল
B
চণ্ডীমঙ্গল
C
পদ্মাপুরাণ
D
ক ও গ উভয়ই
দ্বিজ বংশীদাস মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি মনসামঙ্গল গ্রন্থ রচনা করেছেন। তিনি পদ্মাপুরাণ ও মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি হিসেবেও পরিচিত।
প্রধান তথ্যসমূহ—
-
জন্মগ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।
-
কাব্যে ব্যবহৃত শব্দ যেমন ‘মঘ-ফিরিঙ্গি’, ‘বন্দুক-পলিতা’ ইঙ্গিত দেয় যে তিনি সম্ভবত সতেরো শতকে আবির্ভূত।
-
তিনি সংস্কৃত, পুরাণ, আগম ও তন্ত্র শাস্ত্রে পণ্ডিত ছিলেন।
-
সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেন।
-
বংশীদাস কবি চন্দ্রাবতীর পিতা, এবং কবি চন্দ্রাবতী রামায়ণের অনুবাদে তাঁর পিতৃপরিচয় তুলে ধরেছেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থ কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯৩২ সালে
B
১৯৩৬ সালে
C
১৯৩৭ সালে
D
১৯৪৪ সালে
'সাত সাগরের মাঝি' হলো ফররুখ আহমদের রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা বাংলা সাহিত্যে আধুনিক কাব্যধারার গুরুত্বপূর্ণ নিদর্শন।
-
রচয়িতা ও প্রকাশকাল: ফররুখ আহমদ; প্রকাশিত ১৯৪৪ সালে।
-
কাব্যগ্রন্থের কাঠামো: মোট উনিশটি কবিতা অন্তর্ভুক্ত; কবিতাগুলি ১৯৪৩–৪৪ খ্রিষ্টাব্দে রচিত।
-
লক্ষ্য ও বিষয়: মূলত সমাজে জাগরণ ঘটানোর উদ্দেশ্যে রচিত; দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরূপ সামাজিক পরিস্থিতির প্রতিফলন কাব্যগ্রন্থে আছে।
-
ভাষা ও শব্দচয়ন: বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে কবি বহু অপ্রচলিত আরবি-ফারসি শব্দ গ্রহণ করেছেন।
0
Updated: 1 month ago
'ভিমসিংহ' মাইকেল মধুসূদন দত্তের কোন সাহিত্যকর্মের চরিত্র?
Created: 2 months ago
A
পদ্মাবতী
B
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
‘কৃষ্ণকুমারী’ নাটক
-
‘কৃষ্ণকুমারী’ (১৮৬১) নাটকের কাহিনি সংগৃহীত হয়েছে উইলিয়াম টডের ‘রাজস্থান’ গ্রন্থ থেকে।
-
নাটকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেছেন।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ, ধনদাস।
-
যদিও প্রকাশিত হয় ১৮৬১ সালে, রচনা করা হয়েছিল ১৮৬০ সালে।
-
রচনার প্রায় সাত বছর পর, ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে ‘শোভাবাজার থিয়েটার’ এ নাটকটি প্রথম অভিনীত হয়।
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য নাটক
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago