বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
A
শান্তরস
B
দাস্যরস
C
সখ্যরস
D
মধুররস
উত্তরের বিবরণ
বৈষ্ণব পদাবলি হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ সৃষ্টি, যা মূলত কৃষ্ণভক্তি ও রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত। এটি বাংলা সাহিত্যের বৈষ্ণব ধর্মীয় কাব্যধারার প্রধান নিদর্শন।
-
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়।
-
‘গীতগোবিন্দম্’ কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং এটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন, তবে এটি সংস্কৃত ভাষায় রচিত, বাংলা নয়।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
-
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা হিসেবে শ্রীরাধাকে নায়িকা বলা হয় এবং নায়িকার ৮টি অবস্থা বর্ণিত।
-
এই কাব্যে পাঁচটি রস ব্যবহৃত হয়েছে:
১. শান্তরস
২. দাস্যরস
৩. সখ্যরস
৪. বাৎসল্যরস
৫. মধুররস (যাকে শৃঙ্গার রসও বলা হয়)
0
Updated: 1 month ago
নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
Created: 1 month ago
A
14325
B
12453
C
14235
D
14253
প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology
সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই
1. Zebra
4. Zenith
2. Zodiac
5. Zoology
3. Zootomy
সঠিক উত্তর 14253
0
Updated: 1 month ago
‘কীর্তিবিলাস’ - কোন ধরনের নাটক রচনার প্রথম প্রচেষ্টা?
Created: 1 month ago
A
বিয়োগান্তক
B
হাস্যরসাত্মক
C
ঐতিহাসিক
D
কোনোটিই নয়
‘কীর্তিবিলাস’ বাংলা সাহিত্যে বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত, এবং এটি ১৮৫২ সালে প্রকাশিত হয়। নাটকটি রচিত হয়েছে সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের কাহিনির ভিত্তিতে।
নাটকটির প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো—
-
বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির রূপায়ণ করা হয়েছে।
-
পাশ্চাত্য আদর্শে এতে পাঁচ অঙ্ক রয়েছে, তবে সংস্কৃত নাট্যরীতির প্রভাবে এতে ‘নান্দী’ ও ‘সূত্রধার’ যোগ হয়েছে।
-
নাটকের ভাষা সংস্কৃতের প্রভাবে কিছুটা আড়ষ্ট ও কৃত্রিম।
উৎস:
0
Updated: 1 month ago
‘নেকড়ে অরণ্য’ শওকত ওসমানের রচিত কোন ধরনের রচনা?
Created: 1 month ago
A
উপন্যাস
B
গল্প
C
প্রবন্ধ
D
কবিতা
নেকড়ে অরণ্য ও শওকত ওসমান
-
নেকড়ে অরণ্য হলো শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
তিনি একজন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
-
উপন্যাস ও গল্প রচনায় সুপরিচিত, এছাড়া প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।
-
মৃত্যু: ১৮ মে ১৯৯৮।
-
-
উল্লেখযোগ্য উপন্যাস
-
জননী
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
চৌরসন্ধি
-
রাজা উপাখ্যান
-
জাহান্নাম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ
-
পিঞ্জর
-
-
প্রাপ্ত পুরস্কারসমূহ
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২)
-
আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬)
-
একুশে পদক (১৯৮৩)
-
ফিলিপস পুরস্কার (১৯৯১)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭)
-
0
Updated: 1 month ago