"ভৌগলিক' এবং 'অধঃগতি" বানান লিখতে অনেকেই ভূল করে।" - এ বাক্যে কয়টি অশুদ্ধ বানান রয়েছে?
A
১টি
B
২টি
C
৩টি
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
বাক্য: "ভৌগলিক' এবং 'অধঃগতি' বানান লিখতে অনেকেই ভূল করে।"
এ বাক্যে ৩টি অশুদ্ধ বানান রয়েছে।
বিশ্লেষণ:
-
ভৌগলিক → অশুদ্ধ; সঠিক বানান: ভৌগোলিক
-
অধঃগতি → অশুদ্ধ; সঠিক বানান: অধোগতি
-
ভূল → অশুদ্ধ; সঠিক বানান: ভুল
(উৎস:

0
Updated: 20 hours ago
নিচের কোনটি মৌলিক বাংলা ধাতু?
Created: 5 days ago
A
পঠ্
B
খাদ্
C
কৃৎ
D
কিন্
'কিন্' একটি মৌলিক বাংলা ধাতু। মৌলিক ধাতু সাধারণত তিন প্রকারে বিভক্ত হয় এবং এগুলোর মধ্যে বাংলা, সংস্কৃত ও বিদেশি ধাতু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিচে ধাপে ধাপে প্রতিটি ধরণের ধাতুর ব্যাখ্যা দেওয়া হলো।
-
মৌলিক ধাতু ৩ প্রকার
ক) বাংলা ধাতু
খ) সংস্কৃত ধাতু
গ) বিদেশি ধাতু -
বাংলা ধাতু
যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সরাসরি আসেনি, সেগুলোকে বাংলা ধাতু বলা হয়।
উদাহরণ: কাদ্, কাট্, নাচ্, আক্, কহ্, কর্, কিন্, গড়্, ধর্, পড়্, রাখ্, শুন্, হাস্, বুঝ্ ইত্যাদি। -
সংস্কৃত মূল ধাতু
যেসব ক্রিয়াপদের মূল সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসেছে, সেগুলো সংস্কৃত মূল ধাতু নামে পরিচিত। এ ধাতুগুলোর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া, বিশেষ্য, বাক্রিয়া ও বিশেষণ গঠিত হয়।
উদাহরণ: অঙ্ক, কথ্, কৃৎ, খাদ্, হস্, পঠ্, দৃশ্, বুধ্, স্থা, শ্রু, ধৃ, বন্ধ্, ঘৃষ্, ক্রী ইত্যাদি।
উৎস:

0
Updated: 5 days ago
'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
Created: 2 weeks ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ

0
Updated: 2 weeks ago
"সেমিকোলন" - এর ক্ষেত্রে কতটুকু সময় থামতে হয়?
Created: 3 weeks ago
A
'এক' বলতে যে সময় প্রয়োজন
B
এক সেকেন্ড
C
এক বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নেই
সেমিকোলন (;)
-
বাংলা অর্থ: অর্ধচ্ছেদ
-
থামার সময়: এক বলার দ্বিগুণ সময়
বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ:
-
কমা বা পাদচ্ছেদ (,) → ‘এক’ উচ্চারণে যত সময় লাগে, সেই পরিমাণ সময় থামতে হয়
-
সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) → ‘এক’ বলার দ্বিগুণ সময় থামতে হয়
-
হাইফেন, ইলেক, লোপ চিহ্ন, ব্র্যাকেট (-, …, (), []) → থামার প্রয়োজন নেই
-
দাড়ি বা পূর্ণচ্ছেদ (।), প্রশ্নবোধক (?), বিস্ময় চিহ্ন (!), কোলন (:), কোলন-ড্যাস (:—), ড্যাস (—) → এক সেকেন্ড থামতে হয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 weeks ago