'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
A
নেপাল
B
ভারত
C
মিয়ানমার
D
ইরান
উত্তরের বিবরণ
ব্ল্যাক ক্যাট – ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী কমান্ডো ইউনিট
‘ব্ল্যাক ক্যাট’ নামটি আসলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় উপাধি। এটি একটি বিশেষায়িত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী,
যা মূলত সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য গঠিত। NSG হচ্ছে একটি অভিজাত কমান্ডো ফোর্স, যেখানে দেশের বিভিন্ন সামরিক ও আধা-সামরিক বাহিনী থেকে দক্ষ সদস্য বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়।
এই ইউনিটটি শুধুমাত্র ভারতের অভ্যন্তরে কাজ করে এবং দেশের ভেতরে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় দ্রুত ও কার্যকর ভূমিকা রাখে। ব্ল্যাক ক্যাট বাহিনী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
এই বিশেষ বাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে। বর্তমানে এর প্রধান কার্যালয় অবস্থিত ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
তথ্যসূত্র: National Security Guard (NSG) – Government of India Official Website.
0
Updated: 3 months ago
১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় -
Created: 1 month ago
A
অরুণাচল
B
সিকিম
C
মিজোরাম
D
নাগাল্যান্ড
সিকিম
-
দেশ: ভারত
-
ক্রম: ভারতের ২২তম রাজ্য
-
প্রতিষ্ঠা: ২৬ এপ্রিল ১৯৭৫
-
রাজধানী: গ্যাংটক
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত
-
আয়তন: ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য
ঐতিহাসিক ঘটনা:
-
সিকিম একসময় স্বাধীন অঞ্চল ছিল।
-
১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
-
১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
-
২৭ মার্চ ১৯৭৫ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
-
২৬ এপ্রিল ১৯৭৫ সিকিম ভারতীয় প্রজাতন্ত্রের অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা প্রতিবেদন
0
Updated: 1 month ago
ভারতের কতটি রাজ্য রয়েছে?
Created: 1 month ago
A
২৭টি
B
২৮টি
C
২৯টি
D
৩০টি
ভারত হলো সংসদীয় গণতন্ত্র ও প্রজাতন্ত্র, যা দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ দেশ এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত।
-
রাজধানী: নয়াদিল্লি
-
সরকার প্রধান: নরেন্দ্র মোদী
-
রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু
-
সংবিধান গৃহীত: ২৬ নভেম্বর ১৯৪৯
-
কার্যকর: ২৬ জানুয়ারি ১৯৫০
-
স্বাধীনতা লাভ: ১৫ আগস্ট ১৯৪৭ (ব্রিটিশ শাসন থেকে)
-
সরকারি ভাষা: হিন্দি ও ইংরেজি
-
মুদ্রা: ভারতীয় রুপি
-
জনসংখ্যা: বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ
-
জাতীয় পশু: বাঘ
-
জাতীয় পাখি: ময়ূর
-
রাজ্যের সংখ্যা: ২৮টি
-
কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা: ৮টি
উল্লেখযোগ্য তথ্য
-
সবচেয়ে বড় রাজ্য (আয়তনে): রাজস্থান (৩,৪২,২৩৯ বর্গ কিমি)
-
সবচেয়ে ছোট রাজ্য (আয়তনে): গোয়া (৩,৭০২ বর্গ কিমি)
-
সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল (আয়তনে): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৮,২৪৯ বর্গ কিমি)
-
সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল (আয়তনে): লাক্ষাদ্বীপ (৩২ বর্গ কিমি)
0
Updated: 1 month ago
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো] ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
Created: 3 months ago
A
সোনিয়া গান্ধী
B
ড. মনমোহন সিং (পূর্বে ছিলেন)
C
মমতা ব্যানার্জী
D
রাহুল গান্ধী
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। তিনি ২০১৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে ২০১৯ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে ২০২৪ সালের ৯ জুন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ।
নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টি (BJP) দলের সদস্য এবং গুজরাট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নেতৃত্বে ভারত সরকার বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে জিএসটি চালু, মেক ইন ইন্ডিয়া, এবং সুয়াচ্ছ ভারত অভিযান উল্লেখযোগ্য।
0
Updated: 3 months ago