নিচের কোন শব্দটি সমার্থক শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ?
A
একমাত্র
B
সম্মুখবর্তী
C
কেবলমাত্র
D
সমৃদ্ধশালী
উত্তরের বিবরণ
‘কেবলমাত্র’ শব্দটি অপপ্রয়োগ।
-
এটি ঘটে সমার্থক শব্দের বাহুল্যজনিত কারণে।
-
এখানে ‘কেবল’ এবং ‘মাত্র’ দুটি একই অর্থের শব্দ একত্রে ব্যবহৃত হয়েছে।
-
একই কারণে কেবলমাত্র অশুদ্ধ।
অন্যদিকে, অপশনের অন্যান্য শব্দগুলোর শুদ্ধ প্রয়োগ হয়েছে।
(উৎস:
0
Updated: 1 month ago
'পদ' এর প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 1 month ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
বিভক্তি
D
যােজক
বাংলা ভাষায় পদ বলতে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বোঝানো হয়। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
0
Updated: 1 month ago
'পাবক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 3 months ago
A
অগ্নি
B
নয়ন
C
পুত্র
D
অধিপতি
অগ্নির সমার্থক শব্দ: পারক, অনল, আগুন, দহন, বহ্নি, কুশানু, হুতাশন, বৈশ্বানর, পাবন, সর্বভুক, শিখা, সর্বশুচি ইত্যাদি।
0
Updated: 3 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
জাজ্জ্বল্যমান
B
বয়োজ্যেষ্ঠ
C
প্রোজ্বলিত
D
নিরূপম
শুদ্ধ বানান: বয়োজ্যেষ্ঠ
-
এটি একটি বিশেষণ পদ।
-
অর্থ: বয়সে বড়
অন্যদিকে, অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো—
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
নিরূপম → নিরুপম
(উৎস:
0
Updated: 1 month ago