অশুদ্ধ বানান কোনটি?
A
নিক্বণ
B
শূদ্রাণী
C
সূচগ্রমোদিনী
D
শুশ্রূষা
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান: সূচগ্রমোদিনী
শুদ্ধ বানান: সূচ্যগ্রমোদিনী
এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ—
-
সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি
-
সামান্য পরিমাণ জমি
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ—
-
শুশ্রূষা
-
নিক্বণ
-
শূদ্রাণী
(উৎস:
0
Updated: 1 month ago
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী – নিচের কোন নিয়মে হয়েছে?
Created: 3 months ago
A
আ + ঈ = এ
B
অ + ঈ = এ
C
আ + ই = এ
D
অ + ই = এ
এখানে, ঢাকা শব্দের শেষের আ এবং ঈশ্বরী শব্দের প্রথমের ঈ ধ্বনি মিলিত হয়ে এ ধ্বনিতে পরিবর্তিত হয়েছে, যার ফলে শব্দটি হয়েছে ঢাকেশ্বরী।
0
Updated: 3 months ago
‘রাজপথ’-এর ব্যাসবাক্য কোনটি হবে?
Created: 1 month ago
A
পথের রাজা
B
রাজার পথ
C
রাজা নির্মিত পথ
D
রাজাদের পথ
‘রাজপথ’ এর ব্যাসবাক্য পথের রাজা। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। ব্যাসবাক্যে 'রাজা' শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে বসে। যেমন: পথের রাজা = রাজপথ, হাঁসের রাজা = রাজহাঁস।
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
অভ্যন্তরীন
B
আভ্যন্তরীন
C
অভ্যন্তরীণ
D
আভ্যন্তরীণ
শুদ্ধ বানান: অভ্যন্তরীণ
-
এটি একটি বিশেষণ পদ।
-
শব্দটি সংস্কৃত উৎসের।
অর্থ:
-
মধ্যবর্তী; অভ্যন্তরে আছে এমন।
(উৎস:
0
Updated: 1 month ago