অশুদ্ধ বানান কোনটি?
A
নিক্বণ
B
শূদ্রাণী
C
সূচগ্রমোদিনী
D
শুশ্রূষা
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান: সূচগ্রমোদিনী
শুদ্ধ বানান: সূচ্যগ্রমোদিনী
এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ—
-
সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি
-
সামান্য পরিমাণ জমি
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ—
-
শুশ্রূষা
-
নিক্বণ
-
শূদ্রাণী
(উৎস:

0
Updated: 20 hours ago
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
Created: 1 month ago
A
প্রলয়
B
খণ্ডিত
C
নিঃশ্বাস
D
অনুপম
• বিশেষ নিয়মে ‘ক্ত’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ:
ক্ত- প্রত্যয় যুক্ত হলে নিন্মলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’-কার হয়।
যেমন:
• √পঠ + ক্ত; √পঠ +ই + ত্ = পঠিত।
এরূপ-
• √ক্ষুধ্ + ত = ক্ষুধিত।
• √খণ্ড্ + ত্ = খণ্ডিত।
• √ব্যাথ্ + ত্ = ব্যথিত।
• √শিক্ষ্ + ত = শিক্ষিত।
অন্যদিকে,
• ‘প্রলয়’ শব্দটি তৎসম উপসর্গ ‘প্র’ যোগে গঠিত।
• বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ- নিঃ + শ্বাস = নিঃশ্বাস।
• তৎসম উপসর্গ ‘অনু’ যোগে গঠিত শব্দ অনুপম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
আশীষ
B
শিরচ্ছেদ
C
দ্বন্দ্ব
D
মুমুর্ষু
'দ্বন্দ্ব' শব্দটি একটি বিশেষ্য পদ, যার অর্থ ঝগড়া, বিবাদ, যুদ্ধ ইত্যাদি। শব্দটির বিশ্লেষণকৃত রুপ হলো - দ্বি + দ্বি।

0
Updated: 1 week ago
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
Created: 5 days ago
A
একই স্বভাবের দোষে দোষী
B
বাইরের বিপদ ঘরে টেনে আনা
C
একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেয়া
D
কষ্টের ওপর আরো কষ্ট
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদের অর্থ হলো একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেওয়া। এ ধরনের আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
এক ক্ষুরে মাথা কামানো: একই স্বভাবের দোষে দোষী
-
খাল কেটে কুমির আনা: বাইরের বিপদ ঘরে টেনে আনা
-
গোদের ওপরে বিষফোঁড়া: কষ্টের ওপর আরও কষ্ট
উৎস:

0
Updated: 5 days ago