জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
A
হাঙ্গেরি
B
জার্মানি
C
পোল্যান্ড
D
ব্রিটেন
উত্তরের বিবরণ
জাতিসংঘ সনদ (UN Charter) হচ্ছে জাতিসংঘের মূল গঠনতন্ত্র, যা এই আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্য, নীতি ও কার্যপ্রণালী নির্ধারণ করে। এটি শুধু একটি চুক্তি নয়, বরং একটি সাংবিধানিক দলিল হিসেবে বিবেচিত হয়, যার প্রতি প্রত্যেক সদস্য রাষ্ট্রকে শ্রদ্ধা জানাতে হয়।
এ সনদটি ১৯টি অধ্যায়ে বিভক্ত এবং এতে মোট ১১১টি ধারা রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের গঠনতন্ত্রও এরই একটি অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত। সনদটির অন্যতম রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, ১৯৪৫ সালের ২৬ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। এরপর ২৪ অক্টোবর ১৯৪৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং এ দিনটিকে এখন ‘জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, পোল্যান্ড সম্মেলনে সরাসরি উপস্থিত না থাকলেও, পরবর্তীতে ১৫ অক্টোবর ১৯৪৫ তারিখে সনদে স্বাক্ষর করে। ফলে, এটি প্রতিষ্ঠাকালীন ৫১টি সদস্য রাষ্ট্রের একটি হিসেবে গণ্য হয়।
উৎস: UN ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
Created: 3 weeks ago
A
পল-হেনরি স্পাক
B
ফয়সাল আল ইব্রাহীম
C
হারবার্ট ভের ইভাট
D
লুইস মাচাদো
জাতিসংঘের সাধারণ পরিষদের (UN General Assembly) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনে, যেখানে ৫১টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক।
-
প্রধান অঙ্গ: সাধারণ পরিষদ হলো জাতিসংঘের অন্যতম প্রধান সংস্থা।
-
সদস্য দেশ: সব জাতিসংঘের সদস্য রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য। বর্তমানে ১৯৩টি দেশ সদস্য।
-
বার্ষিক অধিবেশন: সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর বসে, যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
-
সময় ও স্থান: সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে অধিবেশন শুরু হয়।
-
আইনি ভিত্তি: জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯–২২ নং অনুচ্ছেদ) সাধারণ পরিষদের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেছে।
0
Updated: 3 weeks ago
জাতিসংঘ শান্তিরক্ষীরা কী নামে পরিচিত?
Created: 1 month ago
A
গ্রিন হেলমেট
B
হোয়াইট হেলমেট
C
ব্লু হেলমেট
D
রেড হেলমেট
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (UN Peacekeeping Force)
• জাতিসংঘ শান্তিরক্ষীরা তাদের স্বতন্ত্র নীল হেলমেট বা বেরেট এর জন্য “Blue Helmet” নামে পরিচিত
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হলে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়
• বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৩টি [আগস্ট ২০২৫ পর্যন্ত]
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে
• আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় ২৯ মে
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago
জাতিসংঘের পতাকার রং কী?
Created: 3 weeks ago
A
সবুজ ও সাদা
B
নীল ও সাদা
C
লাল ও সাদা
D
নীল ও সবুজ
জাতিসংঘের পতাকা হলো সারা বিশ্বের মানুষের জন্য শান্তি ও একাত্মতার প্রতীক।
-
গৃহীত: ৭ ডিসেম্বর ১৯৪৬
-
রঙ: নীল ও সাদা
-
ডিজাইন: জমিন নীল, মাঝখানে পৃথিবীর মানচিত্র, দুই পাশে সাদা জলপাই গাছের ডাল
-
প্রতীকী অর্থ:
-
জলপাই পাতার ডাল: শান্তি
-
নীল রং: যুদ্ধের লাল রঙের বিপরীতে শান্তি
-
-
ডিজাইন দলের নেতৃত্ব: অলিভার লিঙ্কন লুন্ডকুইস্ট
0
Updated: 3 weeks ago