n যদি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না?
A
n2 - 1
B
3(n + 1)
C
2(n + 3)
D
n + 3
উত্তরের বিবরণ
প্রশ্ন: n যদি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না?
সমাধান:
ধরি,
n = 2 (জোড় সংখ্যা)
∴ n + 3 = 2 + 3 = 5; যা বিজোড় সংখ্যা
2(n + 3) = 2 × (2 + 3) = 10; যা জোড় সংখ্যা
3(n + 1) = 3 × (2 + 1) = 9; যা বিজোড় সংখ্যা
n2 - 1 = 22 - 1 = 3 যা বিজোড় সংখ্যা
0
Updated: 1 month ago
√2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা ?
Created: 3 days ago
A
মূলদ
B
অমূলদ
C
জটিল
D
বাস্তব
সমাধান:
√2 এমন একটি সংখ্যা, যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত (যেমন p/q আকারে, যেখানে q ≠ 0) দ্বারা প্রকাশ করা যায় না। এর মান প্রায় 1.414213… যা দশমিক আকারে অসীম ও অপ্রত্যাবর্তনশীল। অর্থাৎ এর দশমিক অংশ কোনো নির্দিষ্ট পুনরাবৃত্তি তৈরি করে না। গণিতের দৃষ্টিতে এমন সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়।
উত্তর: অমূলদ সংখ্যা
0
Updated: 3 days ago
কোন সংখ্যা হ্রাস পেলে ৩/৮ হবে?
Created: 3 weeks ago
A
২৫/৪২
B
৫/৪২
C
২৫/২৪
D
১৫/৪২
0
Updated: 3 weeks ago
দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
Created: 2 months ago
A
৩৬
B
৪২
C
৪৫
D
৪৮
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু. = ৫৪
এবং অনুপাত = ২ : ৩
ধরি,
একটি সংখ্যা = ২ক
ও
অপর সংখ্যা = ৩ক
∴ সংখ্যাদ্বয়ের ল.সা.গু. = (৩ × ২)ক = ৬ক
প্রশ্নমতে,
৬ক = ৫৪
⇒ ক = ৫৪/৬
⇒ ক = ৯
একটি সংখ্যা = ২ক = (২ × ৯) = ১৮
এবং
অপর সংখ্যা = ৩ক = (৩ × ৯) = ২৭
∴ সংখ্যাদ্বয়ের যোগফল = (১৮ + ২৭) = ৪৫
0
Updated: 2 months ago