কোনটি শুদ্ধ বানান?
A
অপকর্শ
B
মুহুর্ত
C
অন্যূন
D
অন্যমনষ্ক
উত্তরের বিবরণ
‘অন্যূন’ হলো শুদ্ধ বানান।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘অন্যূন’ এর অর্থ হলো অন্তত; কমপক্ষে।
অন্যদিকে, কিছু বানান যা অপপ্রয়োগের ফলে ভুলভাবে লেখা হয়, সেগুলোর শুদ্ধ রূপ হলো—
-
অপকর্শ → অপকর্ষ
-
মুহুর্ত → মুহূর্ত
-
অন্যমনষ্ক → অন্যমনস্ক
(উৎস:

0
Updated: 21 hours ago
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
Created: 2 weeks ago
A
কথ্য ভাষা
B
সাধু ভাষা
C
আঞ্চলিক ভাষা
D
চলিত ভাষা
সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষা হলো বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ। এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা অপেক্ষা স্বল্প প্রাঞ্জল। "সাধু" শব্দের এক অর্থ শিষ্ট, মার্জিত বা ভদ্ররীতি সঙ্গত।রাজা রামমোহন রায় তাঁর "বেদান্ত গ্রন্থ" রচনাটিতে শব্দটি ব্যবহার করেছিলেন।

0
Updated: 2 weeks ago
বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
Created: 3 weeks ago
A
৭টি
B
৮টি
C
১০টি
D
৯টি
বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে মাত্রাহিন বর্ণ ১০টি। এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ। অর্ধমাত্রার বর্ণ ৮টি। এগুলো হলোঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ এবং পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।

0
Updated: 3 weeks ago
সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
Created: 3 weeks ago
A
দ্বিগু
B
অব্যয়ীভাব
C
বহুবীহি
D
কর্মধারয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস

0
Updated: 3 weeks ago