'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' কোন পদ?
A
বিশেষ্য
B
বিশেষণ
C
অব্যয়
D
ক্রিয়াবিশেষণ
উত্তরের বিবরণ
• 'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' সংখ্যাবাচক বিশেষণ পদ।
• নাম বিশেষণ:
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।
উৎস:

0
Updated: 21 hours ago
শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন–
Created: 3 weeks ago
A
শষ্য, ভুবন, শ্ৰদ্ধাঞ্জলি
B
সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা
C
মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন
D
আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
আকাঙ্ক্ষা , গ্রামীণ, দারিদ্র্য শব্দগুলো শুদ্ধ। প্রদত্ত প্রশ্নে অন্যান্য শব্দগুলোর বানান অশুদ্ধ। শব্দগুলোতে ব্যাকরণগত ভুল বিদ্যমান।

0
Updated: 3 weeks ago
'ভ্রূ > ভুরু' শব্দে ধ্বনির কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
Created: 2 weeks ago
A
আদি স্বরাগম
B
অন্ত্য স্বরাগম
C
মধ্য স্বরাগম
D
স্বরসঙ্গতি
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
অ - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই - প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রূ > ভুরু ইত্যাদি।
এ - গ্রাম > গেরাম, প্রেক> পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও - শ্লোক > শোলোক, মুরগ > মুরোগ > মোরগ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
ঘরে-বাইরে
B
প্রায়শ্চিত্ত
C
গোরা
D
বিষবৃক্ষ
‘ঘরে-বাইরে’ উপন্যাস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯১৬ সালে।
-
উপন্যাসটির পটভূমি: স্বদেশি আন্দোলন।
-
পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের ‘প্রিন্স অটো’ উপন্যাসের সাথে ভাবসাদৃশ্য রয়েছে।
-
স্টিভেনসনের চরিত্র সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ-এর প্রতিসম।
-
তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক ও মিলনাত্মক, আর রবীন্দ্রনাথের কাহিনী সকরুণ ও সিরিয়াস।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বিমলা
-
নিখিলেশ
-
সন্দীপ
অন্য উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
‘গোরা’ উপন্যাস: ধর্মান্দোলন, স্বদেশপ্রেম ও নারীমুক্তি চিন্তার পটভূমিতে লেখা।
-
‘প্রায়শ্চিত্ত’ নাটক: রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক, টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি ও গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যায়।
-
‘বিষবৃক্ষ’: বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাস, যেখানে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ ফুটিয়ে তোলা হয়েছে।

0
Updated: 1 week ago