__________ না করলে হয়তো সে সত্য কথাটা বলত না।
A
পীড়াপীড়ী
B
পিড়াপীড়ি
C
পীড়াপীড়ি
D
পীড়াপিড়ি
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘পীড়াপীড়ি’ হলো শুদ্ধ বানান।
‘পীড়াপীড়ি’ শব্দের অর্থ:
-
বারবার অনুরোধ-উপরোধ বা চাপ প্রয়োগ।
অন্য কিছু শুদ্ধ বানান হলো—
-
অপকর্শ (সঠিক বানান) → অপকর্ষ
-
অন্যমনষ্ক → অন্যমনস্ক
-
অন্যপুর্বা → অন্যপূর্বা
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
শ্বাশত → শাশ্বত
(উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি তৎসম শব্দ?
Created: 1 month ago
A
পছন্দ
B
হিসাব
C
ধূলি
D
শৌখিন
বাংলা ভাষায় বহুল ব্যবহৃত অনেক শব্দ ভিন্ন ভাষা থেকে এসেছে। প্রতিটি শব্দের নিজস্ব উৎস ও অর্থ রয়েছে। নিচে কয়েকটি শব্দের উৎস ও অর্থ তুলে ধরা হলো।
পছন্দ (বিশেষণ)
-
উৎস: ফারসি ভাষা
-
অর্থ: মনের মতো, মনঃপূত, ইচ্ছানুযায়ী মনোনীত, নির্বাচিত
পছন্দ (বিশেষ্য)
-
অর্থ: নির্বাচন, মনোনয়ন, রুচি
হিসাব (বিশেষ্য)
-
উৎস: আরবি ভাষা
-
অর্থ: গণনা বা সংখ্যাকরণ, জমাখরচের বিবরণ, দর, কৈফিয়ত, বিচারবিবেচনা
ধূলি (বিশেষ্য)
-
উৎস: সংস্কৃত ভাষা
-
অর্থ: শুকনো মাটির সূক্ষ্ম কণা বা রেণু
শৌখিন (বিশেষণ)
-
উৎস: আরবি ‘শৌকিন’
-
অর্থ: বিলাসী, শখ মেটায় এমন
এখানে দেখা যায়, ধূলি শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত অর্থাৎ এটি একটি তৎসম শব্দ।
0
Updated: 1 month ago
'শরণ-সরণ' শব্দজোড় কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
মনে করা - আশ্রয়
B
আশ্রয় - গমন
C
আশ্রয় - শ্রবণ করা
D
মনে করা - স্বর্ণ
'শরণ' শব্দের অর্থ হলো আশ্রয়, আর 'সরণ' শব্দের অর্থ হলো গমন। এ ধরনের শব্দজোড় একে অপরের কাছাকাছি হলেও অর্থে ভিন্ন। উল্লেখযোগ্যভাবে, স্মরণ শব্দের অর্থ হলো মনে করা। নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় দেওয়া হলো।
-
শবল: চিত্রিত, নানা বর্ণযুক্ত
-
সবল: শক্তিমান
-
শোনা: শ্রবণ করা
-
সোনা: স্বর্ণ
উৎস:
0
Updated: 1 month ago
'অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট' প্রবাদ প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর
B
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এড়িয়ে কাজ হাসিলের চেষ্টা
C
সাধারণ লোকের বিরাট বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ
D
অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড
বাংলা প্রবাদ-প্রবচন সংক্ষিপ্তভাবে জীবন ও কাজের নানা বাস্তবতা প্রকাশ করে। এগুলো থেকে শিক্ষণীয় দিকগুলো বোঝা যায়। নিচে কয়েকটি প্রবাদ-প্রবচনের ব্যাখ্যা দেওয়া হলো—
-
অধিক/অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট অর্থ অতিরিক্ত লোকের নজরদারিতে কাজ ব্যর্থ বা পণ্ড হয়।
-
ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার অর্থ যোগ্যতা বা ক্ষমতাহীন ব্যক্তির ভণ্ডামি বা আড়ম্বর।
-
আদার ব্যাপারির জাহাজের খবর অর্থ সাধারণ লোকের বড় বিষয় বা ব্যাপারে অপ্রয়োজনীয় আগ্রহ প্রকাশ।
-
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এড়িয়ে বা তাদের অজান্তে কাজ হাসিলের চেষ্টা।
উৎস:
0
Updated: 1 month ago