নিচের কোনটি অপপ্রয়োগ?
A
চঞ্চলতা
B
গম্ভীরতা
C
স্বতঃপ্রণোদিত
D
গাম্ভীর্যতা
উত্তরের বিবরণ
অপপ্রয়োগ শব্দের একটি উদাহরণ হলো “গাম্ভীর্যতা”। এটি আসলে ‘-তা’ এবং ‘-ত্ব’ প্রত্যয়ের মিশ্রণে গঠিত ভুল প্রয়োগ।
এর শুদ্ধ প্রয়োগ হবে— গাম্ভীর্য অথবা গম্ভীরতা।
অন্যদিকে, শুদ্ধ প্রয়োগ হিসেবে গ্রহণযোগ্য শব্দগুলো হলো—
-
চঞ্চলতা
-
গম্ভীরতা
-
স্বতঃপ্রণোদিত
(উৎস:
0
Updated: 1 month ago
'লালসালু' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯৪০ সালে
B
১৯৪১ সালে
C
১৯৫৮ সালে
D
১৯৪৮ সালে
'লালসালু' উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত একটি কালজয়ী সাহিত্যকর্ম, যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এটি ধর্ম, সমাজচেতনা ও নারী জাগরণের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন করে। উপন্যাসটি ইংরেজিতে Tree Without Roots (১৯৬৭) নামে অনূদিত হয়েছে।
-
উপন্যাসের বৈশিষ্ট্য: বহুমাত্রিক ও কালোত্তীর্ণ।
-
মূল বিষয়: ধর্ম, ব্যক্তি স্বার্থ, নারী জাগরণ ও সমাজচেতনা।
-
উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, জমিল, আমেন, খালেক ব্যাপার, রহিম, আক্কা, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
সৈয়দ ওয়ালীউল্লাহ:
-
আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার।
-
জন্ম: ১৯২২ সালের ১৫ আগস্ট, চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকা।
-
প্রথম উপন্যাস: লালসালু।
উপন্যাসসমূহ:
-
কাঁদো নদী কাঁদো
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
নাটকসমূহ:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
-
উজানে মৃত্যু
0
Updated: 1 month ago
নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?
Created: 1 month ago
A
দাই
B
এয়ো
C
সারী
D
সধবা
‘সারী’ এর পুরুষবাচক শব্দ হলো ‘সারথি’। সারী সাধারণত নারীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, যা রথচালিকা বা রথের সঙ্গিনী বোঝাতে ব্যবহৃত হয়। সারথি শব্দটি পুরুষবাচক, যা রথচালক বা রথের চালক বোঝায়।
0
Updated: 1 month ago
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
Created: 1 month ago
A
স্রবণ - স্রুতি
B
শোনা - স্রুতি
C
স্রবণ - শ্রুতি
D
সোনা - শ্রবণ
সমার্থক অর্থ প্রকাশকারী একটি শব্দজোড় হলো 'স্রবণ - স্রুতি', যেখানে উভয়েরই অর্থ ক্ষরণ। এ ধরনের আরও কিছু শব্দজোড় রয়েছে, যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন।
-
শোনা: শ্রবণ করা
-
সোনা: স্বর্ণ
-
শ্রবণ: কর্ণ, শোনা
-
স্রবণ: ক্ষরণ
-
স্রুতি: ক্ষরণ
-
শ্রুতি: শ্রবণ
উৎস:
0
Updated: 1 month ago