"মহারাজের জয় হোক।" - কোন ধরনের বাক্য?
A
বিবৃতিমূলক
B
অনুজ্ঞাসূচক
C
প্রার্থনাসূচক
D
আবেগবাচক
উত্তরের বিবরণ
"মহারাজের জয় হোক।" — এটি একটি প্রার্থনাসূচক বাক্য।
ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য হলো এমন বাক্য যেখানে ইচ্ছা, প্রার্থনা বা উচ্ছ্বাস প্রকাশ পায়। একে ইচ্ছাসূচক বা ইচ্ছাবোধক বাক্যও বলা হয়।
যেমন—
-
মহারাজের জয় হোক।
-
আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।
(উৎস:

0
Updated: 21 hours ago
'কাঁচি' কোন ধরনের শব্দ?
Created: 2 months ago
A
আরবি
B
ফারসি
C
হিন্দি
D
তুর্কি
‘কাঁচি’ শব্দটি তুর্কি ভাষা থেকে আগত।
এটি একটি ধারালো হাতিয়ার, যা মূলত কাগজ, কাপড় বা অনুরূপ বস্তু কেটে ফেলার কাজে ব্যবহৃত হয়। এটি দুইটি হাতলযুক্ত ইস্পাতের ধারালো ফলা দিয়ে তৈরি, যা একসঙ্গে যুক্ত থাকে।
বাংলা ভাষায় তুর্কি ভাষার প্রভাব লক্ষণীয়।
‘কাঁচি’ ছাড়াও বাংলা ভাষায় আরও কিছু সাধারণ ব্যবহারযোগ্য শব্দ তুর্কি ভাষা থেকে এসেছে। যেমন—তোপ, চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা প্রভৃতি শব্দ তুর্কি ভাষা থেকেই গৃহীত হয়েছে।
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago
'বিশ শতকের মেয়ে' - কোন ধরনের রচনা?
Created: 1 month ago
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
উপন্যাস
D
নাটক
‘বিশ শতকের মেয়ে’
-
‘বিশ শতকের মেয়ে’ নীলিমা ইব্রাহীম রচিত একটি উপন্যাস।
নীলিমা ইব্রাহিম
-
নীলিমা ইব্রাহিম ১৯২১ সালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় জন্মগ্রহণ করেন।
-
তিনি মূলত একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন।
-
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ, নারী-উন্নয়ন এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
-
তিনি বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধও রচনা করেছেন।
তাঁর রচিত উপন্যাসসমূহ
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোন ধরনের শব্দে কখোনই ‘ণ” হবে না?
Created: 2 weeks ago
A
তৎসম
B
বিদেশী
C
তদ্ভব
D
আঞ্চলিক
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ও মূর্ধন্য - ষ ধ্বনি ব্যবহার নেই। তাই বাংলা ভাষা ব্যবহৃত বিদেশি সঙ্গে কখনো মূর্ধন্য 'ণ' ও মূর্ধন্য 'ষ' ব্যবহৃত হয় না ।

0
Updated: 2 weeks ago