‘আবেগ’ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
A
বিশেষণ
B
ক্রিয়াবিশেষণ
C
পদ
D
অব্যয়
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় ‘আবেগ’ পদ-এর অন্তর্ভুক্ত।
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
(উৎস:

0
Updated: 21 hours ago
সমাসঘটিত অপপ্রয়োগ ঘটেছে?
Created: 20 hours ago
A
অদ্যাবধি
B
নিরভিমানী
C
অর্ধরাত্র
D
সমূল
সমাসঘটিত অপপ্রয়োগ এর একটি উদাহরণ হলো ‘নিরভিমানী’। এর শুদ্ধ প্রয়োগ হলো নিরভিমান।
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলো সঠিক প্রয়োগ হয়েছে—
-
অদ্যাবধি
-
অর্ধরাত্র
-
সমূল

0
Updated: 20 hours ago
কোনটি উপন্যাস?
Created: 2 months ago
A
নতুন চাঁদ
B
কন্যাকুমারী
C
গড্ডলিকা
D
নেমেসিস
রাশিদা আখতারের লেখা একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো 'কন্যাকুমারী'।
এদিকে,
-
'নতুন চাঁদ' হলো কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ।
-
'গড্ডলিকা' নামক গল্পগ্রন্থটির রচয়িতা রাজশেখর বসু।
-
আর নাট্যজগতে নুরুল মোমেনের লেখা 'নেমেসিস' একটি গুরুত্বপূর্ণ নাটক হিসেবে পরিচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং 'কন্যাকুমারী' উপন্যাস (রাশিদা আখতার)।

0
Updated: 2 months ago
"সিক্ত" এর বিপরীত শব্দ—
Created: 1 week ago
A
ভিজা
B
আর্দ্র
C
শুষ্ক
D
জলীয়
সিক্ত শব্দের বিপরীত হলো শুষ্ক।
অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
সন্ধি = বিবাদ, বিগ্রহ
-
হৃদ্যতা = কপটতা
-
হাজির = গরহাজির
-
সরস = নীরস
-
মুক্ত = আবদ্ধ
-
মুখ্য = গৌণ
উৎস:

0
Updated: 1 week ago