কোনটি শুদ্ধ বানান?
A
প্রনয়নী
B
প্রণয়নী
C
প্রণয়িনী
D
প্রণয়নি
উত্তরের বিবরণ
• শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি প্রণয়ী এর স্ত্রীবাচক শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থ কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯৩২ সালে
B
১৯৩৬ সালে
C
১৯৩৭ সালে
D
১৯৪৪ সালে
'সাত সাগরের মাঝি' হলো ফররুখ আহমদের রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা বাংলা সাহিত্যে আধুনিক কাব্যধারার গুরুত্বপূর্ণ নিদর্শন।
-
রচয়িতা ও প্রকাশকাল: ফররুখ আহমদ; প্রকাশিত ১৯৪৪ সালে।
-
কাব্যগ্রন্থের কাঠামো: মোট উনিশটি কবিতা অন্তর্ভুক্ত; কবিতাগুলি ১৯৪৩–৪৪ খ্রিষ্টাব্দে রচিত।
-
লক্ষ্য ও বিষয়: মূলত সমাজে জাগরণ ঘটানোর উদ্দেশ্যে রচিত; দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরূপ সামাজিক পরিস্থিতির প্রতিফলন কাব্যগ্রন্থে আছে।
-
ভাষা ও শব্দচয়ন: বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে কবি বহু অপ্রচলিত আরবি-ফারসি শব্দ গ্রহণ করেছেন।
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
জাজ্জ্বল্যমান
B
বয়োজ্যেষ্ঠ
C
প্রোজ্বলিত
D
নিরূপম
শুদ্ধ বানান: বয়োজ্যেষ্ঠ
-
এটি একটি বিশেষণ পদ।
-
অর্থ: বয়সে বড়
অন্যদিকে, অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো—
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
নিরূপম → নিরুপম
(উৎস:
0
Updated: 1 month ago
কোন বানানটি সঠিক?
Created: 1 month ago
A
উষা
B
কিংবদন্তি
C
আমীন
D
বিদেশী
উষা → ভুল, সঠিক বানান হবে ঊষা।
-
কিংবদন্তি → সঠিক।
-
আমীন → ভুল, সঠিক বানান হবে আমিন।
-
বিদেশী → ভুল, সঠিক বানান হবে বিদেশি।
তাই সঠিক উত্তর: খ) কিংবদন্তি।
0
Updated: 1 month ago