"তারা তোমাদের ভোলেনি।" - কোন ধরনের বাক্য?
A
অনুজ্ঞাবাচক বাক্য
B
আবেগবাচক বাক্য
C
বিবৃতিবাচক বাক্য
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক বাক্য।
-
বিবৃতিবাচক বাক্য : যেসব বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায়, সেগুলো বিবৃতিমূলক বাক্য। এগুলো ইতিবাচক বা নেতিবাচক উভয় রকম হতে পারে।
যেমন–-
আমরা রোজ বেড়াতে যেতাম।
-
তারা তোমাদের ভোলেনি।
-
-
প্রশ্নবাচক বাক্য : বক্তা কারও কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য।
যেমন–-
তোমার নাম কী?
-
সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
-
-
অনুজ্ঞাবাচক বাক্য : আদেশ, নিষেধ, অনুরোধ বা প্রার্থনা প্রকাশের জন্য অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয়।
যেমন–-
আমাকে একটি কলম দাও।
-
তার মঙ্গল হোক।
-
-
আবেগবাচক বাক্য : হঠাৎ কিছু দেখে বা শুনে বিস্ময়, আনন্দ বা ভয় প্রকাশ করতে যে ধরনের বাক্য গঠিত হয়, তাকে আবেগবাচক বাক্য বলে।
যেমন–-
দারুণ! আমরা জিতে গিয়েছি।
-
অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি!
-
(উৎস:

0
Updated: 21 hours ago
কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?
Created: 1 day ago
A
খুব সকালে ঘুম থেকে উঠতাম।
B
বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম।
C
আমরা তখন বই পড়ছিলাম।
D
তারা সেখানে বেড়াতে গেল।
বাংলা ক্রিয়ার ক্ষেত্রে অতীত কালের বিভিন্ন রূপ রয়েছে, যার মধ্যে পুরাঘটিত অতীত বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি সেই অতীতকালকে বোঝায়, যেখানে কোনো ক্রিয়া বহু পূর্বে সংঘটিত হয়েছে এবং পরে আরও কোনো ঘটনা ঘটেছে।
-
পুরাঘটিত অতীতের উদাহরণ:
-
বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।
-
অন্য অতীতকালগুলোর উদাহরণ:
-
সাধারণ অতীত: তারা সেখানে বেড়াতে গেল।
-
ঘটমান অতীত: আমরা তখন বই পড়ছিলাম।
-
নিত্য অতীত: খুব সকালে ঘুম থেকে উঠতাম।
উৎস:

0
Updated: 1 day ago
বাংলা সাহিত্যে গদ্যরীতির সূচনা হয় কবে থেকে?
Created: 5 days ago
A
আঠারো
B
সপ্তদশ
C
ষোল
D
পঞ্চদশ
বাংলা গদ্যের উৎপত্তি আধুনিক যুগের আগ পর্যন্ত সাহিত্যগুণসমৃদ্ধ কোনো গদ্যরচনার প্রমাণ পাওয়া যায় না। প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয় ১৫৫৫ সালে কোচবিহারের রাজার লেখা আসামরাজকে একটি পত্র। ষোল শতক থেকে গদ্যরীতি শুরু হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত তা মূলত নিতান্ত প্রয়োজনীয় কাজে সীমাবদ্ধ থাকে, ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষ সাধন সম্ভব হয়নি।
উৎস:

0
Updated: 5 days ago
দ্বিজ বংশীদাস কোন কাব্যের অন্যতম কবি ছিলেন?
Created: 5 days ago
A
মনসামঙ্গল
B
চণ্ডীমঙ্গল
C
পদ্মাপুরাণ
D
ক ও গ উভয়ই
দ্বিজ বংশীদাস মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি মনসামঙ্গল গ্রন্থ রচনা করেছেন। তিনি পদ্মাপুরাণ ও মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি হিসেবেও পরিচিত।
প্রধান তথ্যসমূহ—
-
জন্মগ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।
-
কাব্যে ব্যবহৃত শব্দ যেমন ‘মঘ-ফিরিঙ্গি’, ‘বন্দুক-পলিতা’ ইঙ্গিত দেয় যে তিনি সম্ভবত সতেরো শতকে আবির্ভূত।
-
তিনি সংস্কৃত, পুরাণ, আগম ও তন্ত্র শাস্ত্রে পণ্ডিত ছিলেন।
-
সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেন।
-
বংশীদাস কবি চন্দ্রাবতীর পিতা, এবং কবি চন্দ্রাবতী রামায়ণের অনুবাদে তাঁর পিতৃপরিচয় তুলে ধরেছেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 5 days ago