A
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
B
মানবাধিকার সংরক্ষণ করা
C
পানি সম্পদ সংরক্ষণ করা
D
আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
উত্তরের বিবরণ
IUCN অর্থাৎ International Union for the Conservation of Nature, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা বিশ্বের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ করে থাকে। ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউতে
IUCN-এর প্রতিষ্ঠা ঘটে। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের গ্লান্ডে। বর্তমানে IUCN বিশ্বব্যাপী প্রায় ১৭০টিরও বেশি দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।
IUCN-এর মূল লক্ষ্য হলো প্রকৃতির সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। তারা পৃথিবীর বিভিন্ন প্রজাতিকে তাদের অবস্থা অনুযায়ী নয়টি ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করে থাকে, যেগুলো হলো: মূল্যায়ন করা হয়নি, তথ্যের অভাব, সর্বনিম্ন উদ্বেগ, কাছাকাছি হুমকির মধ্যে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতর বিপন্ন, বন্যে বিলুপ্ত এবং সম্পূর্ণ বিলুপ্ত।
তথ্যের উৎস: IUCN-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
জাপানের নাগাসাকিতে
B
অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
C
রাশিয়ার আশখাবাদে
D
কানাডার ভেঙ্কুবারে
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন ফ্রান্সের ফন্টেব্লিউতে অনুষ্ঠিত হয়।
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।
উৎস: IUCN ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
নিউইয়র্কে
B
রোমে
C
জেনেভায়
D
অটোয়ায়
FAO (Food and Agriculture Organization)
FAO হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক একটি সংস্থা।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়।
-
FAO জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হিসেবে স্বীকৃতি পায় ১৪ ডিসেম্বর, ১৯৪৬ তারিখে।
-
এর সদর দপ্তর রয়েছে রোম, ইতালিতে।
-
বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা ১৯৫টি — এর মধ্যে ১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে।
-
বর্তমান মহাপরিচালক হচ্ছেন ড. কু ডংগিউ, যিনি চীনের নাগরিক।
FAO জাতিসংঘের ECOSOC (অর্থনৈতিক ও সামাজিক পরিষদ)-এর অধীনে পরিচালিত হয়। সংস্থাটির প্রধান লক্ষ্য হলো বিশ্বজুড়ে ক্ষুধা দূর করা এবং সব মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা।
এই সংস্থার প্রতিষ্ঠার দিন ১৬ অক্টোবরকে বিশ্বজুড়ে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ FAO-র সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।
তথ্যসূত্র: FAO এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
CARE কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
যুক্তরাজ্য
D
জার্মানি
CARE একটি আন্তর্জাতিক মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। সংস্থাটির পূর্ণরূপ হলো Cooperative for Assistance and Relief Everywhere।
CARE প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে। তবে প্রতিষ্ঠার শুরুর দিকে, অর্থাৎ ১৯৯৩ সালের পূর্বে, এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe।
বর্তমানে CARE International-এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে দারিদ্র্য বিমোচন, মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
উৎস: CARE-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago