IUCN -এর কাজ হলো বিশ্বব্যাপী -
A
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
B
মানবাধিকার সংরক্ষণ করা
C
পানি সম্পদ সংরক্ষণ করা
D
আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
উত্তরের বিবরণ
IUCN অর্থাৎ International Union for the Conservation of Nature, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা বিশ্বের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ করে থাকে। ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউতে
IUCN-এর প্রতিষ্ঠা ঘটে। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের গ্লান্ডে। বর্তমানে IUCN বিশ্বব্যাপী প্রায় ১৭০টিরও বেশি দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।
IUCN-এর মূল লক্ষ্য হলো প্রকৃতির সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। তারা পৃথিবীর বিভিন্ন প্রজাতিকে তাদের অবস্থা অনুযায়ী নয়টি ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করে থাকে, যেগুলো হলো: মূল্যায়ন করা হয়নি, তথ্যের অভাব, সর্বনিম্ন উদ্বেগ, কাছাকাছি হুমকির মধ্যে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতর বিপন্ন, বন্যে বিলুপ্ত এবং সম্পূর্ণ বিলুপ্ত।
তথ্যের উৎস: IUCN-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর প্যারিসে?
Created: 3 months ago
A
OECD
B
ECO
C
G-7
D
Red Cross
OECD (Organisation for Economic Co-operation and Development)
OECD একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, যার লক্ষ্য হলো অর্থনৈতিক ও সামাজিক নীতিমালার উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে সদস্য দেশগুলোর জীবনমান উন্নয়ন করা।
মূল তথ্যসমূহ:
-
পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬১
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
প্রতিষ্ঠাতা দেশ: ২০টি
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩৮টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
-
প্রকার: একটি অর্থনৈতিক জোট
ঐতিহাসিক প্রেক্ষাপট:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের "মার্শাল প্ল্যান"-এর অধীনে ১৯৪৮ সালে গঠিত হয় The Organisation for European Economic Cooperation (OEEC)। এই সংস্থাটি ছিল বর্তমান OECD-এর পূর্বসূরী। পরবর্তীতে ১৯৬১ সালে এর রূপান্তর ঘটে OECD-তে।
✳ অন্যান্য সংস্থার সদরদপ্তর:
-
ECO (Economic Cooperation Organization): তেহরান
-
G-7 (Group of Seven): নির্দিষ্ট কোনো স্থায়ী সদরদপ্তর নেই
-
Red Cross (International Committee of the Red Cross): জেনেভা, সুইজারল্যান্ড
উৎস: OECD অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
Created: 2 weeks ago
A
জৈনধর্ম
B
শিখধর্ম
C
বৌদ্ধধর্ম
D
ইহুদি ধর্ম
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গৌতম বুদ্ধ ও বুদ্ধগয়া
-
ব্যক্তিগত নাম: সিদ্ধার্থ
-
জন্ম: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দী, লুম্বিনী, নেপালের কপিলাবস্তু অঞ্চলে
-
ধর্ম: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা
বুদ্ধ উপাধির অর্থ
-
একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে ওঠেন এবং যন্ত্রণা থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
-
বুদ্ধগয়া: বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান
-
সারনাথ: গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন; ভারতের বারানাশি থেকে ১৩ কিমি উত্তর-পূর্বে অবস্থিত
-
কুশিনারা: বুদ্ধের মৃত্যুস্থান, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে
-
তক্ষশীলা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়েছে?
Created: 3 months ago
A
ESCAP
B
FAO
C
UNCHR
D
UNEP
CIRDAP
- পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
উৎস: CIRDAP ওয়েবসাইট।

0
Updated: 3 months ago