'পদ' এর প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
বিভক্তি
D
যােজক
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় পদ বলতে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বোঝানো হয়। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
(উৎস:
0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম–
Created: 2 months ago
A
তত্ত্ববোধিনী
B
কল্লোল
C
সবুজ পত্র
D
ধূমকেতু
তত্ত্ববোধিনী - অক্ষয়কুমার দত্ত, কল্লোল - দীনেশরঞ্জন দাস, ধূমকেতু - কাজী নজরুল ইসলাম, সবুজপত্র - প্রমথ চৌধুরী। সবুজপত্র ১৯১৪ সালে প্রকাশ ঘটে।
0
Updated: 2 months ago
‘ইউসুফ-জোলেখা’ কাব্যটি কোন সুলতানের রাজত্বকালে রচিত হয়েছিল?
Created: 1 month ago
A
গিয়াসউদ্দিন আজম শাহ
B
আলাউদ্দিন খিলজি
C
আলাউদ্দিন ইলিয়াস শাহ্
D
ফখরুদ্দীন মোবারক শাহ্
'ইউসুফ-জোলেখা' হলো একটি কাহিনি কাব্যগ্রন্থ, যা মূলত প্রেম ও ধর্মীয় কাহিনীর রূপে রচিত। এটি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে পরিচিত শাহ মুহম্মদ সগীর দ্বারা রচিত।
-
গ্রন্থটি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯–১৪০৯ খ্রিষ্টাব্দ) রচিত হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
-
কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে রচিত এবং এটি মূলত অনুবাদ কাব্য বা রোমান্টিক প্রণয়োপাখ্যানের নিদর্শন।
-
বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি উল্লেখ আছে।
-
ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) একই নামে কাব্য রচনা করেছেন।
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
শশিভূষন
B
কুজ্ঝটীকা
C
ইন্দ্রীয়
D
দৌরাত্ম্য
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান- দৌরাত্ম্য।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ-
- দুরাত্মার কাজ, উৎপীড়ন, পাপাচার।
অন্যদিকে,
- ’শশিভূষন’ শব্দের শুদ্ধরূপ- শশিভূষণ।
- ’কুজ্ঝটীকা’ শব্দের শুদ্ধরূপ- কুজ্ঝটিকা।
- ’ইন্দ্রীয়’ শব্দের শুদ্ধরূপ- ইন্দ্রিয়।
0
Updated: 1 month ago