তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন?
A
১ নং
B
২ নং
C
৮ নং
D
১১ নং
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাঙালির ইতিহাসের এই মুক্তিসংগ্রামে পুরুষদের পাশাপাশি নারীরাও সংগ্রামে অংশগ্রহণ করেন এবং অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে মোট ৬৭৬ বীরযোদ্ধাকে বিভিন্ন খেতাবে ভূষিত করা হয়।
-
তাদের মধ্যে দুজন নারী ছিলেন, ডা. সেতারা বেগম এবং তারামন বিবি, যাদের ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।
-
তারামন বিবি অংশগ্রহণ করেছিলেন ১১ নং সেক্টরে, যেখানে সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের।
-
মুক্তিযুদ্ধের বিজয়ের পরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে।
-
১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী তার হাতে বীরপ্রতীক সম্মাননা প্রদান করেন।
-
২০১৮ সালের ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধের কিংবদন্তী নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি।
0
Updated: 1 month ago
’বরিশাল’ মুক্তিযুদ্ধকালীন কোন সেক্টরের অন্তর্গত ছিল?
Created: 1 month ago
A
৯নং
B
৫নং
C
২নং
D
৩নং
মুক্তিযুদ্ধকালীন সেক্টর ৯নং গঠিত হয়েছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য। এটি পটুয়াখালী, বরিশাল এবং খুলনার কিছু অংশ অন্তর্ভুক্ত করেছিল।
-
সেক্টরটি গঠিত হয়েছিল পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ নিয়ে।
-
ডিসেম্বর মাসের শুরু পর্যন্ত সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল, পরে দায়িত্ব গ্রহণ করেন মেজর জয়নাল আবেদীন।
-
অতিরিক্ত দায়িত্বে ছিলেন মেজর এম এ মঞ্জুর।
-
সেক্টর ৯নং-এ মোট ৩টি সাব-সেক্টর ছিল।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময় সিপাহী হামিদুর রহমান কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন?
Created: 2 months ago
A
১নং সেক্টর
B
২নং সেক্টর
C
৩নং সেক্টর
D
৪নং সেক্টর
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ও সংশ্লিষ্ট সেক্টর
| বীরশ্রেষ্ঠ | সেক্টর |
|---|---|
| ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ | ১নং সেক্টর |
| সিপাহী মোস্তফা কামাল | ২নং সেক্টর |
| সিপাহী হামিদুর রহমান | ৪নং সেক্টর |
| ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর | ৭নং সেক্টর |
| ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ | ৮নং সেক্টর |
| ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন | ১০নং সেক্টর |
| ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান | কোনো সেক্টরের অধীনে ছিলেন না |
তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
মুক্তিযুক্ত চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
Created: 1 week ago
A
১০
B
১১
C
১২
D
১৩
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। এর মধ্যে ১০ নম্বর সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
-
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
-
১০ নম্বর সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
0
Updated: 1 week ago