মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের প্রথম বিদেশি মিশন কোথায় স্থাপন করা হয়?
A
কলকাতা
B
ওয়াশিংটন
C
লন্ডন
D
নিউইয়র্ক
উত্তরের বিবরণ
মুজিবনগর সরকার বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিযুক্ত করে।
-
বিচারপতি আবু সাঈদ চৌধুরীর প্রচেষ্টায় জাতিসংঘে ৪৭টি দেশের প্রতিনিধি বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনা করে।
-
এর ফলে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বাধ্য হয়।
মুক্তিযুদ্ধের প্রথম দিকেই মুজিবনগর সরকার দিল্লি ও কলকাতায় দুটি মিশন স্থাপন করে।
-
কলকাতায় স্থাপিত হয় প্রথম বাংলাদেশ মিশন।
-
এছাড়া সরকার ওয়াশিংটন, নিউইয়র্ক ও লন্ডনেও মিশন স্থাপন করে।
-
এই মিশনগুলো মিছিল, সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, পার্লামেন্ট সদস্যদের সমর্থন আদায় এবং বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে জনমত গড়ে তোলা-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago
স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেয়া হয়?
Created: 3 weeks ago
A
৭ জন
B
৬ জন
C
২ জন
D
৫ জন
স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেওয়া হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মহিলাদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু ঘরবাড়ির কাজে সীমাবদ্ধ থাকেননি, বরং যুদ্ধের বিভিন্ন ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করেছেন। এই ২ জন মহিলা তাদের সাহসিকতা, ত্যাগ এবং মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক উপাধি লাভ করেন।
বীরপ্রতীক উপাধি হলো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ গৌরবময় উপাধি, যা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালনকারীদের দেওয়া হয়। নারীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে তাদের শৌর্য ও দেশপ্রেমের প্রমাণ রেখেছেন, এবং এই উপাধি তাদের অবদানকে জাতির কাছে সম্মানিত করেছে।
অন্য বিকল্পগুলির ব্যাখ্যা:
-
৭ জন, ৬ জন, এবং ৫ জন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেওয়ার তথ্য সঠিক নয়, সঠিক সংখ্যা ২ জন।
অতএব, ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেওয়া হয়, যারা মুক্তিযুদ্ধে তাদের সাহসিকতা এবং অবদানের জন্য জাতির ইতিহাসে অমর হয়ে আছেন।
0
Updated: 1 week ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে 'অপারেশন কিলো ফ্লাইট' পরিচালনা করে কোন বাহিনী?
Created: 2 months ago
A
নৌবাহিনী
B
সেনাবাহিনী
C
বিমান বাহিনী
D
কিলো কমান্ডো
-
অপারেশন কিলো ফ্লাইট:
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম সামরিক আকাশ অভিযান।
-
ভারত সরকারের দেওয়া তিনটি সিভিলিয়ান বিমানকে যুদ্ধবিমানে রূপান্তর করে এই অভিযান পরিচালনা করা হয়।
-
স্কোয়াড্রন লিডার বদরুল আলমসহ মুক্তিযোদ্ধা পাইলটরা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পাকিস্তানি তেলের ডিপোতে সফল হামলা চালান।
-
এই আক্রমণ পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ও রসদ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে।
-
স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান হামলা হিসেবে এটি এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মাইলফলক।
-
সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বিবিসি নিউজ
0
Updated: 2 months ago
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরে যুদ্ধ করেন?
Created: 3 months ago
A
৪নং
B
৮নং
C
৭নং
D
২নং
মুক্তিযুদ্ধ সেক্টর:
- ল্যান্স নায়েকমুন্সী আব্দুর রব- ১নং সেক্টর।
- সিপাহি মোস্তফা কামাল- ২নং সেক্টর।
- স্কোয়াড্রন ইন্জিনিয়ার রুহুল আমিন- ১০নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ- ৮নং সেক্টর।
- সিপাহি হামিদুর রহমান- ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গির- ৭নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান- কোনো সেক্টরে ছিলেন না।
0
Updated: 3 months ago