What does the skylark symbolize in the poem?
A
Freedom and inspiration
B
Power and ambition
C
Suffering and sadness
D
Death
উত্তরের বিবরণ
In Shelley's poem, the skylark is a powerful symbol representing freedom and inspiration, যা মানুষের সীমাবদ্ধতার বাইরে থাকে এবং শিল্পীকে অনুপ্রেরণা দেয়।
-
Freedom: The skylark represents a kind of absolute freedom যা মানুষ কখনও পুরোপুরি অর্জন করতে পারে না।
-
Physical Freedom: এটি "higher still and higher" উড়ে, অর্থাৎ পৃথিবীর সীমাবদ্ধতার বাইরে চলে যায়।
-
Spiritual/Emotional Freedom: এর গানকে "unpremeditated art" হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি খাঁটি, আনন্দময় এবং মানব জীবনের উদ্বেগ থেকে মুক্ত। পাখিটি কখনও "look before and after, / And pine for what is not" করে না। এটি পুরোপুরি বর্তমান মুহূর্তের আনন্দে থাকে।
-
-
Inspiration: বক্তা skylark-কে ultimate poet বা muse হিসেবে দেখেন। তার সুন্দর গানের প্রতি অনুপ্রেরণা ও বিস্ময় এত বড় যে তিনি পুরো কবিতাটি সেই উৎস বোঝার জন্য উৎসর্গ করেছেন। শেষ স্তবকে তিনি সরাসরি পাখিটির কাছে অনুরোধ করছেন:
"Teach me half the gladness
That thy brain must know,
Such harmonious madness
From my lips would flow
The world should listen then, as I am listening now." -
বক্তার বিশ্বাস, যদি তিনি skylark-এর খাঁটি আনন্দের fraction-ও ধরতে পারেন, তিনি এমন কবিতা রচনা করতে পারবেন যা পুরো পৃথিবীকে মুগ্ধ করবে। এই পাখি শিল্পীকে অনুপ্রেরণা দেওয়ার চূড়ান্ত প্রতীক।

0
Updated: 21 hours ago
What role does the West Wind play for Shelley’s poetry?
Created: 1 month ago
A
It silences his voice
B
It inspires and spreads his words
C
It destroys his art
D
It hides his songs
West Wind কবির কবিতাকে শক্তি দেয় এবং মানবজাতির মধ্যে ছড়িয়ে দেয়। Shelley চান তার মৃত চিন্তাগুলো বাতাস ছড়িয়ে দিক, যেন তা নতুন জন্ম আনে। West Wind এখানে কবির কণ্ঠকে ভবিষ্যদ্বাণীর তূর্য হিসেবে উপস্থাপন করে।

0
Updated: 1 month ago
What figure of speech is in “Destroyer and Preserver”?
Created: 1 month ago
A
Simile
B
Oxymoron
C
Alliteration
D
Personification
“Destroyer and Preserver” হলো একটি Oxymoron। এখানে দুটি বিপরীতার্থক ধারণা পাশাপাশি রাখা হয়েছে। পশ্চিম বাতাস একদিকে মৃত পাতাকে ধ্বংস করে, অন্যদিকে বীজকে সংরক্ষণ করে রাখে। এই দ্বৈত ভূমিকা প্রকৃতির শাশ্বত নিয়মকে তুলে ধরে—ধ্বংস ছাড়া সৃষ্টি নেই।

2
Updated: 1 month ago
What does Shelley say about human laughter?
Created: 1 month ago
A
It is pure joy
B
It is always mixed with some pain
C
It is artificial
D
It is divine
Shelley বলেন, মানুষের আন্তরিক হাসিও যন্ত্রণার সঙ্গে মিশ্রিত। আমাদের সুখের ভেতরেও সবসময় বেদনার ছায়া থাকে। এটাই মানুষের জীবনের ট্র্যাজেডি।

0
Updated: 1 month ago