What is the main theme of To a Skylark?
A
War and heroism
B
The beauty and perfection of nature
C
The limitations of human life compared to nature’s beauty
D
Love and romance
উত্তরের বিবরণ
"To a Skylark"কবিতাটি অবশ্যই প্রকৃতির সৌন্দর্য ও পরিপূর্ণতার উদযাপন, কিন্তু এর মূল এবং সবচেয়ে শক্তিশালী বিষয়টি আসে সেই বিপর্যয় থেকে যা কবি আকাশচড়ার (skylark) সঙ্গে মানুষের তুলনা করে দেখিয়েছেন।
-
আকাশচড়ার পরিপূর্ণতা: কবি আকাশচড়াকে "blithe Spirit" হিসেবে দেখেছেন, যা খাঁটি, বিনা দুঃখবোধের আনন্দের প্রতীক। এর গান সহজ, নিখুঁত এবং কোনো কষ্ট বা ভোগান্তির স্মৃতিতে আক্রান্ত নয়। এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিপূর্ণতার অবস্থায় আছে।
-
মানব সীমাবদ্ধতা: বিপরীতে, কবি মানব অস্তিত্বকে ব্যথা ও অসম্পূর্ণতায় ভরা হিসেবে বর্ণনা করেছেন। আমরা অতীতের চিন্তায় এবং ভবিষ্যতের উদ্বেগে বেঁধে থাকি ("We look before and after, / And pine for what is not")। এমনকি আমাদের সুখও এক ধরনের দুঃখের ছোঁয়া পায়। এটি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে বিখ্যাত লাইনে:
"Our sweetest songs are those that tell of saddest thought." -
কবির চূড়ান্ত ইচ্ছা হলো আকাশচড়ার খাঁটি আনন্দের রহস্য শেখা, যা মানুষের স্বাভাবিকভাবে অর্জন করা সম্ভব নয়।
সুতরাং, কবিতার মূল মনোযোগ হলো আকাশচড়ার নিখুঁততা ব্যবহার করে মানুষের অন্তর্নিহিত সীমাবদ্ধতা এবং দুঃখের বিষয়গুলো অন্বেষণ করা। সঠিক উত্তর হলো (C) মানুষের জীবনের সীমাবদ্ধতা বনাম প্রকৃতির সৌন্দর্য (The limitations of human life compared to nature’s beauty)।
0
Updated: 1 month ago
A famous ode, 'Ode to the West Wind' was written by -
Created: 1 month ago
A
W.B. Yeats
B
P.B. Shelley
C
T.S. Eliot
D
John Keats
Ode to the West Wind কবিতাটি রচনা করেছেন P.B. Shelley এবং এটি ১৮২০ সালে প্রকাশিত হয়। কবিতায় Shelley West Wind-এর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন এবং তার প্রলয়ংকারী ক্ষমতা ও বৈপ্লবিক শক্তিকে সমাদর করেছেন। কবিতার লেখা স্থান হলো Cascine wood near Florence, Italy। কিছু মতামত অনুযায়ী, Shelley এই কবিতা তার পুত্র William-এর মৃত্যুশোকে লিখেছিলেন। কবিতায় passionate language এবং symbolic imagery-এর অনন্য ব্যবহার লক্ষ্য করা যায়, যা বৈপ্লবিক চিন্তা এবং আশাবাদের প্রকাশ।
• Ode to the West Wind:
-
প্রকাশ: ১৮২০
-
প্রধান বিষয়: West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতা ও বৈপ্লবিক শক্তি
-
লেখা স্থান: Cascine wood near Florence, Italy
-
কিছু মতে, লেখা হয়েছিল Shelley-এর পুত্র William-এর মৃত্যুশোকে
-
বিখ্যাত লাইন: “If Winter comes, can Spring be far behind?”
• P.B. Shelley:
-
একজন English Romantic poet
-
তিনি ব্যক্তিগত ভালোবাসা ও সামাজিক ন্যায়ের প্রতি তার passionate অনুসন্ধানকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন
-
সাহিত্যে তিনি ইংরেজির অন্যতম শ্রেষ্ঠ কবিদের মধ্যে গণ্য
-
Best works (Poems): Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago
Which celestial body is said to narrow its lamp at dawn?
Created: 2 months ago
A
The Sun
B
The Moon
C
A Star
D
Jupiter
Shelley বলেছেন, চাঁদের তীব্র আলো ভোরের সাথে ক্ষীণ হয়ে আসে—“Whose intense lamp narrows / In the white dawn clear।” এটি বোঝায়, Skylark-এর গানও কখনও অদৃশ্য হলেও টিকে থাকে, যেমন চাঁদ দিনের আলোয় অদৃশ্য হলেও বাস্তবে থাকে। এর দ্বারা কবি অদৃশ্য সৌন্দর্যের উপস্থিতি বোঝাতে চেয়েছেন।
3
Updated: 2 months ago
"Cythna" and "Laon" are characters from which poetic work of P. B. Shelley?
Created: 2 months ago
A
Prometheus Unbound
B
Queen Mab
C
The Revolt of Islam
D
Adonais
• The required answer is - The Revolt of Islam
• Cythna and Laon:
-
Characters from Percy Bysshe Shelley’s The Revolt of Islam (1818).
-
Originally published in 1817 as Laon and Cythna: or The Revolution in the Golden City, A Vision of the Nineteenth Century.
-
The poem is an epic political work in twelve cantos, where Laon and Cythna embody love and revolutionary ideals, opposing a tyrannical ruler and striving for a just and free society.
• Percy Bysshe Shelley:
-
A Romantic poet, also known as the Revolutionary Poet and Lyrical Poet.
-
Notable works include:
-
Adonais
-
Prometheus Unbound
-
A Defense of Poetry
-
Ode to the West Wind
-
To a Skylark
-
The Revolt of Islam
-
Alastor
-
Ozymandias
-
Queen Mab
-
The Cloud
-
Music
-
The Mask of Anarchy
-
1
Updated: 2 months ago