What does the last line of "Ode to the West Wind" - "If Winter comes, can Spring be far behind?" - suggest?
A
Winter will last forever.
B
The west wind will never stop blowing
C
Spring will come soon after winter.
D
The seasons will become unpredictable.
উত্তরের বিবরণ
এই বিখ্যাত শেষ লাইনটি একটি রিটোরিক্যাল প্রশ্ন, যা কবিতার মূল থিম—আশা এবং পুনর্জীবনের ধারণা—কে সংক্ষেপে উপস্থাপন করে।
-
লিটারাল অর্থ: প্রকৃতির জগতে ঋতুগুলো একটি নির্দিষ্ট চক্রে চলতে থাকে। শীতের পর সবসময় বসন্ত আসে। এই লাইনটি সেই অচল সত্যটিকে নিশ্চিত করে।
-
রূপক অর্থ: এই লাইন শুধুমাত্র আবহাওয়ার কথা বলছে না। এখানে "শীত" চিহ্নিত করে কঠিন সময়, হতাশা, অবনতি বা সৃজনশীল স্থবিরতা, যা ব্যক্তিগত জীবনে বা সমাজে ঘটতে পারে। "বসন্ত" নির্দেশ করে পুনর্জন্ম, নতুন জীবন, বিপ্লব এবং আশা।
কবিতার শেষ এই প্রশ্ন দ্বারা, শেলি তার ব্যক্তিগত কষ্টকে একটি সর্বজনীন আশাবাদী বার্তায় রূপান্তরিত করেছেন।
তিনি বোঝান যে, বর্তমান মুহূর্ত যত কঠিন বা অন্ধকারময়ই হোক না কেন (শীত), তা পুনর্নবীকরণের সময়ের (বসন্ত) জন্য অপরিহার্য, যা অবশ্যই অনুসরণ করবে।

0
Updated: 21 hours ago
Who wrote To a Skylark?
Created: 1 month ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge

0
Updated: 1 month ago
Who is the author of "Prometheus Unbound"?
Created: 3 weeks ago
A
William Wordsworth
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
Percy Bysshe Shelley ও Prometheus Unbound
Prometheus Unbound:
-
এটি পার্সি বিসশে শেলির লেখা একটি লিরিক্যাল নাটক।
-
নাটকটি চারটি অংশে বিভক্ত এবং 1820 সালে প্রকাশিত হয়।
-
শেলির প্রধান রচনাগুলোর মধ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
রচনায় কবি তাঁর কাব্যিক দক্ষতা ও রাজনৈতিক চিন্তার সমন্বয় দেখিয়েছেন।
-
কাহিনী: প্রমিথিউস তার শাসক জুপিটার এবং অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Shelley ছিলেন ইংরেজি সাহিত্যের Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
তিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি আবেগময় অনুসন্ধান তাঁর কবিতায় রূপান্তরিত করেছিলেন।
-
Shelley-এর কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Epipsychidion (poem)
-
Hymn to Intellectual Beauty (poem)
-
Mont Blanc (poem)
-
Ode to the West Wind (poem)
-
Ozymandias (poem)
-
Peter Bell the Third (book)
-
Prometheus Unbound (lyrical drama)
-
Queen Mab (poem)
-
Rosalind and Helen (poem)
-
The Cenci (play)
-
The Cloud (poem)
-
The Masque of Anarchy (poem)
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago
How many cantos are there in the poem?
Created: 1 month ago
A
3
B
4
C
5
D
6
“Ode to the West Wind” মোট ৫টি canto-তে বিভক্ত। প্রতিটি canto-তে ১৪টি লাইন আছে, ফলে পুরো কবিতায় মোট ৭০ লাইন। এই গঠন কবিতাকে একদিকে sonnet sequence-এর মতো, অন্যদিকে Ode-এর মতো গম্ভীর করে তুলেছে।

0
Updated: 1 month ago