Describe the rhyme scheme of "Ode to The West Wind"-
A
The poem follows the pattern ABAB
B
The poem does not rhyme
C
The poem's rhyme scheme is best illustrated as AABB
D
The middle line of each stanza provides the rhyme for the first and third lines of the next stanza
উত্তরের বিবরণ
"Ode to the West Wind" কবিতাটি একটি বিশেষ ধরণের ছন্দভঙ্গিতে লেখা, যা terza rima নামে পরিচিত। এটি তিন লাইনের স্টাঞ্জা বা ছন্দবদ্ধ পংক্তি নিয়ে গঠিত এবং এর একটি নির্দিষ্ট, interlocking rhyme scheme থাকে।
-
প্রথম চারটি স্টাঞ্জার জন্য ছন্দের প্যাটার্ন হলো ABA BCB CDC DED।
-
প্রতিটি স্টাঞ্জার প্রথম ও তৃতীয় লাইন একে অপরের সাথে ছন্দ মিলায়।
-
স্টাঞ্জারটির মধ্যবর্তী লাইন পরবর্তী স্টাঞ্জারটির প্রথম ও তৃতীয় লাইনের সাথে মিলিয়ে একটি chain-like effect তৈরি করে, যা কবিতার গতিকে এগিয়ে নিয়ে যায়।
-
কবিতার শেষ অংশে একটি ছন্দযুক্ত rhyming couplet (EE) থাকে।
-
তাই, পাঁচটি অংশের সম্পূর্ণ ছন্দপ্যাটার্ন হলো ABA BCB CDC DED EE।

0
Updated: 21 hours ago
Why does the speaker call the skylark a "blithe Spirit"?
Created: 14 hours ago
A
Because it is happy and carefree
B
Because it represents physical beauty
C
Because it exists only in the poet’s imagination
D
Because it is a symbol of melancholy
"blithe" শব্দের মানে হলো joyous, happy এবং carefree—অর্থাৎ এক ধরনের casual cheerfulness। কবিতার প্রথম লাইন থেকেই স্পিকার Skylark-এর এই বিশেষ গুণকে তুলে ধরেছেন।
-
Blithe শব্দের অর্থ হলো joyous, happy এবং carefree, অর্থাৎ এমন এক ধরনের আনন্দ যা casual cheerfulness প্রকাশ করে।
-
কবিতার শুরুতেই, "Hail to thee, blithe Spirit!" লাইনটি Skylark-এর pure, unadulterated joy প্রকাশ করে।
-
পুরো কবিতাটি আসলে Skylark-এর happiness নিয়ে একটি exploration, যেখানে স্পিকার মানুষের pain এবং worry-এর সঙ্গে এর contrast করেছেন।
-
Skylark-এর song-কে তিনি "unpremeditated art" বলেছেন, যা তার pure gladness থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়।
-
মানুষের জীবন এর বিপরীতে এমন যে, তারা সবসময় "look before and after, / And pine for what is not", অর্থাৎ অতীত–ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং যা নেই তার জন্য হাহুতাশ করে।
-
তাই Skylark-কে "blithe Spirit" বলা তার carefree এবং ecstatic happiness-এর প্রতীক হিসেবে perfectly উপযুক্ত।

0
Updated: 14 hours ago
What tone best describes the poem?
Created: 1 month ago
A
Celebratory
B
Melancholic yet hopeful
C
Comic
D
Neutral
পুরো কবিতায় দুঃখ ও বিষণ্নতার ছাপ আছে—Shelley নিজেকে দুর্বল, আঘাতপ্রাপ্ত এবং হতাশ বলে তুলে ধরেছেন। কিন্তু শেষ লাইনে তিনি আশার আলো দেখান: শীতের পরেই বসন্ত আসবেই। ফলে সুরটি বিষণ্ন হলেও আশাবাদী।

1
Updated: 1 month ago
What instrument does Shelley want to become in Canto V?
Created: 1 month ago
A
A flute
B
A lyre
C
A trumpet
D
A harp
Shelley পশ্চিম বাতাসকে বলেন, “Make me thy lyre, even as the forest is”। বনভূমি যেমন বাতাসের বাদ্যযন্ত্র হয়, তেমনি তিনি চান বাতাস তার মনকেও বাদ্যযন্ত্রে রূপ দিক। Lyre এখানে কবির কণ্ঠ ও সৃষ্টিশীলতার প্রতীক।

1
Updated: 1 month ago