Describe the rhyme scheme of "Ode to The West Wind"-
A
The poem follows the pattern ABAB
B
The poem does not rhyme
C
The poem's rhyme scheme is best illustrated as AABB
D
The middle line of each stanza provides the rhyme for the first and third lines of the next stanza
উত্তরের বিবরণ
"Ode to the West Wind" কবিতাটি একটি বিশেষ ধরণের ছন্দভঙ্গিতে লেখা, যা terza rima নামে পরিচিত। এটি তিন লাইনের স্টাঞ্জা বা ছন্দবদ্ধ পংক্তি নিয়ে গঠিত এবং এর একটি নির্দিষ্ট, interlocking rhyme scheme থাকে।
-
প্রথম চারটি স্টাঞ্জার জন্য ছন্দের প্যাটার্ন হলো ABA BCB CDC DED।
-
প্রতিটি স্টাঞ্জার প্রথম ও তৃতীয় লাইন একে অপরের সাথে ছন্দ মিলায়।
-
স্টাঞ্জারটির মধ্যবর্তী লাইন পরবর্তী স্টাঞ্জারটির প্রথম ও তৃতীয় লাইনের সাথে মিলিয়ে একটি chain-like effect তৈরি করে, যা কবিতার গতিকে এগিয়ে নিয়ে যায়।
-
কবিতার শেষ অংশে একটি ছন্দযুক্ত rhyming couplet (EE) থাকে।
-
তাই, পাঁচটি অংশের সম্পূর্ণ ছন্দপ্যাটার্ন হলো ABA BCB CDC DED EE।
0
Updated: 1 month ago
Shelley compares the West Wind to—
Created: 2 months ago
A
A gentle mother
B
A destroyer and preserver
C
A silent shadow
D
A raging fire
শেলি বলেন পশ্চিমা হাওয়া মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় (ধ্বংসকারী), আবার নতুন জীবনের বীজ ছড়িয়ে দেয় (রক্ষাকারী)। এটি ধ্বংস আর পুনর্জন্মের প্রতীক।
0
Updated: 2 months ago
What does the Skylark pour from its heart?
Created: 2 months ago
A
Wisdom
B
Melody
C
Profuse strains of unpremeditated art
D
Sacred Hymns
Shelley বলেছেন, Skylark তার পূর্ণ হৃদয় থেকে ঢেলে দেয় “profuse strains of unpremeditated art।” অর্থাৎ, তার গান পরিকল্পনা করে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। এই সঙ্গীত প্রাকৃতিক, খাঁটি এবং নিখুঁত।
এখানে পাখির গান মানুষের কবিতা বা শিল্পের থেকেও ঊর্ধ্বে রাখা হয়েছে, কারণ এটি একেবারেই প্রাকৃতিক এবং অনায়াস। এতে বোঝানো হয়েছে যে সত্যিকারের শিল্প আসে স্বাভাবিক অনুপ্রেরণা থেকে, কৃত্রিম প্রচেষ্টা থেকে নয়।
2
Updated: 2 months ago
What is the Skylark compared to in stanza 4?
Created: 2 months ago
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।
2
Updated: 2 months ago