Which of the following is NOT a way that the speaker describes the wind in "Ode to The West Wind"?
A
Uncontrollable
B
Wild spirit
C
Tranquil one
D
Destroyer and preserver
উত্তরের বিবরণ
কবিতায় বায়ুকে একটি অবাধ ও বন্য আত্মা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কবি বায়ুকে সরাসরি "Wild Spirit, which art moving everywhere" বলে উল্লেখ করেছেন।
এছাড়া তাকে “tameless, and swift, and proud” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার নিয়ন্ত্রণহীন ও স্বাধীন প্রকৃতিকে ফুটিয়ে তোলে।
-
ধ্বংসকারী ও রক্ষক: কবিতার কেন্দ্রীয় থিম হলো বায়ুর এই দ্বৈত প্রকৃতি। কবি বায়ুকে সরাসরি “Destroyer and preserver” হিসেবে উল্লেখ করেছেন। এটি ধ্বংসকারী কারণ এটি শরতের মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় এবং ঝড় তুলে আনে। এটি রক্ষক কারণ এটি বীজ ছড়িয়ে দেয়, যা বসন্তে ফোটা দেয় এবং নতুন জীবনের সূত্রপাত ঘটায়।
-
শান্তিপ্রিয় নয়: এই বর্ণনা "Ode to the West Wind"-এ বায়ুর উপস্থাপনার সঙ্গে বিপরীত। কবিতাটি বায়ুর তীব্র, শক্তিশালী এবং উন্মত্ত শক্তিকে কেন্দ্র করে লেখা। কবি এর শক্তি এবং পরিবর্তনের ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল। অন্য কবিতায় হয়তো বায়ুকে কোমল বা শান্তিপ্রিয় হিসেবে দেখানো হতে পারে, কিন্তু শেলির এই ওডে বায়ুর অপরাজেয় এবং গতিশীল শক্তিই প্রধান ফোকাস।

0
Updated: 21 hours ago
Which human songs are considered inferior to Skylark’s?
Created: 1 month ago
A
Hymns of sorrow
B
Chorus hymeneal and triumphal chants
C
War cries
D
Lullabies
Shelley বলেন, বিবাহের সঙ্গীত (chorus hymeneal) এবং বিজয়সঙ্গীত (triumphal chant) Skylark-এর গানের কাছে তুচ্ছ। এগুলো মানুষের আনন্দ প্রকাশ করলেও তাতে একধরনের অপূর্ণতা থাকে। Skylark-এর গান নিখুঁত ও সীমাহীন আনন্দের প্রতীক।

1
Updated: 1 month ago
What instrument does Shelley want to become in Canto V?
Created: 1 month ago
A
A flute
B
A lyre
C
A trumpet
D
A harp
Shelley পশ্চিম বাতাসকে বলেন, “Make me thy lyre, even as the forest is”। বনভূমি যেমন বাতাসের বাদ্যযন্ত্র হয়, তেমনি তিনি চান বাতাস তার মনকেও বাদ্যযন্ত্রে রূপ দিক। Lyre এখানে কবির কণ্ঠ ও সৃষ্টিশীলতার প্রতীক।

1
Updated: 1 month ago
‘If Winter comes, can Spring be far behind?’ – Who wrote this?
Created: 1 month ago
A
William Blake
B
S. T. Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি হলেন Percy Bysshe Shelley (P.B. Shelley)। তাঁকে বলা হয়- Revolutionary poet, poet of Hope and Regeneration If Winter comes, can Spring be far behind? উদ্ধৃতি তাঁর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে উদ্ধৃত।

0
Updated: 1 month ago