Which of the following is NOT a way that the speaker describes the wind in "Ode to The West Wind"?
A
Uncontrollable
B
Wild spirit
C
Tranquil one
D
Destroyer and preserver
উত্তরের বিবরণ
কবিতায় বায়ুকে একটি অবাধ ও বন্য আত্মা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কবি বায়ুকে সরাসরি "Wild Spirit, which art moving everywhere" বলে উল্লেখ করেছেন।
এছাড়া তাকে “tameless, and swift, and proud” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার নিয়ন্ত্রণহীন ও স্বাধীন প্রকৃতিকে ফুটিয়ে তোলে।
-
ধ্বংসকারী ও রক্ষক: কবিতার কেন্দ্রীয় থিম হলো বায়ুর এই দ্বৈত প্রকৃতি। কবি বায়ুকে সরাসরি “Destroyer and preserver” হিসেবে উল্লেখ করেছেন। এটি ধ্বংসকারী কারণ এটি শরতের মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় এবং ঝড় তুলে আনে। এটি রক্ষক কারণ এটি বীজ ছড়িয়ে দেয়, যা বসন্তে ফোটা দেয় এবং নতুন জীবনের সূত্রপাত ঘটায়।
-
শান্তিপ্রিয় নয়: এই বর্ণনা "Ode to the West Wind"-এ বায়ুর উপস্থাপনার সঙ্গে বিপরীত। কবিতাটি বায়ুর তীব্র, শক্তিশালী এবং উন্মত্ত শক্তিকে কেন্দ্র করে লেখা। কবি এর শক্তি এবং পরিবর্তনের ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল। অন্য কবিতায় হয়তো বায়ুকে কোমল বা শান্তিপ্রিয় হিসেবে দেখানো হতে পারে, কিন্তু শেলির এই ওডে বায়ুর অপরাজেয় এবং গতিশীল শক্তিই প্রধান ফোকাস।
0
Updated: 1 month ago
Who wrote Ode to the West Wind?
Created: 3 months ago
A
Samuel Taylor Coleridge
B
John Keats
C
William Wordsworth
D
Percy Bysshe Shelley
0
Updated: 3 months ago
What is the full title of Percy Bysshe Shelley’s poem "Queen Mab"?
Created: 1 month ago
A
Queen Mab
B
Queen Mab, the Fairy Tale
C
Queen Mab, a Philosophical Poem: With Notes
D
Queen Mab and Other Poems
Queen Mab
-
পূর্ণ শিরোনাম: "Queen Mab, a Philosophical Poem: With Notes"।
-
এটি Romantic কবি Percy Bysshe Shelley-এর লেখা।
-
১৮১৩ সালে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে প্রাথমিকভাবে বেনামে প্রকাশিত হয়।
-
Shelley-এর প্রথম গুরুত্বপূর্ণ কবিতা। পরে ১৮১৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত।
-
কবিতাটি নয়টি Cantos-এ বিভক্ত এবং blank verse-এ রচিত।
-
কাহিনী সংক্ষেপ: Queen Mab, fairies-এর শাসিকা, Ianthe-এর আত্মাকে সময় ও স্থান জুড়ে নিয়ে যায় এবং মানবজাতির বিভিন্ন ভুল ও দোষ প্রদর্শন করে।
উক্তি:
-
"The more we study, the more we discover our ignorance."
Percy Bysshe Shelley (1792–1822):
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড; পড়াশোনা: Oxford University।
-
১৮১১ সালে "The necessity of Atheism" পুস্তিকার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।
-
গণ্য হন Revolutionary poet এবং poet of Hope and Regeneration হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
নাটক: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago
The theme of "the power of nature" is shown through the wind's influence over what?
Created: 1 month ago
A
Only the land
B
Only the sea
C
Land, sky, and sea
D
Only the clouds
Percy Bysshe Shelley-এর "Ode to the West Wind" কবিতায় প্রকৃতির শক্তি কিভাবে কাজ করে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে West Wind-এর মাধ্যমে। কবিতার প্রথম তিনটি canto ধাপে ধাপে দেখায় যে কীভাবে এই বায়ু প্রকৃতির তিনটি প্রধান ক্ষেত্রকে প্রভাবিত করে।
-
Land: প্রথম canto-তে, West Wind মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় এবং মাটির নিচে বীজগুলোকে সংরক্ষণ করে। এটি প্রমাণ করে যে বাতাস শুধু ধ্বংসকেই নয়, বরং নতুন জীবন ও পুনর্জন্মের উপাদানও বহন করে।
-
Sky: দ্বিতীয় canto-তে, বাতাস মেঘকে পরিচালনা করে এবং বজ্রসহ ঝড় নিয়ে আসে। এই অংশে দেখা যায় কিভাবে বাতাস আকাশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক শক্তির দাপট প্রদর্শন করে।
-
Sea: তৃতীয় canto-তে, বাতাস Mediterranean সমুদ্রকে তার গ্রীষ্মের নিদ্রা থেকে জাগ্রত করে এবং Atlantic Ocean-এর গভীরে উত্তেজনা তৈরি করে। এটি সমুদ্রের গতিশীলতা এবং বিশাল শক্তির প্রতিফলন।
এভাবে, কবি দেখাতে চেয়েছেন যে West Wind-এর শক্তি ভূমি, আকাশ এবং সমুদ্র—এই তিনটি প্রাকৃতিক জগৎকে প্রভাবিত করে, যা প্রকৃতির সর্বজনীন শক্তির প্রতীক।
0
Updated: 1 month ago