The theme of "the power of nature" is shown through the wind's influence over what?
A
Only the land
B
Only the sea
C
Land, sky, and sea
D
Only the clouds
উত্তরের বিবরণ
Percy Bysshe Shelley-এর "Ode to the West Wind" কবিতায় প্রকৃতির শক্তি কিভাবে কাজ করে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে West Wind-এর মাধ্যমে। কবিতার প্রথম তিনটি canto ধাপে ধাপে দেখায় যে কীভাবে এই বায়ু প্রকৃতির তিনটি প্রধান ক্ষেত্রকে প্রভাবিত করে।
-
Land: প্রথম canto-তে, West Wind মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় এবং মাটির নিচে বীজগুলোকে সংরক্ষণ করে। এটি প্রমাণ করে যে বাতাস শুধু ধ্বংসকেই নয়, বরং নতুন জীবন ও পুনর্জন্মের উপাদানও বহন করে।
-
Sky: দ্বিতীয় canto-তে, বাতাস মেঘকে পরিচালনা করে এবং বজ্রসহ ঝড় নিয়ে আসে। এই অংশে দেখা যায় কিভাবে বাতাস আকাশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক শক্তির দাপট প্রদর্শন করে।
-
Sea: তৃতীয় canto-তে, বাতাস Mediterranean সমুদ্রকে তার গ্রীষ্মের নিদ্রা থেকে জাগ্রত করে এবং Atlantic Ocean-এর গভীরে উত্তেজনা তৈরি করে। এটি সমুদ্রের গতিশীলতা এবং বিশাল শক্তির প্রতিফলন।
এভাবে, কবি দেখাতে চেয়েছেন যে West Wind-এর শক্তি ভূমি, আকাশ এবং সমুদ্র—এই তিনটি প্রাকৃতিক জগৎকে প্রভাবিত করে, যা প্রকৃতির সর্বজনীন শক্তির প্রতীক।
0
Updated: 1 month ago
Which emotions are absent from Skylark’s song?
Created: 2 months ago
A
Fear, anger, and hatred
B
Languor, annoyance, and satiety
C
Love, hope, and joy
D
Pain, tears, and sorrow
Shelley বলেন, Skylark-এর গানে ক্লান্তি (languor), অসন্তোষ (annoyance), আর তৃপ্তিহীনতার বেদনা (satiety) নেই। তার গান একেবারেই খাঁটি আনন্দের প্রতীক। এটি মানুষের জীবনের বিপরীত, যেখানে দুঃখ সবসময় আনন্দের সঙ্গে মিশে থাকে।
2
Updated: 2 months ago
What does Shelley say about human laughter?
Created: 2 months ago
A
It is pure joy
B
It is always mixed with some pain
C
It is artificial
D
It is divine
Shelley বলেন, মানুষের আন্তরিক হাসিও যন্ত্রণার সঙ্গে মিশ্রিত। আমাদের সুখের ভেতরেও সবসময় বেদনার ছায়া থাকে। এটাই মানুষের জীবনের ট্র্যাজেডি।
0
Updated: 2 months ago
Who is the author of "Prometheus Unbound"?
Created: 2 months ago
A
William Wordsworth
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
Percy Bysshe Shelley ও Prometheus Unbound
Prometheus Unbound:
-
এটি পার্সি বিসশে শেলির লেখা একটি লিরিক্যাল নাটক।
-
নাটকটি চারটি অংশে বিভক্ত এবং 1820 সালে প্রকাশিত হয়।
-
শেলির প্রধান রচনাগুলোর মধ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
রচনায় কবি তাঁর কাব্যিক দক্ষতা ও রাজনৈতিক চিন্তার সমন্বয় দেখিয়েছেন।
-
কাহিনী: প্রমিথিউস তার শাসক জুপিটার এবং অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Shelley ছিলেন ইংরেজি সাহিত্যের Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
তিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি আবেগময় অনুসন্ধান তাঁর কবিতায় রূপান্তরিত করেছিলেন।
-
Shelley-এর কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Epipsychidion (poem)
-
Hymn to Intellectual Beauty (poem)
-
Mont Blanc (poem)
-
Ode to the West Wind (poem)
-
Ozymandias (poem)
-
Peter Bell the Third (book)
-
Prometheus Unbound (lyrical drama)
-
Queen Mab (poem)
-
Rosalind and Helen (poem)
-
The Cenci (play)
-
The Cloud (poem)
-
The Masque of Anarchy (poem)
উৎস: Britannica
0
Updated: 2 months ago