What is a central theme of "Ode to the West Wind"?
A
The beauty of a calm summer day
B
The cycle of death and rebirth
C
The importance of industrial progress
D
The celebration of monarchy
উত্তরের বিবরণ
The poem "Ode to the West Wind" মূলত প্রকৃতির ধ্বংস এবং সৃষ্টি (destruction and creation) চক্রকে কেন্দ্র করে আবর্তিত।
কবি পশ্চিম বায়ুকে (West Wind) উভয় ভূমিকায় দেখেছেন—একদিকে এটি ধ্বংসকারী (destroyer) এবং অন্যদিকে রক্ষাকারী (preserver)।
-
পশ্চিম বাতাস মৃত পাতাগুলো (dead leaves) উড়িয়ে নিয়ে যায়, যা মৃত্যু (death) কে প্রতীক করে।
-
একই বাতাস বীজ (seeds) ছড়িয়ে দেয়, যা বসন্তে (spring) নতুন জীবন নিয়ে আসে এবং পুনর্জন্ম (rebirth) নির্দেশ করে।
-
কবি এই প্রাকৃতিক চক্র ব্যবহার করে নিজের বিপ্লবী চিন্তাভাবনার পুনর্জাগরণের (rejuvenation of revolutionary ideas) ইচ্ছা প্রকাশ করেছেন।
-
কবিতার বিখ্যাত শেষ লাইন, "If Winter comes, can Spring be far behind?" সরাসরি এই শক্তিশালী মৃত্যু এবং পুনর্জন্মের চক্র (cycle of death and rebirth) কে নির্দেশ করছে।
0
Updated: 1 month ago
What instrument does Shelley want to become in Canto V?
Created: 2 months ago
A
A flute
B
A lyre
C
A trumpet
D
A harp
Shelley পশ্চিম বাতাসকে বলেন, “Make me thy lyre, even as the forest is”। বনভূমি যেমন বাতাসের বাদ্যযন্ত্র হয়, তেমনি তিনি চান বাতাস তার মনকেও বাদ্যযন্ত্রে রূপ দিক। Lyre এখানে কবির কণ্ঠ ও সৃষ্টিশীলতার প্রতীক।
1
Updated: 2 months ago
What figure of speech is in “Each like a corpse within its grave”?
Created: 2 months ago
A
Simile
B
Personification
C
Hyperbole
D
Alliteration
Shelley বীজকে তুলনা করেছেন মৃতদেহের সঙ্গে, যারা কবরের ভেতরে শুয়ে থাকে—“Each like a corpse within its grave।” এটি একটি Simile। বীজগুলো শীতে মাটির নিচে পড়ে থাকে নিস্তব্ধ ও নিষ্প্রাণ অবস্থায়। কিন্তু বসন্ত এলে সেই বীজ আবার জন্ম নেয়। এভাবে কবি মৃত্যুর ভেতরেও নতুন জীবনের সম্ভাবনা দেখিয়েছেন। এটি শুধু প্রকৃতির চক্র নয়, মানুষের জীবনের দুঃখ ও পুনর্জাগরণের প্রতীকও।
0
Updated: 2 months ago
What is the full title of Percy Bysshe Shelley’s poem "Queen Mab"?
Created: 1 month ago
A
Queen Mab
B
Queen Mab, the Fairy Tale
C
Queen Mab, a Philosophical Poem: With Notes
D
Queen Mab and Other Poems
Queen Mab
-
পূর্ণ শিরোনাম: "Queen Mab, a Philosophical Poem: With Notes"।
-
এটি Romantic কবি Percy Bysshe Shelley-এর লেখা।
-
১৮১৩ সালে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে প্রাথমিকভাবে বেনামে প্রকাশিত হয়।
-
Shelley-এর প্রথম গুরুত্বপূর্ণ কবিতা। পরে ১৮১৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত।
-
কবিতাটি নয়টি Cantos-এ বিভক্ত এবং blank verse-এ রচিত।
-
কাহিনী সংক্ষেপ: Queen Mab, fairies-এর শাসিকা, Ianthe-এর আত্মাকে সময় ও স্থান জুড়ে নিয়ে যায় এবং মানবজাতির বিভিন্ন ভুল ও দোষ প্রদর্শন করে।
উক্তি:
-
"The more we study, the more we discover our ignorance."
Percy Bysshe Shelley (1792–1822):
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড; পড়াশোনা: Oxford University।
-
১৮১১ সালে "The necessity of Atheism" পুস্তিকার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।
-
গণ্য হন Revolutionary poet এবং poet of Hope and Regeneration হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
নাটক: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago