সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে-
A
ইউএনডিপি
B
বিশ্বব্যাংক
C
ইসলামি উন্নয়ন ব্যাংক
D
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক ১৯৯২ সালে "Governance and Development" বা 'শাসন প্রক্রিয়া ও উন্নয়ন' শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা বিস্তারিতভাবে তুলে ধরেছে। সুশাসন বা Good Governance সম্পর্কে বিশ্বব্যাংক এবং অন্যান্য সংস্থার ভূমিকা নিচের মতো:
-
বিশ্বব্যাংক ও সুশাসন:
-
'সুশাসন' ধারণাটি মূলত বিশ্বব্যাংকের মাধ্যমে প্রচলিত হয়েছে।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় প্রথমবার Good Governance শব্দটি ব্যবহার করা হয়।
-
সমীক্ষায় উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয়, সুশাসনের অভাবই এর মূল কারণ।
-
১৯৯৪ সালে বিশ্বব্যাংক সংজ্ঞায় বলে, 'সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।'
-
২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল।
-
১৯৯২ সালের রিপোর্টে সুশাসনের সংজ্ঞা ও তা প্রয়োগের গুরুত্ব বিশদভাবে আলোচনা করা হয়েছে।
-
-
ইউএনডিপি (UNDP):
-
১৯৯০-এর দশক থেকে সুশাসনের উপর ব্যাপকভাবে কাজ শুরু করে।
-
তাদের প্রতিবেদনে সুশাসনকে টেকসই উন্নয়নের একটি মূল উপাদান হিসেবে চিহ্নিত করা হয়।
-
-
ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB):
-
মূলত ইসলামি অর্থনীতির নীতির ভিত্তিতে সদস্য দেশগুলোর উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে।
-
যদিও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম রয়েছে, সুশাসনের ধারণা প্রথম বিস্তারিতভাবে তুলে ধরার ক্ষেত্রে এর উল্লেখযোগ্য ভূমিকা নেই।
-
-
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International):
-
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়, যা বিশ্বব্যাংকের ১৯৮৯ সালের প্রতিবেদনের পর।
-
মূলত দুর্নীতি প্রতিরোধে মনোযোগী; সুশাসনের ধারণা প্রথমবার প্রকাশের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য নয়।
-

0
Updated: 22 hours ago