IUCN -এর কাজ হলো বিশ্বব্যাপী -
A
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
B
মানবাধিকার সংরক্ষণ করা
C
পানি সম্পদ সংরক্ষণ করা
D
আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
উত্তরের বিবরণ
IUCN অর্থাৎ International Union for the Conservation of Nature, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা বিশ্বের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ করে থাকে। ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউতে
IUCN-এর প্রতিষ্ঠা ঘটে। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের গ্লান্ডে। বর্তমানে IUCN বিশ্বব্যাপী প্রায় ১৭০টিরও বেশি দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।
IUCN-এর মূল লক্ষ্য হলো প্রকৃতির সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। তারা পৃথিবীর বিভিন্ন প্রজাতিকে তাদের অবস্থা অনুযায়ী নয়টি ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করে থাকে, যেগুলো হলো: মূল্যায়ন করা হয়নি, তথ্যের অভাব, সর্বনিম্ন উদ্বেগ, কাছাকাছি হুমকির মধ্যে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতর বিপন্ন, বন্যে বিলুপ্ত এবং সম্পূর্ণ বিলুপ্ত।
তথ্যের উৎস: IUCN-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
'European Free Trade Association' এর সদস্য দেশ কোনটি?
Created: 1 month ago
A
আইসল্যান্ড
B
নরওয়ে
C
সুইজারল্যান্ড
D
উপরোক্ত সবগুলো
EFTA (European Free Trade Association) হলো একটি ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৬০
-
সেক্রেটারিয়েটের সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
অফিসের অবস্থান: ব্রাসেলস ও লুক্সেমবার্গ
-
বর্তমান সদস্য দেশ (সেপ্টেম্বর, ২০২৫): ৪টি
-
আইসল্যান্ড
-
লিচেস্টেন
-
নরওয়ে
-
সুইজারল্যান্ড
-
0
Updated: 1 month ago
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) প্রতিষ্ঠিত হয় কবে?
Created: 1 month ago
A
২০০০ সালে
B
২০০১ সালে
C
২০০২ সালে
D
২০০৩ সালে
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)
পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation (SCO)
প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১
প্রতিষ্ঠাতা দেশসমূহ: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান
সদরদপ্তর: বেইজিং, চীন
বর্তমান সদস্য দেশসমূহ (১০টি): চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুশ
পর্যবেক্ষক দেশ (২টি): আফগানিস্তান, মঙ্গোলিয়া
ডায়লগ পার্টনার (১৪টি): শ্রীলঙ্কা, তুরস্ক, কম্বোডিয়া, আজারবাইজান, নেপাল, আর্মেনিয়া, মিশর, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মিয়ানমার, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত
মূল লক্ষ্যসমূহ:
-
সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব এবং সুপরিচিত প্রতিবেশী সম্পর্ক দৃঢ় করা
-
আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা ও বজায় রাখা
0
Updated: 1 month ago
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
রাশিয়া
C
চীন
D
ইরান
CO শীর্ষ সম্মেলন-২০২৫
-
স্থান ও সময়: চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত, ৩১ আগস্ট - ১ সেপ্টেম্বর, ২০২৫।
-
সংখ্যা ও অংশগ্রহণ: বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
-
প্রধান নেতৃবৃন্দ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
সিদ্ধান্ত ও ঘোষণা: সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন।
-
ঘোষণার বিষয়সমূহ: সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ, ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণ ইত্যাদি।
0
Updated: 1 month ago