A
H. G. Wells
B
George Orwel
C
Thomas Hardy
D
Ernest Hemingway
উত্তরের বিবরণ
• 'A Farewell to Arms' is written by - Ernest Hemingway.
- এটি ১৯২৯ সালে প্রকাশিত তাঁর তৃতীয় novel.
- A Farewell to Arms is particularly notable for its autobiographical elements.
- এই novel এ arms বলতে একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
- The plot is set during the Italian campaign of World War I. First published in 1929, it is a first-person account of an American, Frederic Henry, serving as a lieutenant in the ambulance corps of the Italian Army.
- The title is taken from a poem by the 16th-century English dramatist George Peele.
• A Farewell to Arms এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Lieutenant Frederic Henry (Protagonist)
- Henry Catherine Barkley
- Helen Ferguson
- Lieutenant Rinaldi, etc.
• Ernest Hemingway is an American novelist.
- He was awarded Nobel prize in 1954 for literature.
• His famous novels:
- A Farewell to Arms,
- For Whom The Bell Tolls,
- The Sun Also Rises,
- Death in the Afternoon,
- To Have and Have not.
Source: Britannica.

0
Updated: 2 months ago
What is the synonym of 'Jovial'?
Created: 2 months ago
A
Jolly
B
Gay
C
Jealous
D
Happy
• Jovial এর synonym তিনটিই হয়, তাই একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Jovial (Adjective)English Meaning: Cheerful and friendly
Bangla Meaning: হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ
Option,
- Jolly: happy and smiling: হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠ।
- Happy: feeling, showing, or causing pleasure or satisfaction: ভাগ্যবান; সুখী; তৃপ্ত
- Gay: happy: লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল।
- Jealous: অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ।

0
Updated: 2 months ago
Choose the correct answer. How long did you wait?
Created: 3 months ago
A
Till lunch time.
B
Till he came.
C
Until six o’clock.
D
Since this morning.
প্রশ্নটি ছিল "How long did you wait?"। সঠিক উত্তর "Till he came" (খ)। এখানে "Till" (যতক্ষণ না) ব্যবহার করা হয়েছে, যা একটি সময়কাল নির্দেশ করে, অর্থাৎ আপনি তার আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এটি past tense বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
বাকি উত্তরগুলো:
ক) "Till lunch time": নির্দিষ্ট সময়, সময়কাল নয়।
গ) "Until six o’clock": নির্দিষ্ট সময় (৬টা) নির্দেশ করে।
ঘ) "Since this morning": সময়ের শুরু নির্দেশ করে, যা প্রশ্নের সাথে মেলে না।
তাহলে সঠিক উত্তর "Till he came"।

0
Updated: 3 months ago
Which sentence uses the correct preposition?
Created: 2 months ago
A
The pen is into the chair.
B
The pen is under the chair.
C
The pen is with chair.
D
The pen is below of the chair.
আসছে

0
Updated: 2 months ago