জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে- এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
A
অনুচ্ছেদ-২১
B
অনুচ্ছেদ-১৮
C
অনুচ্ছেদ-২৮
D
অনুচ্ছেদ-২৬
উত্তরের বিবরণ
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের মাধ্যমে জনস্বাস্থ্য, নৈতিকতা, নাগরিক অধিকার ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করার জন্য রাষ্ট্রের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে অনুচ্ছেদ-১৮ রাষ্ট্রকে জনস্বাস্থ্যের উন্নয়ন ও নৈতিকতার রক্ষা করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রদান করে।
এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট অনুচ্ছেদ নাগরিকদের কর্তব্য, মৌলিক অধিকারের সাথে অসমঞ্জস আইন বাতিল এবং ধর্মভিত্তিক বৈষম্য রোধের বিষয় নির্ধারণ করেছে।
-
অনুচ্ছেদ-১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা
-
রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হলো জনগণের পুষ্টির স্তর উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নয়ন।
-
বিশেষত আরোগ্যের প্রয়োজন বা আইনের দ্বারা নির্ধারিত অন্য কোনো প্রয়োজন ছাড়া মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
-
-
অনুচ্ছেদ-১৮ ক: পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন
-
বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন।
-
প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান।
-
-
সংবিধানের অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ-২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
-
অনুচ্ছেদ-২৬: মৌলিক অধিকারের সাথে অসমঞ্জস আইন বাতিল।
-
অনুচ্ছেদ-২৮: ধর্ম বা অন্যান্য কারণে বৈষম্য রোধ।
-
∴ সুতরাং সঠিক উত্তর: অনুচ্ছেদ-১৮।

0
Updated: 22 hours ago
কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
Created: 1 week ago
A
আত্মস্বার্থবাদ
B
পরার্থবাদ
C
পূর্ণতাবাদ
D
উপযােগবাদ
উপযোগবাদ একটি দার্শনিক মতবাদ যা নৈতিকতার মান হিসেবে সুখকে কেন্দ্র করে। এই দর্শনের অনুসারীরা বিশ্বাস করেন যে একটি কাজের নৈতিক মূল্য নির্ভর করে তা কতটা সর্বোচ্চ সংখ্যক মানুষের সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করতে সক্ষম তার উপর।
জন স্টুয়ার্ট মিলের ভাষায় উপযোগবাদ হলো "একটি বিশ্বাস যা নৈতিকতার ভিত্তি হিসেবে উপযোগিতা বা সর্বোচ্চ আনন্দের নীতিকে গ্রহণ করে এবং মনে করে যে কার্যাবলী যথার্থ হয় আনন্দকে উৎসাহিত করার প্রবণতার অনুপাতে।"
উপযোগবাদীরা নিজেদেরকে প্রায়শই সুখবাদী বা উপযোগবাদী হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন, কারণ তারা বিশ্বাস করতেন যে নৈতিকতা এবং কাজের মান নির্ধারণের মূল ভিত্তি হলো মানুষের সুখ।
-
উপযোগবাদের মূল নীতি: আমাদের কাজের নৈতিক মূল্য নির্ভর করে কতটা সর্বোচ্চ সংখ্যক মানুষের সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করা যায়।
-
প্রথম প্রবক্তা: উপযোগবাদের প্রাথমিক ধারণা দেন হাচিসন, তবে এর প্রকৃত প্রবক্তা হলেন জেরেমি বেন্থাম এবং জে এস মিল।
-
বেন্থামের অবদান: তিনি সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ সুখের ধারণা দেন এবং এই সুখকে পরিমাণগতভাবে নির্ধারণ করার চেষ্টা করেন।
-
মিলের ব্যাখ্যা: নৈতিকতা নির্ধারণের ক্ষেত্রে উপযোগিতা বা আনন্দকে কেন্দ্র করে কাজের যথার্থতা বিচার করা হয়।
-
মূল বক্তব্য: উপযোগবাদ অনুসারে নৈতিকতার ভিত্তি হলো সুখ, এবং সুখের মাধ্যমে ন্যায় ও অন্যায়ের পার্থক্য নিরূপিত হয়।
-
লক্ষ্য: সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ পরিমাণ সুখ নিশ্চিত করা।

0
Updated: 1 week ago
বিশ্বব্যাংক সুশাসনের কোন স্তম্ভটি ঘোষণা করেনি?
Created: 1 week ago
A
দারিদ্র্য বিমোচন
B
দায়িত্বশীলতা
C
স্বচ্ছতা
D
আইনী কাঠামো
সুশাসন
-
সুশাসন প্রত্যয়টি পৌরনীতির সাম্প্রতিক সংযোজন।
-
সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
সুশাসনের ধারণা
-
সুশাসনের ধারণাটি বহুমাত্রিক। এর অর্থ নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
-
এই ধারণার উদ্ভাবক বিশ্বব্যাংক।
-
বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
-
বিশ্বব্যাংকের মতে: “সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়।”
পরবর্তী ব্যাখ্যা
-
১৯৯২ সালে বিশ্বব্যাংক প্রকাশিত “শাসন প্রক্রিয়া ও উন্নয়ন” রিপোর্টে সুশাসন ধারণাটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়।
-
সংস্থাটির মতে, অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়ন না হওয়ার প্রধান কারণ হলো সুশাসনের অনুপস্থিতি।
সুশাসনের চারটি স্তম্ভ (বিশ্বব্যাংক, ২০০০)
-
দায়বদ্ধতা
-
স্বচ্ছতা
-
আইনী কাঠামো
-
অংশগ্রহণ

0
Updated: 1 week ago
মূল্যবোধের উপাদান কোনটি?
Created: 1 week ago
A
শ্রমের মর্যাদা
B
শৃঙ্খলাবোধ
C
সহমর্মিতা
D
উপরের সবগুলো
মূল্যবোধ
সংজ্ঞা:
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
মূল্যবোধের উপাদান:
-
শ্রমের মর্যাদা
-
শৃঙ্খলাবোধ
-
সহনশীলতা
-
সহমর্মিতা
-
আইনের শাসন
-
সামাজিক ন্যায়বিচার
-
নীতি ও ঔচিত্যবোধ
-
নাগরিক চেতনা
-
কর্তব্যবোধ

0
Updated: 1 week ago