Fill in the blank: I had ______ giving hints but also by providing her with links.
A
not only helped her by
B
not only helped her
C
helped her not only by
D
helped not only to her by
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হবে গ) helped her not only by.
সম্পূর্ণ বাক্যটি হবে: "I helped her not only by giving hints but also by providing her with links."
"Not only … but also …" ব্যবহারের নিয়ম:
সমান্তরাল গঠন (Parallel Structure): এই ধরনের গঠন ব্যবহারের সময় সমান্তরাল গঠন (parallel structure) বজায় রাখা অত্যন্ত জরুরি। এর অর্থ হলো "not only" এবং "but also" এর পরে একই ধরনের ব্যাকরণগত উপাদান (grammatical element) থাকতে হবে।
"Not only... but also" হলো একটি সহগামী সংযোজক (correlative conjunction) যা দুটি সমান গুরুত্বপূর্ণ কাজ বা বিষয়কে যুক্ত করে।
এই বাক্যে:
"not only" এবং "but also" এর পরে Prepositional Phrase ব্যবহার করা হয়েছে, যা সমান্তরাল গঠন নিশ্চিত করে:
not only by giving hints
but also by providing her with links
ভুল বিকল্পগুলির ব্যাখ্যা:
ক) not only helped her by * এই ক্ষেত্রে, "helped her" সঠিক স্থানে নেই। "not only" এর পরে সাধারণত ক্রিয়াপদ বা একটি সমজাতীয় উপাদান থাকা উচিত যা "but also" এর পরের উপাদানের সাথে মিলবে। এখানে এটি বাক্যের গঠনকে সঠিক সমান্তরালতা দেয় না।
খ) not only helped her * এই বিকল্পটি "by ..." ছাড়া অসম্পূর্ণ। "not only" এর পরে ক্রিয়াপদ ("helped") আসলেও, এটি "but also" এর সাথে একটি সম্পূর্ণ এবং সমান্তরাল গঠন তৈরি করতে পারে না।
ঘ) helped not only to her by * "to her" এর ব্যবহার এখানে অপ্রয়োজনীয়। ইংরেজিতে সাধারণত "help someone" ব্যবহার করা হয়, "help to someone" নয়। তাই এই অংশটি ভুল।

0
Updated: 22 hours ago
He gave me the notes ______ I wanted.
Created: 2 weeks ago
A
what
B
whom
C
whose
D
that
সঠিক বাক্য হলো He gave me the notes that I wanted।
-
এখানে শূন্যস্থানে একটি Relative Pronoun বসানো হয়েছে, যা inactive object "notes" বোঝাচ্ছে।
-
বস্তুবাচক ক্ষেত্রে সাধারণত that ব্যবহার হয়।
-
বস্তু সম্পর্কে যদি জানা থাকে, that বসে; জানা না থাকলে what বসে।
-
উদাহরণ:
-
He gave me what I wanted
-
He gave me the book that I wanted
-
-
whose এবং whom হলো Personal Pronoun, যা শুধুমাত্র ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়।
-
তাই প্রদত্ত বাক্যে শূন্যস্থানে that বসানো সঠিক।

0
Updated: 2 weeks ago
Fill in the blank: A number of people _____ injured in the accident.
Created: 2 days ago
A
was
B
were
C
has been
D
have been
A number of people were injured in the accident; অর্থাৎ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
-
Subject-Verb Agreement:
-
"A number of," "A large number of," "A small number of," "A great number of" যুক্ত বাক্যে সাধারণত plural noun ও plural verb ব্যবহার হয়।
-
Structure: A number of + plural noun + plural verb
-
-
Explanation for the sentence:
-
প্রদত্ত বাক্যে A number of ব্যবহৃত হয়েছে এবং তার পরের শব্দ people হলো plural noun
-
অতএব plural verb were ব্যবহৃত হয়েছে
-
দুর্ঘটনা অতীতের সময়ে ঘটেছে, তাই verb past indefinite tense-এ আছে
-
-
Additional examples:
-
A large number of students have participated in the competition.
-
A small number of houses were damaged in the storm.
-
A great number of people attend the festival every year.
-

0
Updated: 2 days ago
They should complete the project. (passive)
Created: 3 weeks ago
A
The project should be completed by them.
B
The project should completed by them.
C
Should the project be completed by them.
D
The project completed should by them.
Explanation:
-
When forming the passive voice with modal verbs like can, may, should, would, must, the structure is:
modal + be + past participle (V₃)
Examples:
-
Active: I can do it. → Passive: It can be done by me.
-
Active: They should complete the project. → Passive: The project should be completed by them.
-
Active: He would sing good songs. → Passive: Good songs would be sung by him.
-
Active: She may use the tubewell. → Passive: The tubewell may be used by her.
Why other options are wrong:
-
খ) The project should completed by them. be is missing; correct form is should be completed
-
গ) Should the project be completed by them. This is a question form, not a statement
-
ঘ) The project completed should by them. Word order is incorrect; passive rules not followed
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain

0
Updated: 3 weeks ago