The Way of the World is a/an _________.
A
novel
B
Comedy of Manner
C
History play
D
Satire
উত্তরের বিবরণ
কমেডি অফ ম্যানার্স (Comedy of Manners)
"দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড" (The Way of the World) ১৭০০ সালে প্রথম প্রকাশিত একটি পাঁচ-অ্যাক্টের নাটক, যা কমেডি অফ ম্যানার্স ধারায় লেখা। এই নাটকটিকে উইলিয়ামCongreve-এর অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়।
"দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড":
এই নাটকে লেখক তৎকালীন সমাজ ব্যবস্থা, বিশেষ করে প্রেম এবং বিবাহ সম্পর্কিত রীতিনীতিগুলোকে উপহাস করেছেন।
নাটকের মূল কাহিনী আবর্তিত হয়েছে প্রেমিকা মিলাম্যান্ট (Millamant) এবং মিরাবেল (Mirabell)-এর তাদের বিবাহের জন্য মিলাম্যান্টের পিসির (aunt) অনুমতি আদায়ের চেষ্টাকে কেন্দ্র করে।
বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এবং মিলাম্যান্টের পিসির কাছ থেকে অনুমতি আদায়ে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে।
নাটকটি বিভিন্ন ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং হাস্যরসের মাধ্যমে এগিয়ে চলে।
যদিও একটি পরিকল্পনা ব্যর্থ হয় এবং বেশ কয়েকটি ভুল বোঝাবুঝি ও অন্যান্য জটিলতার অবসান ঘটে, তবুও অবশেষে তারা পিসির সম্মতি আদায় করতে সক্ষম হয়।
উইলিয়ামCongreve কমেডি অফ ম্যানার্স-এর জন্য বিখ্যাত ছিলেন।
তিনি রিস্টোরেশন পিরিয়ডের (Restoration period) একজন স্বনামধন্য লেখক ছিলেন।
তার চমৎকার হাস্যরসাত্মক সংলাপ, নারী-পুরুষের যুদ্ধের ব্যঙ্গাত্মক চিত্রায়ণ এবং তার সময়ের কৃত্রিমতার প্রতি বিদ্রূপাত্মক পর্যবেক্ষণ - এই সবকিছুর মাধ্যমে তিনি ইংরেজি কমেডি অফ ম্যানার্সের ধারাকে সমৃদ্ধ করেছেন।
তার বিখ্যাত নাটকসমূহ:
দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড (The Way of the World)
লাভ ফর লাভ (Love for Love)
দ্য ডাবল ডিলার (The Double Dealer)
দ্য ওল্ড ব্যাচেলর (The Old Bachelor) ইত্যাদি।

0
Updated: 22 hours ago
Which of the following most accurately captures the meaning of "Subsume"?
Created: 1 week ago
A
To compare two ideas without integrating them
B
To absorb or include something within a more comprehensive category
C
To exclude something from general consideration
D
To separate something into distinct categories
• The required answer
is - To absorb or include something within a more comprehensive category
• Subsume (Verb)
English Meaning: To include something in a particular group and not consider it
separately.
Bangla Meaning: কোনো নিয়মের অধীনে কিংবা বিশেষ কোনো শ্রেণির) অন্তর্ভুক্ত করা.
Example Sentences:
- The new theory attempts to subsume all previous models under a single
framework.
- Her individual achievements were subsumed into the team’s overall success.
- The broader category of 'mammals' subsumes animals like cats, dogs, and
whales.

0
Updated: 1 week ago
"Easter, 1916" is a poem written by -
Created: 1 week ago
A
Thomas Gray
B
T. S. Eliot
C
W. B. Yeats
D
Dylan Thomas
“Easter, 1916” কবিটি রচনা করেছেন W. B. Yeats। এটি ১৯১৬ সালে প্রকাশিত হয় এবং পরে Michael Robartes and the Dancer (১৯২১) গ্রন্থে সংকলিত হয়। কবিতাটি মূলত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইরিশদের Easter Rising-এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা।
-
সারসংক্ষেপ:
-
কবিতায় আয়ারল্যান্ডের ব্রিটিশবিরোধী ইস্টার বিদ্রোহে নিহত শহীদদের স্মরণ করা হয়েছে
-
নায়কত্ব, আত্মত্যাগ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে তাদের সংঘাতের প্রতিফলন প্রকাশিত হয়েছে
-
Yeats বিদ্রোহীদের চরমপন্থা নিয়ে সংশয় প্রকাশ করলেও তাদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানান
-
শেষমেষ তিনি তাদের আত্মবলিদানকে “A terrible beauty is born” হিসেবে স্মরণ করেন
-
-
William Butler Yeats:
-
Modern Period-এর একজন বিশিষ্ট সাহিত্যিক
-
Ireland-এর National Poet হিসেবে পরিচিত
-
কবি ও নাট্যকার হিসাবে তার সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত
-
জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়
-
-
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
-
-
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
-
-
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
-

0
Updated: 1 week ago
Who is the author of the essay "Of Studies"?
Created: 1 week ago
A
John Milton
B
Francis Bacon
C
James Joyce
D
G. B. Shaw
“Of Studies” প্রবন্ধের লেখক হলেন Francis Bacon। এটি তার বিখ্যাত “Essays, Civil and Moral” সংগ্রহের অংশ, যেখানে পড়াশোনা, লেখা এবং চিন্তার গভীরতা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।
Francis Bacon (1561–1626)
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
পরিচিত: Sir Francis Bacon
-
পেশা: Lawyer, Statesman, Philosopher, এবং Master of the English tongue
-
তিনি natural philosopher হিসেবেও পরিচিত
-
সাহিত্য ক্ষেত্রে খ্যাত: তার সংক্ষিপ্ত প্রবন্ধে worldly wisdom
বিখ্যাত উক্তি:
-
"Reading maketh a full man; conference a ready man, and writing an exact man."
-
"It is impossible to love and to be wise."
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উপাধি:
-
Father of English Essay
-
Father of Modern Prose
-
Father of Empiricism
-
First essayist in English Literature
উল্লেখযোগ্য কর্মসমূহ:
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis

0
Updated: 1 week ago