The Modern Period in English literature spans which years?
A
1901–1939
B
1800–1900
C
1914–1945
D
1850–1900
উত্তরের বিবরণ
ইংরেজি সাহিত্যের যুগবিভাগ
আধুনিক যুগ (১৯০১-১৯৩৯)
সময়কাল ও বৈশিষ্ট্য
১৯০১ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়কালকে ইংরেজি সাহিত্যে আধুনিক যুগ হিসেবে ধরা হয়
১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এই যুগের সূচনা হয়
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে এই যুগের সমাপ্তি ঘটে
আধুনিকতা কেবল সাহিত্যিক ঘটনা নয়, এটি একটি বিস্তৃত সাংস্কৃতিক আন্দোলন
ইংল্যান্ডসহ বিভিন্ন ইউরোপীয় দেশে বহু শিল্পরূপে এটি বিকাশ লাভ করে
আধুনিক যুগের উপবিভাগ
১. এডওয়ার্ডিয়ান যুগ (১৯০১-১৯১০) ২. জর্জিয়ান যুগ (১৯১০-১৯৩৯)
ইংরেজি সাহিত্যের সম্পূর্ণ যুগবিভাগ
১. প্রাচীন ইংরেজি যুগ (৪৫০-১০৬৬)
۲. মধ্য ইংরেজি যুগ (১০৬৬-১৫০০)
অ্যাংলো-নরম্যান যুগ
চসারের যুগ
৩. রেনেসাঁ যুগ (১৫০০-১৬৬০)
এলিজাবেথীয় যুগ (১৫৫৮-১৬০৩)
জ্যাকোবিয়ান যুগ (১৬০৩-১৬২৫)
ক্যারোলিন যুগ (১৬২৫-১৬৪৯)
কমনওয়েলথ যুগ (১৬৪৯-১৬৬০)
৪. নব্য-ধ্রুপদী যুগ (১৬৬০-১৭৮৫)
পুনরুদ্ধার যুগ (১৬৬০-১৭০০)
অগাস্টান যুগ (১৭০০-১৭৪৫)
সংবেদনশীলতার যুগ (১৭৪৫-১৭৮৫/১৭৯৮)
৫. রোমান্টিক যুগ (১৭৯৮-১৮৩২)
৬. ভিক্টোরিয়ান যুগ (১৮৩২-১৯০১)
প্রি-রাফায়েলাইটস (১৮৪৮-১৮৬০)
নন্দনতত্ববাদ ও অধঃপতন (১৮৮০-১৯০১)
৭. আধুনিক যুগ (১৯০১-১৯৩৯)
এডওয়ার্ডিয়ান যুগ (১৯০১-১৯১০)
জর্জিয়ান যুগ (১৯১০-১৯৩৯)
আধুনিক ইংরেজি যুগ ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ সাহিত্যিক যুগগুলোর একটি
৮. বর্তমান: উত্তর-আধুনিক যুগ (১৯৩৯-বর্তমান)
0
Updated: 1 month ago
The Golden period of English Literature refers to which age?
Created: 1 month ago
A
The Modern period
B
The Romantic period
C
The Elizabethan period
D
The Commonwealth period
Elizabethan Period (১৫৫৮–১৬০৩) ইংরেজি সাহিত্যের ইতিহাসে এক মহিমান্বিত যুগ, যাকে বলা হয় “The Golden Period of English Literature” বা “সোনালী যুগ”। এই যুগটি Queen Elizabeth I-এর নামে নামকরণ করা হয়েছে। তাঁর শাসনামলে ইংল্যান্ডে শিল্প, সাহিত্য, সংগীত ও নাট্যকলার অভূতপূর্ব বিকাশ ঘটেছিল।
• Elizabethan Period (1558–1603):
-
এই যুগের নামকরণ হয়েছে Queen Elizabeth I-এর নামে।
-
এটি ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ, কারণ এই সময়েই সাহিত্য বিশেষত drama ও poetry-র ক্ষেত্র সবচেয়ে বেশি উন্নতি লাভ করে।
-
চার্চের কঠোর নিয়ন্ত্রণ ধীরে ধীরে দুর্বল হয়, ফলে লেখকরা ধর্মীয় প্রভাবমুক্ত হয়ে মানবিক ও বাস্তবধর্মী সাহিত্য রচনা শুরু করেন।
-
এ যুগে নাটক হয়ে ওঠে ইংরেজি সাহিত্যের প্রধান প্রকাশমাধ্যম।
-
এটি ছিল এক Renaissance spirit-এ ভরপুর যুগ, যেখানে art, learning, and humanism একত্রে বিকশিত হয়।
• Other Titles of the Age:
-
“The Golden Period of English Literature”
-
“The Glorious Period of English Literature”
-
“A Nest of Singing Birds” — (এই নামটি দেওয়া হয় কারণ এই সময়ের অসংখ্য মহান কবি ও নাট্যকারদের সৃষ্টিশীলতার সমারোহ ঘটেছিল)।
• Major Writers of the Elizabethan Age:
-
William Shakespeare – নাট্যকার, কবি ও সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্যিক।
-
Christopher Marlowe – মহান Tragic dramatist; উল্লেখযোগ্য কাজ Doctor Faustus।
-
Francis Bacon – প্রখ্যাত দার্শনিক, প্রবন্ধকার ও বৈজ্ঞানিক চিন্তার প্রবক্তা।
-
Ben Jonson – নাট্যকার ও কবি; কমেডি ও satire-এ পারদর্শী।
-
John Lyly – Euphues রচয়িতা, গদ্যশৈলীতে বিশিষ্ট।
-
Thomas Kyd – The Spanish Tragedy এর রচয়িতা; revenge tragedy ধারার সূচনাকারী।
-
Robert Greene – Elizabethan prose ও drama-র অন্যতম লেখক।
-
George Peele – নাট্যকার ও কবি, যিনি Shakespeare-র পূর্বসূরিদের একজন।
• English Literature Periods and their Sub-Ages:
-
The Old English Period (450–1066)
-
The Middle English Period (1066–1500)
-
i) The Anglo-Norman Period
-
ii) The Age of Chaucer
-
-
The Renaissance Period (1500–1660)
-
i) Elizabethan Period (1558–1603)
-
ii) Jacobean Period (1603–1625)
-
iii) Caroline Period (1625–1649)
-
iv) Commonwealth Period (1649–1660)
-
-
The Neoclassical Period (1660–1785)
-
i) The Restoration Period (1660–1700)
-
ii) The Augustan Period (1700–1745)
-
iii) The Age of Sensibility (1745–1785/1798)
-
-
The Romantic Period (1798–1832)
-
The Victorian Period (1832–1901)
-
i) The Pre-Raphaelites (1848–1860)
-
ii) Aestheticism & Decadence (1880–1901)
-
-
The Modern Period (1901–1939)
-
The Post-Modern Period (1939–Present)
0
Updated: 1 month ago
Prose in romance 'Le Morte d'Arthur' is written by -
Created: 7 months ago
A
Sir Thomas Malory
B
Chaucer
C
William Langland
D
Alfred Tennyson
Le Morte d'Arthur
- ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্সধর্মী রচনা বা English prose version of the Arthurian legend হচ্ছে 'Le Morte d' Arthur'/ Morte d' Arthur.
- Sir Thomas Malory এটি 1470 সালে সালে রচনা করেন এবং ১৪৮৫ সালে William Caxton এটি প্রকাশ করেন।
- It retells the adventures of the knights of the Round Table in chronological sequence from the birth of Arthur.
- সাহিত্যটির একটি মাত্র সংস্করণ বর্তমানে বিদ্যমান যেটি British Library, London এ সংরক্ষিত আছে। - Sir Thomas Malory 'Middle English Period' এর লেখক।
- 'Middle English Period' এর সময়কাল হচ্ছে ১০৬৬-১৫০০ সাল।
- এ যুগের অন্যান্য লেখক হচ্ছে: John Wycliffe, John Gower, Geoffrey Chaucer, William Langland.
- উল্লেখ্য যে, 'Morte D' Arthur' নামে ভিক্টোরিয়ান যুগের কবি Alfred Tennyson এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and An ABC of English Literature. by Dr M Mofizar Rahman.
0
Updated: 7 months ago
What is a limerick in literature?
Created: 2 months ago
A
A five-line humorous poem with a specific rhyme
B
An eight-line love poem
C
A six-line ballad sung with music
D
A Japanese poetic form
Limerick
Definition:
-
English: A light or humorous five-line poem.
-
Bangla: কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া।
-
এটি একটি পাঁচ লাইনের মজার ছড়া, যার রাইম স্কিম aabba।
-
সাধারণত হাস্যরসপূর্ণ, অল্প বোকামি বা কিছুটা রূঢ় কণ্ঠের হতে পারে।
-
ইংরেজিতে লিমেরিকের প্রথম সংকলন প্রায় 1820 সালের দিকে প্রকাশিত হয়।
Example of a Limerick
There was an Old Man who supposed
That the street door was partially closed;
But some very large rats
Ate his coats and his hats,
While that futile Old Gentleman dozed.
Sources:
-
Britannica
-
Merriam-Webster Dictionary
1
Updated: 2 months ago