The Modern Period in English literature spans which years?
A
1901–1939
B
1800–1900
C
1914–1945
D
1850–1900
উত্তরের বিবরণ
ইংরেজি সাহিত্যের যুগবিভাগ
আধুনিক যুগ (১৯০১-১৯৩৯)
সময়কাল ও বৈশিষ্ট্য
১৯০১ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়কালকে ইংরেজি সাহিত্যে আধুনিক যুগ হিসেবে ধরা হয়
১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এই যুগের সূচনা হয়
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে এই যুগের সমাপ্তি ঘটে
আধুনিকতা কেবল সাহিত্যিক ঘটনা নয়, এটি একটি বিস্তৃত সাংস্কৃতিক আন্দোলন
ইংল্যান্ডসহ বিভিন্ন ইউরোপীয় দেশে বহু শিল্পরূপে এটি বিকাশ লাভ করে
আধুনিক যুগের উপবিভাগ
১. এডওয়ার্ডিয়ান যুগ (১৯০১-১৯১০) ২. জর্জিয়ান যুগ (১৯১০-১৯৩৯)
ইংরেজি সাহিত্যের সম্পূর্ণ যুগবিভাগ
১. প্রাচীন ইংরেজি যুগ (৪৫০-১০৬৬)
۲. মধ্য ইংরেজি যুগ (১০৬৬-১৫০০)
অ্যাংলো-নরম্যান যুগ
চসারের যুগ
৩. রেনেসাঁ যুগ (১৫০০-১৬৬০)
এলিজাবেথীয় যুগ (১৫৫৮-১৬০৩)
জ্যাকোবিয়ান যুগ (১৬০৩-১৬২৫)
ক্যারোলিন যুগ (১৬২৫-১৬৪৯)
কমনওয়েলথ যুগ (১৬৪৯-১৬৬০)
৪. নব্য-ধ্রুপদী যুগ (১৬৬০-১৭৮৫)
পুনরুদ্ধার যুগ (১৬৬০-১৭০০)
অগাস্টান যুগ (১৭০০-১৭৪৫)
সংবেদনশীলতার যুগ (১৭৪৫-১৭৮৫/১৭৯৮)
৫. রোমান্টিক যুগ (১৭৯৮-১৮৩২)
৬. ভিক্টোরিয়ান যুগ (১৮৩২-১৯০১)
প্রি-রাফায়েলাইটস (১৮৪৮-১৮৬০)
নন্দনতত্ববাদ ও অধঃপতন (১৮৮০-১৯০১)
৭. আধুনিক যুগ (১৯০১-১৯৩৯)
এডওয়ার্ডিয়ান যুগ (১৯০১-১৯১০)
জর্জিয়ান যুগ (১৯১০-১৯৩৯)
আধুনিক ইংরেজি যুগ ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ সাহিত্যিক যুগগুলোর একটি
৮. বর্তমান: উত্তর-আধুনিক যুগ (১৯৩৯-বর্তমান)

0
Updated: 22 hours ago
Which period is known as the shortest period of English Literature?
Created: 5 months ago
A
Middle English period
B
Victorian period
C
Neoclassical period
D
Romantic period
1798 - 1832 is known as the Romantic period of English literature.
- The Romantic Period is the shortest period of English Literature.
- ১৭৯৮ সালে William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয়।
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.
- এই যুগের স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর ( 1798-1832).

1
Updated: 5 months ago
'The Neoclassical Period' is also known as -
Created: 5 months ago
A
Decadence age
B
Aestheticism age
C
Pseudo-classical Age
D
Age of Jonathan
1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age (1702-1745),
- The Age of Sensibility (1745-1785).
1745-1785, time frame is known as the Age of Sensibility.
- অর্থাৎ, এই যুগের সূচনা হয়েছিল ১৭৪৫ সালে।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.

0
Updated: 5 months ago
Prose in romance 'Le Morte d'Arthur' is written by -
Created: 5 months ago
A
Sir Thomas Malory
B
Chaucer
C
William Langland
D
Alfred Tennyson
Le Morte d'Arthur
- ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্সধর্মী রচনা বা English prose version of the Arthurian legend হচ্ছে 'Le Morte d' Arthur'/ Morte d' Arthur.
- Sir Thomas Malory এটি 1470 সালে সালে রচনা করেন এবং ১৪৮৫ সালে William Caxton এটি প্রকাশ করেন।
- It retells the adventures of the knights of the Round Table in chronological sequence from the birth of Arthur.
- সাহিত্যটির একটি মাত্র সংস্করণ বর্তমানে বিদ্যমান যেটি British Library, London এ সংরক্ষিত আছে। - Sir Thomas Malory 'Middle English Period' এর লেখক।
- 'Middle English Period' এর সময়কাল হচ্ছে ১০৬৬-১৫০০ সাল।
- এ যুগের অন্যান্য লেখক হচ্ছে: John Wycliffe, John Gower, Geoffrey Chaucer, William Langland.
- উল্লেখ্য যে, 'Morte D' Arthur' নামে ভিক্টোরিয়ান যুগের কবি Alfred Tennyson এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and An ABC of English Literature. by Dr M Mofizar Rahman.

0
Updated: 5 months ago