Arms and the Man was written by a/an _______ writer.
A
American
B
Irish
C
Russian
D
Asian
উত্তরের বিবরণ
"আর্মস অ্যান্ড দ্য ম্যান" (Arms and the Man) একটি কমেডি নাটক, যা লিখেছেন জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw)। শ ছিলেন আইরিশ (আয়ারল্যান্ডের) সাহিত্যিক।
"আর্মস অ্যান্ড দ্য ম্যান":
এটি জর্জ বার্নার্ড শ-এর লেখা একটি বিখ্যাত কমেডি নাটক।
নাটকটি ১৮৮৫ সালের সার্বো-বুলগেরিয়ান যুদ্ধের (Serbo-Bulgarian War) প্রেক্ষাপটে রচিত হয়েছে।
নাটকটির শিরোনাম (title) সরাসরি রোমান কবি ভার্জিলের "এইনিড" (Aeneid)-এর প্রথম লাইন থেকে নেওয়া হয়েছে, যেখানে যুদ্ধকে মহিমান্বিত করা হয়েছে। একইভাবে, "আর্মস অ্যান্ড দ্য ম্যান" নাটকটিতে পরোক্ষভাবে সার্বো-বুলগেরিয়ান যুদ্ধের একটি প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।
জি. বি. শ (G. B. Shaw):
তার পুরো নাম জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw)।
তিনি আধুনিক যুগের (Modern period) একজন নাট্যকার ছিলেন।
জর্জ বার্নার্ড শ একজন আইরিশ নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
তিনি তার 'নাটকীয় ধারণা' ('drama of ideas')-এর জন্য বিখ্যাত ছিলেন।
জি. বি. শ-এর বিখ্যাত নাটকসমূহ:
পিগম্যালিয়ন (Pygmalion) (রোমান্টিক নাটক)
মেজর বারবারা (Major Barbara) (সামাজিক ব্যঙ্গ)
মিসেস ওয়ারেন'স প্রফেশন (Mrs. Warren's Profession)
আর্মস অ্যান্ড দ্য ম্যান (Arms and the Man) (রোমান্টিক কমেডি)
সিজার অ্যান্ড ক্লিওপেট্রা (Caesar and Cleopatra)
ম্যান অ্যান্ড সুপারম্যান (Man and Superman) (কমেডি নাটক)
দ্য ডক্টর'স ডাইলেমা (The Doctor's Dilemma) (ব্যঙ্গ নাটক/এপিলগ)
সেন্ট জোয়ান অফ আর্ক (St. Joan of Arc)
0
Updated: 1 month ago
Who authored 'Major Barbara'?
Created: 1 month ago
A
G.B. Shaw
B
Daniel Defoe
C
Ernest Hemingway
D
Henrik Ibsen
George Bernard Shaw রচিত ‘Major Barbara’ একটি সামাজিক ব্যঙ্গধর্মী নাটক।
তথ্যসমূহ নিচে দেওয়া হলো:
-
‘Major Barbara’ রচয়িতা G. B. Shaw।
-
এটি একটি Social Satire বা সামাজিক ব্যঙ্গধর্মী নাটক।
-
নাটকটি ৩ অঙ্কে বিভক্ত (Three-act play)।
-
এটি ১৯০৫ সালে লেখা এবং ১৯০৭ সালে প্রথম প্রকাশিত হয়।
-
কাহিনিতে দেখা যায়, Barbara Undershaft নামের এক আদর্শবাদী তরুণী লন্ডনের Salvation Army-তে মেজর হিসেবে কাজ করে দরিদ্রদের সাহায্য করেন।
G. B. Shaw (1856–1950):
-
তাঁর পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি Modern period-এর একজন Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার অর্জন করেন।
-
তিনি Fabian Society-এর একজন সক্রিয় সদস্য ছিলেন।
-
তাঁকে বলা হয় “The greatest modern English dramatist” এবং “The father of modern English literature”।
G. B. Shaw-এর বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Man and Superman (Comedy play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House (Comedy play)
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
Saint Joan (St. Joan of Arc)
0
Updated: 1 month ago
Who wrote the play Arms and the Man?
Created: 1 month ago
A
Charles Dickens
B
Thomas Hardy
C
George Bernard Shaw
D
Ernest Hemingway
Arms and the Man হলো George Bernard Shaw রচিত একটি বিখ্যাত anti-romantic comedy, যা ১৮৮৫ সালের সার্বো-বুলগেরিয়ার যুদ্ধের প্রেক্ষাপট ব্যবহার করে যুদ্ধ এবং মানুষের চরিত্রের বাস্তব চিত্র ফুটিয়ে তোলে।
-
Important Characters:
-
Captain Bluntschli: একজন সুইস ভাড়াটে সৈনিক, যিনি সার্বিয়ার সেনাবাহিনীর পক্ষে লড়ছেন।
-
Raina Petkoff: এক তরুণী বুলগেরিয়ান নারী, যিনি Sergius-এর সঙ্গে সঙ্গী হিসাবে সংযুক্ত।
-
Major Sergius Saranoff: Raina-এর বাগদত্তা, বুলগেরিয়ার সেনাবাহিনীর একজন সাহসী এবং দারুণ কর্মকর্তা।
-
-
George Bernard Shaw (1856–1950):
-
পুরো নাম: George Bernard Shaw
-
তিনি Modern period এর একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি Fabian Society এর সদস্য ছিলেন।
-
-
Famous Plays of G.B. Shaw:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
-
-
Note:
-
'A Farewell to Arms' একটি novel, লিখেছেন Ernest Hemingway।
-
এই উপন্যাসে arms শব্দের অর্থ একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাতকে বোঝানো হয়েছে।
-
0
Updated: 1 month ago
Who is the playwright of the renowned play "Pygmalion"?
Created: 2 months ago
A
George Bernard Shaw
B
T. S. Eliot
C
Samuel Beckett
D
W. B. Yeats
• The playwright of the renowned play "Pygmalion" is – George Bernard Shaw.
• Pygmalion
-
এটি একটি romance play in five acts।
-
প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায়, জার্মান ভাষায়।
-
১৯১৪ সালে ইংল্যান্ডে প্রথম মঞ্চস্থ হয়।
-
The play is a humane comedy about love and the English class system।
-
অর্থাৎ, নাটকটির মূল বিষয়বস্তু হলো ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা ও প্রেম।
• Characters
-
Alfred Doolittle,
-
Mrs. Higgins,
-
Ezra D. Wannafeller,
-
Eliza Doolittle,
-
Henry Higgins,
-
Colonel Pickering,
-
Clara Eynsford Hill,
-
Freddy Eynsford Hill, ইত্যাদি।
• সার-সংক্ষেপ
-
Pygmalion নাটকটি George Bernard Shaw-এর রচিত একটি ব্যঙ্গাত্মক ও মানবিক রোমান্স, যেখানে সমাজের শ্রেণিবৈষম্য এবং ভাষার প্রভাবকে কেন্দ্র করে কাহিনি আবর্তিত।
-
Mrs. Higgins নামের একজন উচ্চারণবিদ বাজি ধরে যে তিনি Eliza Doolittle, এক সাধারণ ফুল বিক্রেতার কথার ধরণ বদলে তাকে একজন অভিজাত রমণীতে রূপান্তর করতে পারবেন।
-
Eliza কঠোর প্রশিক্ষণের পর সমাজে নিজের অবস্থান গড়ে তুললেও Mrs. Higgins তাকে কেবল একটি experiment হিসেবে দেখে।
-
নাটকটি মূলত Eliza Doolittle-এর আত্মমর্যাদার জাগরণ এবং নিজের পরিচয় খোঁজার কাহিনি।
• George Bernard Shaw (G. B. Shaw)
-
তিনি একজন বিখ্যাত Irish playwright এবং critic।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাকে The greatest modern English dramatist এবং The father of modern English drama বলা হয়।
• His famous plays
-
Man and Superman,
-
Arms and the Man,
-
Candida,
-
Caesar and Cleopatra,
-
Mrs. Warren’s Profession,
-
The Apple Cart,
-
Doctor’s Dilemma,
-
Man of Destiny,
-
Pygmalion,
-
Major Barbara, ইত্যাদি।
Source: Britannica.com
0
Updated: 2 months ago