"Where are the songs of Spring? Aye, where are they? Think not of them; thou has thy music too." - Who quoted it?
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
উত্তরের বিবরণ
"Where are the songs of Spring? Aye, where are they? Think not of them; thou has thy music too."
এটি John Keats-এর কবিতা "To Autumn" থেকে নেওয়া।
To Autumn:
এটি তার অন্যতম বিখ্যাত কবিতা, যা ১৮১৯ সালে লেখা হয়, যখন তিনি তার কাব্যিক সৃষ্টির শীর্ষ পর্যায়ে ছিলেন।
এটি John Keats-এর "last major poem" যা ১৮২০ সালে প্রকাশিত "Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems" সংকলনে অন্তর্ভুক্ত হয়।
মৃত্যুর কয়েকদিন পূর্বে এই কবিতাটি রচনা করেন।
শরতের উদযাপন সেই সাথে গ্রীষ্মের বিদায় ও ক্ষণস্থায়ী জীবন এই কবিতার মূল বিষয়।
John Keats:
John Keats, একজন English Romantic lyric poet ছিলেন।
Keats-কে কয়েকটি নামের মাধ্যমে পরিচিত করা হয়: "Poet of Beauty" / "Poet of Sensuousness"।
এছাড়া তাঁকে "A death-haunted poet" ও বলা হয়।
John Keats-এর 유명 কবিতা (Some):
Ode to Psyche
Ode on Melancholy
Ode To Autumn
On First Looking into Chapman's Homer
Lamia
Hyperion
La Belle Dame Sans Merci
ইত্যাদি।

0
Updated: 22 hours ago
Why does the speaker call the nightingale an "immortal Bird" in "Ode to a Nightingale"?
Created: 7 hours ago
A
Because it will be made eternal through his poem
B
Because this specific bird is a god in disguise.
C
Because its song is a timeless voice that has been heard for centuries
D
Because he believes all creatures of nature are reborn.
In this stanza, Keats emphasizes the immortality of the nightingale's song rather than the bird itself. তিনি বলতে চাচ্ছেন যে যেই nightingale-এর গান আমরা শুনি, তা সময়ের বাঁধা অতিক্রম করে, অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের হৃদয় স্পর্শ করেছে।
• Immortal Bird: Keats এখানে বোঝাচ্ছেন যে bird-এর individual জীবন mortal হলেও তার গান amar, অবিনাশী।
• No hungry generations tread thee down: কোনো যুগ, ধনী বা দরিদ্র, emperor বা clown, এই গানকে নষ্ট করতে পারে না।
• Timeless connection: যে গান তিনি এই রাতে শুনছেন, তা ancient days-এও শোনা যেতো এবং মানুষের experience-এ continuity সৃষ্টি করেছে।
• Ruth reference: বাইবেলের Ruth-এর উদাহরণ দিয়ে তিনি দেখাচ্ছেন যে গানটি এমন এক timeless emotion প্রকাশ করে যা মানুষের suffering এবং longing-এর মধ্যেও উপস্থিত থাকে।
• Conclusion: Individual bird হয়তো মারা যাবে, কিন্তু তার species-এর গান eternal beauty প্রকাশ করে, যা human mortality এবং sorrow-এর সীমার বাইরে গিয়ে স্থায়ী থাকে।
এইভাবে, Keats প্রকৃতির এই অবিনাশী সৌন্দর্য এবং timeless inspiration-এর প্রতি শ্রদ্ধা প্রকাশ করছেন।

0
Updated: 7 hours ago
Which image shows abundance in the first stanza in “To Autumn?
Created: 4 weeks ago
A
Bees buzzing around flowers
B
Crows flying in the sky
C
Thunderstorm in the valley
D
A shepherd with his sheep
কিটস মৌমাছির গুঞ্জনকে শরতের প্রাচুর্যের চিহ্ন করেছেন। ফুলে ফুলে মধু ভরে ওঠে, মৌমাছিরা মনে করে “summer has o’er-brimm’d their clammy cells।” এভাবে প্রকৃতির ভরপুর অবস্থাকে কবি জীবন্ত করে তোলেন।

1
Updated: 4 weeks ago
What does Keats wish for to join the nightingale’s world?
Created: 4 weeks ago
A
A chariot of fire
B
The wings of imagination
C
A magic sword
D
A crown of glory
কিটস প্রথমে ওয়াইনের মাধ্যমে পালাতে চান, কিন্তু পরে বলেন তিনি কল্পনার ডানা ব্যবহার করে নাইটিঙ্গেলের জগতে প্রবেশ করবেন। কল্পনার মাধ্যমে তিনি পাখির মতো স্বাধীন, দুঃখহীন ও অমর জগতে পৌঁছাতে চান।

0
Updated: 4 weeks ago