A Christmas Carol, a famous novella, was written by -
A
William Thackeray
B
Charles Dickens
C
Thomas Hardy
D
George Eliot
উত্তরের বিবরণ
"এ ক্রিসমাস ক্যারল" (A Christmas Carol) একটি বিখ্যাত নভেলা, যা লিখেছেন চার্লস ডিকেন্স।
"এ ক্রিসমাস ক্যারল" চার্লস ডিকেন্সের লেখা একটি ছোট উপন্যাস বা নভেলা। এটি ১৮৪৩ সালে প্রকাশিত হয়েছিল। নভেলা হলো একটি ছোট উপন্যাস যা ছোট গল্পের চেয়ে বড় কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাসের চেয়ে ছোট হয়।
"এ ক্রিসমাস ক্যারল"-এর প্রধান চরিত্র হলেন এবিনেজার স্ক্রুজ (Ebenezer Scrooge)। তিনি স্বভাবগতভাবে একজন কৃপণ ব্যক্তি, যাকে "ক্রিসমাসের ভূত" (A Ghost of Christmas) বিভিন্ন অদ্ভুত স্বপ্ন দেখায়। স্বপ্নে তাকে এই বার্তা দেওয়া হয় যে, জীবনে সুখের চাবিকাঠি কেবল অর্থ বা সম্পদ নয়; বরং সুখের জন্য মানুষকে উদার মানসিকতার এবং মানবিক হতে হবে।
চার্লস ডিকেন্সকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। 'বোজ' (Boz) ছিল চার্লস ডিকেন্সের একটি ছদ্মনাম।
তার সেরা কিছু কাজ (উপন্যাস) হলো:
এ ক্রিসমাস ক্যারল (A Christmas Carol)
ডেভিড কপারফিল্ড (David Copperfield)
ব্লিক হাউস (Bleak House)
এ টেল অফ টু সিটিজ (A Tale of Two Cities)
গ্রেট এক্সপেকটেশনস (Great Expectations)
আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড (Our Mutual Friend)
হার্ড টাইমস (Hard Times)
দ্য পিকউইক পেপার্স (The Pickwick Papers)
0
Updated: 1 month ago
Who teaches Estella to despise men?
Created: 2 months ago
A
Jaggers
B
Miss Havisham
C
Molly
D
Biddy
বাংলা ব্যাখ্যা: Miss Havisham বিয়ের দিনে প্রতারিত হওয়ার পর প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। তিনি Estella-কে পুরুষদের ঘৃণা করতে শেখান। এর ফলে Estella সুন্দরী হলেও শীতল হৃদয়ের হয়ে ওঠে। Dickens এখানে প্রতিশোধের শিক্ষার বিপর্যয়কর প্রভাব দেখিয়েছেন।
0
Updated: 2 months ago
What is the symbolic meaning of the stopped clocks in Miss Havisham’s house?
Created: 2 months ago
A
Death
B
Frozen time after betrayal
C
Loss of wealth
D
Fear of marriage
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ঘড়িগুলো বিয়ের দিন থেকে চিরতরে থেমে আছে। এটি প্রতীক—প্রেমে প্রতারণার পর তার জীবনে সময় যেন আর এগোয়নি। বাড়ি, পোশাক, কেক—সব কিছু স্থবির হয়ে আছে। Dickens এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, প্রতিশোধ ও দুঃখ মানুষকে জীবনের প্রবাহ থেকে আলাদা করে দেয়। সময়ের সঙ্গে না চললে জীবনও ধ্বংসস্তুপে পরিণত হয়।
0
Updated: 2 months ago
‘David Copperfield’ is a/an ____ novel.
Created: 3 months ago
A
Victorian
B
Elizabethan
C
Romantic
D
Modern
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870) রচিত David Copperfield মূলত একটি আত্মজীবনীমূলক উপন্যাস যেখানে এতিম শিশু David Copperfield-এর বড় হয়ে উঠা ও তার সৎ বাবা কর্তৃক নির্যাতিত হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। উপন্যাসটি ১৮৪৯-৫০ সময়কালে ধারাবাহিক আকারে প্রকাশিত হয়। Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist
1
Updated: 3 months ago