৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
A
২৫%
B
২৮%
C
৩০%
D
৩২%
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
সমাধান:
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন
৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন
= ৩০ জন

0
Updated: 1 month ago
ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?
Created: 3 months ago
A
২৭ টাকা
B
২৫.৯৩ টাকা
C
৪০ টাকা
D
২৫.৫০ টাকা
সমাধান:
খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১৩৫ টাকা
১৩৫ টাকায় খ এর বেতন কম ৩৫ টাকা
১টাকায় খ এর বেতন কম ৩৫/১৩৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (৩৫×১০০)/১৩৫
= ২৫.৯৩ টাকা

0
Updated: 3 months ago
A man paid tax on 12000 Taka at the rate of 20%. He paid the tax in 10 equal payments. what is the amount of each payment?
Created: 2 weeks ago
A
220 TK.
B
240 TK.
C
280 TK.
D
290 TK.
Question: A man paid tax on 12000 Taka at the rate of 20%. He paid the tax in 10 equal payments. what is the amount of each payment?
Solution:
100 টাকায় কর দেয় = 20 টাকা
∴ 1 টাকায় কর দেয় = 20/100 = 1/5 টাকা
∴ 12000 টাকায় কর দেয় (20× 12000)/100 = 2400 টাকা
∴ মোট কর = 2400 টাকা
10টি সমান কিস্তিতে পরিশোধ করে।
∴ প্রতি কিস্তিতে পরিশোধ = 2400/10 = 240 টাকা

0
Updated: 2 weeks ago
A machine is sold at a profit of 20%. Had it been sold for Tk. 60 less, there would have been a loss of 20%. What was the cost price?
Created: 2 weeks ago
A
150 TK.
B
240 TK.
C
260 TK.
D
320 TK.
Question: A machine is sold at a profit of 20%. Had it been sold for Tk. 60 less, there would have been a loss of 20%. What was the cost price?
Solution:
ধরি, মেশিনটির ক্রয়মূল্য = x টাকা
20% লাভে বিক্রয়মূল্য = x + x এর 20%
= x + 20x/100
= 12x/10
20% ক্ষতিতে বিক্রয়মূল্য = x - x এর 20%
= x - 20x/100
= 8x/10
প্রশ্নমতে,
(12x/10) - (8x/10)= 60
⇒ 4x/10 = 60
⇒ 4x = 60 × 10
⇒ x = (60 × 10)/4
∴ x = 150
∴ মেশিনটির ক্রয়মূল্য = 150 টাকা

0
Updated: 2 weeks ago